ipl-2024-final-kkr-probable-xi-vs-srh

IPL 2024: ২০১৪ সালে শেষবার আইপিএলে (IPL) সেরার শিরোপা অর্জন করেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর কেটে গিয়েছে নয়টি মরসুম। একবারও ট্রফি আসে নি ‘সিটি অফ জয়’-এ। ২০২১ সালে ফাইনালে পৌঁছেছিলো দল। কিন্তু চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে হেরেই সেইবার যাত্রা শেষ হয়েছিলো তাদের। গত দুই বছরে প্লে-অফের গণ্ডীও টপকাতে পারে নি নাইটরা। আক্ষেপ মেটানোর সুযোগ থাকছে রবিবার। নিজেদের চতুর্থ আইপিএল (IPL) ফাইনালে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। লীগ পর্ব ও প্রথম কোয়ালিফায়ার মিলিয়ে ইতিমধ্যেই কলকাতা চলতি আইপিএলে দুইবার হারিয়েছে হায়দ্রাবাদকে। তৃতীয় সাক্ষাতেও জয়ই পাখির চোখ তাদের।

খেতাবী যুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে ওপেন করতে দেখা যাবে সুনীল নারাইন ও রহমানুল্লাহ গুরবাজকে। ফিল সল্টের জুতোয় গুরবাজ  (Rahmanullah Gurbaz) পা গলাতে পারেন কিনা, নজর থাকবে সেইদিকে। তিন নম্বরে নামতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। ফর্মে রয়েছেন তিনি। চারে নিজের পছন্দের পজিশনে খেলতে পারেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দিনকয়েক আগে সানরাইজার্সের বিরুদ্ধেই অর্ধশতক করেছিলেন তিনি। ফাইনালেও চাইবেন ধারাবাহিকতা বজায় রাখতে। পাঁচ নম্বরে থাকতে পারেন নীতিশ রাণা। দলকে ব্যাটিং গভীরতা যোগাবেন তিনি। আন্দ্রে রাসেল (Andre Russell) ও রমনদীপ সিং-কে দেখা যাবে এরপর। ফাইনালে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং। ছন্দে না থাকা রিঙ্কুকে (Rinku Singh) বাইরে রেখে একজন অতিরিক্ত বোলার খেলাতে পারে দল। স্টার্ক, হর্ষিত রাণা ও বৈভব আরোরার পেস ত্রয়ী থাকছে একাদশে। থাকছেন স্পিনার বরুণ চক্রবর্তীর।

Read More: ডিভোর্স হচ্ছেই হার্দিকের, আইনি টানাপোড়েনের আশঙ্কায় ক্রিকেটতারকা !!

IPL ম্যাচের সময়সূচি-

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)

তারিখ- ২৬/০৫/২০২৪

ম্যাচ নং- ৭৪ (ফাইনাল)

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Chennai Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | IPL 2024 | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে রবিবার আইপিএলের ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের বাইশ গজ খানিক চটচটে হয়ে থাকা সাধারণত। যার ফলে বল পড়ে এখানে খানিক মন্থর হয়ে পড়ে। ব্যাটে আসতে সময় নেয়। ফলে বড় শট লাগাতার মারতে সমস্যার মুখে পড়তে হয় ব্যাটারদের। গতির তারতম্য করতে পারদর্শী বোলাররা সাহায্য পান এখানে। সাফল্য পান স্পিনাররাও। রবিবাসরীয় ফাইনালে গুরুত্বপূর্ণ হতে পারে পাওয়ার প্লে। চিপকে এখনও অবধি ৮৪টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৩৪টিতে প্রথম ব্যাটিং করা দল জিতেছে। ৫০টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। ফাইনালেও টসজয়ী অধিনায়ক প্রথম বোলিং করতে পারেন।

বৃষ্টির দরুণ গত মরসুমের ফাইনাল চলেছিলো তিনদিন। এবার আবহাওয়া কেমন থাকে তা জানতে স্বাভাবিক কারণেই রয়েছে কৌতূহল। আশঙ্কার খবরই শুনিয়েছে হাওয়া অফিস। রবিবার চেন্নাই শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা ২০ শতাংশ। যদিও রয়েছে রিজার্ভ ডে। এছাড়া আবহাওয়াবিদ্‌দের তরফে জানানো হয়েছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৬ শতাংশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যা অস্বস্তিকর হতে পারে ক্রিকেটারদের জন্য। ম্যাচের সময় ২৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ-

Kolkata Knight Riders | IPL 2024 | Image: Getty Images
Kolkata Knight Riders | Image: Getty Images

ওপেনার- রহমানুল্লাহ গুরবাজ ✈, সুনীল নারাইন ✈

মিডল অর্ডার- ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার

ফিনিশার- আন্দ্রে রাসেল ✈, রমনদীপ সিং

বোলার- মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা

উইকেটরক্ষক- রহমানুল্লাহ গুরবাজ ✈

SRH-এর বিরুদ্ধে KKR-এর সম্ভাব্য একাদশ-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক) ✈, সুনীল নারাইন ✈, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রাণা, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), আন্দ্রে রাসেল ✈, রমনদীপ সিং, মিচেল স্টার্ক ✈, হর্ষিত রাণা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা।

বিকল্প- অনুকূল রয়, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, সুয়শ শর্মা, শেরফেন রাদারফোর্ড ✈।

Also Read: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের, তারুণ্যে আস্থা রেখেই ট্রফির সন্ধানে বাবর বাহিনী !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *