IPL 2024: “ঐ জুটিটাই রক্ষা করলো…” ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো RCB, নেটদুনিয়ায় তারিফ কুড়োলেন কার্তিক-অনুজ !! 1

IPL 2024: চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। চিপকের পিচে শুরুটাও ভালো করেন তিনি। ওপেন করতে নেমে দ্রুত করে ফেলেছিলেন ৩০ রান। কিন্তু চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের এক মোক্ষম চালেই খেই হারিয়ে ফেলে দু প্লেসির দল। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের হাতে ম্যাচের পঞ্চম ওভারে বল তুলে দিয়েছিলেন ঋতুরাজ। পর পর দু প্লেসি ও রজত পতিদারকে আউট করে বেঙ্গালুরুকে পিছনের দিকে ঠেলে দেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নামা গ্লেন ম্যাক্সওয়েল’ও সুবিধা করতে পারেন নি। দীপক চাহারের স্যুইং-এ পরাস্ত হয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে বসেন।

Read More: IPL 2024: রাওয়াত-কার্তিকের ব্যাটিং ক্যারিশমায় লড়াকু স্কোর ব্যাঙ্গালোরের, জেতার জন্য ১৭৪ করতে হবে ধোনিদের !!

মুস্তাফিজুর ম্যাজিক এরপর ফের একবার বেঙ্গালুরুর সামনে ত্রাস হয়ে দাঁড়ায়। এবার তিনি একই ওভারে ফিরিয়ে দেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন’কে। দিনকয়েক আগেই উইমেন্স প্রিমিয়ার লীগ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নারী দল। সেই প্রসঙ্গ টেনে এনে নেটজনতা কটাক্ষ করতে ভোলেন নি আরসিবি’কে। ‘এর চেয়ে তো এলিস পেরী, রিচা ঘোষদের নামানো যেত’ লিখেছেন একজন। ‘মেয়েদের থেকে কিছু শিক্ষা তো নিতে পারত পুরুষ’রা’ টিপ্পনী আরও একজনের। শ্লেষের বাণে বিদ্ধ হয়েছেন খোদ বিরাট কোহলিও। দুই মাস পর মাঠে ফিরছেন তিনি। আজ ২০ বলে ২১ করে আউট হন। ‘টি-২০ বিশ্বকাপে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তই সঠিক’ এক্স-হ্যান্ডেলে মন্তব্য একজনের। ‘খেলায় মন নেই নিশ্চয়ই’ লিখেছেন আরও একজন। একটা সময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা বেঙ্গালুরু ধুঁকছিলো রীতিমত।

৪ উইকেট তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ার কুর্নিশ আদায় করে নিয়েছেন মুস্তাফিজ। ‘অশ্বিনই ঠিকই বলেছিলেন, চিপকের পিচে মুস্তাফিজুরের জবাব নেই’ মন্তব্য এক উচ্ছ্বসিত ভক্তের। ‘এবারের পার্পল ক্যাপের অন্যতম দাবীদার মুস্তাফিজুর’ লিখেছেন আরও একজন। দিনকয়েক আগে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ পেসার। সেখান থেকে ফিরে এসে এহেন বোলিং চমকে দিয়েছে সকলকে। চেন্নাইয়ের বোলিং আক্রমণ সামলে নির্ধারিত ২০ ওভার শেষে বেঙ্গালুরুর স্কোর যে ১৭৩-এ গিয়ে দাঁড়িয়েছে, তার কৃতিত্ব অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের। দুজন মিলে ৯৫ রানের জুটি গড়লেন আজ। ২৫ বলে ৪৮ করেন অনুজ। কার্তিক অপরাজিত থাকেন ৩৮ রান করে। ‘এই জুটিটাই মান বাঁচালো’ লিখেছেন একজন। ‘এবার দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন অনুজ’ উপলব্ধি আরও একজনের। প্রশংসিত কার্তিক’ও। ‘বুড়ো হাড়ে ভালোই ভেল্কি দেখালে’ তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন একজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2024: “কি খেল দেখালে গুরু…” মুস্তাফিজুর ম্যাজিকে ব্যাকফুটে রয়্যাল চ্যালেঞ্জার্স, বাংলাদেশি পেসারকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *