IPL 2024: পয়সার লোভে কেরিয়ার বরবাদ করছেন হার্দিক পান্ডিয়া, মুম্বই দলে পাবেন না যোগ্য সম্মান !! 1

IPL 2024: দলবদল নিয়ে উত্তেজনা ফুটবলের দুনিয়াই প্রায়শই দেখা যায়। ক্রিকেটেপ্রেমীরাও সেই উত্তেজনার স্বাদ পেলেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সৌজন্যে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) আগামী মরসুমে কোথায় খেলবেন ভারতের তারকা অলরাউন্ডার? বেশ কিছুদিন এই নিয়ে জল্পনা চললো ক্রিকেটমহলে। ২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যখন আত্মপ্রকাশ করে গুজরাত টাইটান্স (GT), তখন মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে সেখানে পাড়ি দিয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। পেয়েছিলেন অধিনায়কের দায়িত্ব। এরপর কেটেছে দুটো মরসুম। ২০২২ নেতা হিসেবে দলকে ট্রফি দিয়েছেন হার্দিক। ২০২৩-এ গুজরাতকে নিয়ে গিয়েছেন ফাইনালে। এবার রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশের দিনকয়েক আগে থেকে আচমকাই শোনা যায় হার্দিক-গুজরাতের সুখের সংসারে ভাঙন ধরেছে। দল বদলানোর কথা ভাবছেন তিনি।

সকলে অপেক্ষা করছিলেন ২৬ নভেম্বর রিলিজ-রিটেনশন তালিকা সামনে আসার। গুজরাত (GT) যে তালিকা প্রকাশ করেছিলো তাতে দেখা গিয়েছিলো ‘রিটেনড’ তালিকায় রয়েছেন হার্দিক (Hardik Pandya)। তাহলে কি পুরোটাই গুজব? অবাক হয়েছিলো ক্রিকেটদুনিয়া। জমজমাট নাটকের নিষ্ফল পরিণতি মেনে নিয়েছিলেন অনেকে। কিন্তু ঘটনার গতিপ্রকৃতি বদলে যায় ঘন্টাখানেকের মধ্যেই। ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায় যে হার্দিক যাচ্ছেন মুম্বইতেই (MI)। সরকারী ঘোষণা না আসায় আরও খানিক চলে অপেক্ষা। অবশেষে ২৭ তারিখ দুপুরে মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজে ঘোষিত হয় হার্দিকের (Hardik Pandya) ‘হোমকামিং।’ যে ফ্র্যাঞ্চাইজিতে ২০১৫ সালে পা রেখেছিলেন এক অনভিজ্ঞ তরুণ হিসেবে, সেখানে জিতেছেন চারটে আইপিএল, সেখানে ফিরে উচ্ছ্বাস চেপে রাখতে পারেন নি হার্দিক স্বয়ং।

Read More: IPL 2024: পাকিস্তানের পর এবার এই দেশও হল আইপিএল থেকে ব্যান, বিক্রি হবে না কোন খেলোয়াড় !!

মুম্বইতে প্রশ্নের মুখে হার্দিকের কেরিয়ার-

Hardik pandya | ipl 2024 | Image: Getty Images
Hardik Pandya | Image: Getty Images

২০১৫ সালে মাত্র ১০ লাখ টাকার বিনিময়ে হার্দিক (Hardik Pandya) নাম লিখিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। যখন দল ছাড়েন তখন তাঁর বেতন দাঁড়িয়েছিলো ১৫ কোটি। সেই একই অর্থে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সংবাদমাধ্যম সূত্রে খবর অর্থ নিয়ে বনিবনা না হওয়াতেই দূরত্ব বেড়েছিলো হার্দিক ও টাইটান্স (GT) শিবিরের। প্রথমে মনে করা হয়েছিলো যে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে কোনো ক্রিকেটারের বদলে নেওয়া হবে হার্দিককে, কিন্তু গুজরাত ‘ক্যাশ অনলি’ চুক্তিতেই রাজী হয়েছে। অতিরিক্ত অর্থের সংস্থান করতে গত নিলামে ১৭.৫ কোটিতে দলে নেওয়া ক্যামেরন গ্রিনকে (Cameron Green) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হাতে তুলে দিতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে।

গুজরাতে অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মনে করা হয়েছিলো যে মুম্বই ইন্ডিয়ান্সেও অধিনায়ক হিসেবেই ফিরবেন তিন। কিন্তু দলে ফেরার পর এক দিন কেটে গেলেও সেই সংক্রান্ত কোনো রকম ঘোষণা আসে নি এখনও। দলবদলের বাজারে গুজব রটেছিলো যে হার্দিকের বদলে রোহিত শর্মাকে (Rohit Sharma) গুজরাত টাইটান্সের হাতে তুলে দিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হিসেবে রোহিত মুম্বইকে পাচটি আইপিএল ট্রফি দিয়েছেন। বেঙ্গালুরু বলতেই যেমন ভেসে ওঠে বিরাট কোহলির মুখ, চেন্নাই সুপার কিংসকে যেমন অনেকে চেনেন ধোনির জন্য, তেমনই গত এক দশকে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখ হয়ে উঠেছেন হিটম্যান।

হার্দিকের (Hardik Pandya) প্রত্যাবর্তনে যদি অধিনায়কত্ব নিয়ে দড়ি টানাটানি শুরু হয়, তাহলে সমস্যায় পড়বে ফ্র্যাঞ্চাইজিই। ‘ঘরের ছেলে’ রোহিতের পাশেই থাকবে সমর্থকদের সমর্থন। সেক্ষেত্রে ‘ভিলেন’ হতে পারেন হার্দিক পান্ডিয়া। রোহিত (Rohit Sharma) পরবর্তী অধিনায়ক হিসেবে অনেকেই দেখছিলেন জসপ্রীত বুমরাহ’কে (Jasprit Bumrah)। দীর্ঘসময় মুম্বই জার্সিতে খেলছেন তিনিও। হার্দিক দল ছেড়েও ফিরে আসার পর যদি নেতৃত্ব পান, সেক্ষেত্রে ক্ষুব্ধ হতে পারেন তিনিও। ইতিমধ্যেই ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বুমরাহ। এরপর ইগোর লড়াই শুরু হলেও ফের সমস্যায় পড়তে হতে পারে হার্দিককে (Hardik Pandya)। এর ফলে সমস্যার সম্মুখীন হতে পারে ভারতীয় দল’ও।

Also Read: IPL 2024: স্বপ্ন হতে চলেছে সত্যি, এই সমীকরণে এবারের আইপিএলে এন্ট্রি নিচ্ছেন হাসান আলী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *