Jasprit Bumrah and Rohit Sharma
Jasprit Bumrah and Rohit Sharma | Image : Getty Images

IPL 2024: যত কাণ্ড মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নিলামপর্ব হওয়ার কথা আগামী ১৯ ডিসেম্বর, দুবাইতে। তার আগে দলবদলের বাজারে ঝড় তুলেছে মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজি। গুজরাত টাইটান্সের (GT) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) তুলে নিয়েছে তারা। ২০১৫ সালে মুম্বই জার্সিতেই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন হার্দিক। সাত মরসুম কাটানোর পর ২০২২-এ যোগ দিয়েছিলেন গুজরাতে (GT)। দুই মরসুমে অধিনায়ক হিসেবে একবার ট্রফি জয় এবং একবার ফাইনাল খেললেও টাইটান্স সংসারে দীর্ঘস্থায়ী হতে পারলো না হার্দিক (Hardik Pandya)। শোনা গিয়েছে অর্থনৈতিক কারণে বনিবনা হচ্ছিলো না দুই পক্ষের। সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত।

২৬ নভেম্বর ছিলো রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের দিন। তার দিনকয়েক আগে থেকেই হার্দিকের দলবদলের খবরে সরগরম ছিলো ক্রিকেটমহল। গুজরাতের (GT) রিটেনশন তালিকায় তারকা অলরাউন্ডারকে দেখে অবশ্য চমকেছিলেন অনেকেই। তবে কি পুরোটাই গুজব? উঠেছিলো প্রশ্ন। তবে ২৬ তারিখ সন্ধ্যের মধ্যে বদলে যায় পরিস্থিতি। ক্রিকবাজ জানায় ১৫ কোটি টাকার বিনিময়ে হার্দিকের ‘হোমকামিং’ সম্পন্ন হয়েছে। পরদিন দুপুরে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ফ্র্যাঞ্চাইজিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করে প্রত্যাবর্তনের খবর। মুম্বইতে ফিরে হার্দিক (Hardik Pandya) নিজে উচ্ছ্বাস প্রকাশ করলেও দলের বাকি সদস্যদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি। তবে হার্দিকের ভিআইপি ট্রিটমেন্ট যে অনেকেরই না-পসন্দ, তার আভাস পাওয়া গিয়েছে ইতিমধ্যে। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read More: IPL 2024: স্বপ্ন হতে চলেছে সত্যি, এই সমীকরণে এবারের আইপিএলে এন্ট্রি নিচ্ছেন হাসান আলী !!

ভাঙনের মুখে বুমরাহ-মুম্বই সম্পর্ক-

Jasprit Bumrah | IPL 2024 | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) অধিনায়ক কে হবেন তা নিয়ে রয়েছে জল্পনা। ২০১৩ মরসুম থেকে নেতার দায়িত্ব সামলে আসছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সরে যাওয়ার কোনো রকম ইঙ্গিত এখনও অবধি দেন নি। তা সত্ত্বেও হার্দিককে মুম্বই ফিরিয়ে আনায় হিটম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে কি আগামীর নেতা হিসেবে হার্দিককেই (Hardik Pandya) ভাবছেন নীতা আম্বানিরা? দ্বিধায় বিশেষজ্ঞমহল। রোহিত এখনও কোনোরকম প্রতিক্রিয়া দেন নি। কিন্তু চুপ থাকলেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০১৩ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে খেলছেন তিনিও। ১২০ ম্যাচে নিয়েছেন ১৪৩ উইকেট। বহু ম্যাচ জিতিয়েছেন একার কৃতিত্বে। রোহিত পরবর্তী মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হিসেবে অনেকেরই পছন্দ ছিলেন বুমরাহ, কিন্তু হার্দিকের (Hardik Pandya) প্রত্যাবর্তনে সেই সম্ভাবনা এখন বিশ বাঁও জলে। নিজের অসন্তোষ ইন্সটাগ্রামে উগড়ে দিয়েছেন তারকা পেসার।

ঘটনার সূত্রপাত গতকাল। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেখানে লেখা ছিলো ‘লয়্যালটি’ অর্থাৎ ‘আনুগত্য’ বা ‘বিশ্বস্ততা’। নীচে লেখা ‘কখনও কখনও নৈঃশব্দ’ই শ্রেষ্ঠ উত্তর।’ তাঁর পোস্টের পিছনে মুম্বই ইন্ডিয়ান্স (MI) কানেকশন সহজেই খুঁজে নিয়েছেন নেটজনতা। ২০২২ সালে দল ছাড়া হার্দিক (Hardik Pandya) যেখানে প্রত্যাবর্তনের পর তারকার মর্যাদা পাচ্ছেন, সেখানে একটানা দশ বছর মুম্বই ইন্ডিয়ান্সে থেকেও ‘আনুগত্যের’ যোগ্য মর্যাদা পান নি বলেই সম্ভবত মনে করছেন বুমরাহ। তিনি ইন্সটাগ্রামে মুম্বই ইন্ডিয়ান্স’কে আনফলো’ও করে দিয়েছেন ইতিমধ্যে নিলামের আগে বুমরাহ বিদ্রোহ মেটাতে পারবেন নীতা আম্বানিরা? নাকি রিলিজ চেয়ে নিয়ে অন্য দলের হয়ে আইপিএলের (IPL) আগামী মরসুমে মাঠে নামবেন তিনি? এখন উত্তরের অপেক্ষায় ক্রিকেটদুনিয়া।

দেখে নিন বুমরাহ’র ইনস্টাগ্রাম পোস্ট-

Jasprit Bumrah | IPL 2024 | Image: Instagram
Jasprit Bumrah unfollows MI before IPL 2024 | Image: Instagram

Also Read: IPL 2024: পয়সার লোভে কেরিয়ার বরবাদ করছেন হার্দিক পান্ডিয়া, মুম্বই দলে পাবেন না যোগ্য সম্মান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *