IPL 2024: ৭০টি জমজমাট ম্যাচের পর অবশেষে সম্পূর্ণ হলো আইপিএলের (IPL) লীগ পর্ব। প্রতিদ্বন্দ্বীতায় ভরপুর মরসুমে দুর্দান্ত ক্রিকেট উপভোগ করতে পেরেছেন ক্রিকেটজনতা। পয়েন্ট তালিকায় সাপ-লুডোর খেলা দেখা গিয়েছে প্রায়শই। চূড়ান্ত লীগ টেবিল কি হবে তা নিশ্চিত ছিলো না লীগ পর্বের শেষদিন অবধি। বেশ কিছু একপেশে ম্যাচ যেমন চোখে পড়েছে, তেমন কলকাতা-পাঞ্জাব, বেঙ্গালুরু-চেন্নাইয়ের মত একাধিক ম্যাচে উত্তেজনায় নিজেদের আসন ছেড়ে নড়তে পারেন নি দর্শকেরা। কলকাতা (KKR), রাজস্থান (RR) বা সানরাইজার্সের (SRH) মত দল আগেই প্লে-অফে চলে গেলেও, চতুর্থ দল কারা হবে তা জানতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে ক্রিকেটজনতাকে। শেষমেশ গত শনিবার চতুর্থ আসনটি দখল করে বেঙ্গালুরু (RCB)। গতকাল, অর্থাৎ রবিবার চূড়ান্ত রূপ পায় এবারের আইপিএল পয়েন্টস টেবিল।
লীগ পর্ব শেষে অপেক্ষা এবার প্লে-অফের। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শেষ চারের যুদ্ধ। আহমেদাবাদে রয়েছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। লীগ টেবলের এক ও দুই নম্বরে থাকা দুই শিবির আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাইশ গজের দ্বৈরথে। জয়ী দল সরাসরি পা রাখবে ২৬ তারিখের ফাইনালে। বিজিত দল ২৪ মে চেন্নাইয়ের চিপকে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২২ তারিখ, অর্থাৎ বুধবার রয়েছে এলিমিনেটর ম্যাচ। তিন ও চার নম্বরে থাকা দুই দল সেদিন মাঠে নামবে অস্তিত্বরক্ষার লক্ষ্যে। জয়ী দল যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম দুই দলের লড়াইতে পরাজিত শিবিরের মুখোমুখি হবে তারা। আর তারপর থাকছে খেতাবী যুদ্ধ। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই জয়ী দল রবিবার ট্রফির জন্য লড়বে চিপকে।
Read More: “আমরা সত্যিই সৌভাগ্যবান…” রোহিত শর্মা’র মুখে পাক সমর্থকদের প্রশংসা, সৌহার্দ্যের বার্তা দিলেন ভারত অধিনায়ক !!
যুযুধান কলকাতা ও হায়দ্রাবাদ-
লীগ তালিকায় এক ও দুই নম্বরে শেষ করেছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। কলকাতার পয়েন্ট সংখ্যা ২০। গত দুটি আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিলো তারা। এবার প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসেবে ফেরানোর পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। গোটা আইপিএলের (IPL) লীগ পর্বে ৯টি ম্যাচে জয় পেয়েছে নাইটরা (KKR)। তারা হেরেছে কেবল তিনটি ম্যাচে। গুজরাত (GT) ও রাজস্থানের (RR) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচগুলি ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। সেখানে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বেগুনি-সোনালী শিবিরকে। প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলেন শ্রেয়স আইয়ার’রা। এরপর দুই ম্যাচই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২ পয়েন্ট আরও পেয়েছে তারা।
অন্যদিকে রোমহর্ষক মরসুম কেটেছে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)। একাধিক ম্যাচে রানের পাহাড় খাড়া করতে দেখা গিয়েছে তাদের ব্যাটারদের। নজর কেড়েছেন ট্র্যাভিস হেড (Travis Head), অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনরা। বল হাতেও বেশ কিছু ম্যাচে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins), ভুবনেশ্বর কুমাররা। গত মরসুমে লীগ তালিকার দশম স্থানে ছিলো সানরাইজার্স। কিন্তু এবার আগাগোড়া প্লে-অফের লড়াইতে থেকে শেষমেশ সাফল্য লাভ করেছে তারা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। নেট রান রেটের সুবাদে দ্বিতীয় তারা। আগামী ২১ জুন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আহমেদাবাদের মাঠে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ। লীগ পর্বে হায়দ্রাবাদকে ইডেনে হারিয়েছিলো কলকাতা। প্লে-অফে কি হয় ফলাফল, দেখতে মুখিয়ে সকলে।
নড়বড়ে রাজস্থানের সামনে ছন্দে থাকা বেঙ্গালুরু-
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স ও সানরাইজার্স। তার ঠিক এক দিন পর অর্থাৎ ২২ মে এলিমিনেটর ম্যাচে সম্মুখসমরে রাজস্থান রয়্যালস (RR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে শেষ করেছে রাজস্থান। মরসুমের প্রথম ৯ ম্যাচের মধ্যে আটটিতে জিতে একটা সময় বাকিদের অনেকটা পিছনে ফেলেছিলেন সঞ্জু স্যামসন’রা (Sanju Samson)। কিন্তু তারপর মুখ থুবড়ে পড়েছে তাদের পারফর্ম্যান্স। শেষ পাঁচ ম্যাচের মধ্যে টানা চারটি হেরেছে তারা। গতকাল নাইট রাইডার্সের বিরুদ্ধে গুয়াহাটির মাঠে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় মিলেছে ১ পয়েন্ট। প্রথম পর্বের পারফর্ম্যান্সের সুবাদে শেষ চারে গেলেও গত কয়েকটি ম্যাচের ফলাফল চিন্তায় রাখবে রাজস্থানকে (RR)।
রাজস্থানের সম্পূর্ণ উলটো চিত্র দেখা গিয়েছে আরসিবি (RCB) শিবিরে। একটা সময় ৮ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ছিলো তাদের। ছিটকে যাওয়ার আশঙ্কা করছিলেন ক্রিকেটবোদ্ধারা। কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দঁড়িয়েছে তারা। টানা ছয় ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে পা রেখেছে প্লে-অফে। যে আগুনে ছন্দে আপাতত রয়েছে বেঙ্গালুরু (RCB) তাতে অনেকেই বলছেন রাজস্থানকে ছিটকে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ২৪ তারিখ কলকাতা-হায়দ্রাবাদ ম্যাচের বিজিত পক্ষের বিরুদ্ধে চেন্নাইতে দেখা যাবে কোহলিদেরই। এমনকি দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে চিপকের বাইশ গজে ২৬ মে অর্থাৎ রবিবার আরসিবি’কে ফাইনালে পৌঁছতে দেখলেও অবাক হবেন না কেউই। প্লে-অফের লড়াই শুরুর আগে কোহলি (Virat Kohli), দু প্লেসি, যশ দয়ালদের ফর্ম ভরসা যোগাচ্ছে তাদের।