IPL 2024, DC vs SRH, MATCH 35 PREVIEW: দিল্লিতে প্রথম হোম ম্যাচ খেলতে চলেছে DC, জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া SRH !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024), আগামীকাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ (DC vs SRH)। দুই দল চলতি সিজিনে বেশ ভালো ফর্মে রয়েছে। গত তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক লাগিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পরপর দুই ম্যাচ জিতে তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ট্রেভিস হেডের (Travis Head) অসাধারণ শতরান, হেনরিখ ক্লাসেনের (Henrich Klassen) অর্ধশতরানের ইনিংস ও মার্করাম-সামাদের বিধ্বংসী ব্যাটিং এর দৌলতে আইপিএল ইতিহাসে সর্বাধিক রানের গন্ডি অতিক্রম করেছে হায়দ্রাবাদ।

চলতি সিজিনে মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ এবং ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২৮৭ রান বানিয়ে ফেলেছে হায়দ্রাবাদ। যদিও হায়দ্রাবাদী বোলারদের মধ্যে প্যাট কামিন্স (Pat Cummins) ব্যাতিত বাঁকি বোলাররা সেভাবে নিজেদের প্রমান করতে সক্ষম হননি। অন্যদিকে গত দুই ম্যাচে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছে দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্সকে আইপিএল ইতিহাসে প্রথম বারের জন্য ১০০’র নীচে অলআউট করে দেখালো দিল্লি। ব্যাট হাতে প্রথম থেকেই দিল্লি অসাধারণ ক্রিকেট খেলে আসছে। আগামীকাল ম্যাচটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হাতে চলেছে দুই ফ্রাঞ্চাইজির কাছেই।

DC vs SRH, IPL 2024 Match 35, Pitch Report

Arun Jaitley Stadium, world cup 2023, ipl 2024
Arun Jaitley Stadium | Image: Twitter

আগামীকাল প্রথমবারের জন্য দিল্লির ফিরোজ শাহ কোটলা বা অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এই সিজিনে ম্যাচ খেলা হচ্ছে। কেন্দ্রসভার ভোটের উপর নজর রেখে প্রথম কয়েকটি ম্যাচ দিল্লি তাদের হোমগ্রাউন্ড হিসাবে বিশাখাপত্তনমে খেলেছিল। যদিও উইমেন্স লীগ চলাকালীন বেশ কয়েকটি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এখানের উইকেট ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং স্বর্গ, ইচ্ছামতন ব্যাটসম্যানরা বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাঁকাতে সক্ষম হবে এই মাঠে। তবে উইমেন্স লীগে এই পিচে প্রথম কয়েকটি ম্যাচে ব্যাটসম্যান দের জন্য কার্যকর মনে হলেও শেষের দিকে উইকেট ধীরগতির হয়ে উঠেছিল।

DC vs SRH, IPL 2024 Match 35, Weather Update

IPL 2024, DC vs SRH, MATCH 35 PREVIEW: দিল্লিতে প্রথম হোম ম্যাচ খেলতে চলেছে DC, জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া SRH !! 2

আগামীকাল দিল্লিতে সর্বাধিক ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকবে যা কমতে কমতে ২৩ ডিগ্রীতে পরিণত হবে। শুধু তাই নয়, বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ২৩ শতাংশ। ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। যদিও বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

DC vs SRH, IPL 2024 Match 35, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

দিল্লি ক্যাপিটালস – পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবস, শাই হোপ, ঋষভ পান্ত (C/WK), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, খলিল আহমেদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ – ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (WK), আব্দুল সামাদ, নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন।

আরও পড়ুন | IPL 2024: জয়ের ধারা বজায় রাখতে দুর্দান্ত পরিবর্তন SRH দলে, বাদ যাচ্ছেন ক্লাসেন-হেড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *