আইপিএল হলো বিশ্ব ক্রিকেটের একটি রোমাঞ্চকর এবং জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা যা বিশ্ব ক্রিকেটের প্রতিটা মানুষের মনে আলাদা আনন্দ দিয়ে থাকে। আইপিএল এর মঞ্চ থেকেই বর্তমান বিশ্বের বহু তরুণ ক্রিকেটার নিজেদের বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠিত করেছে। তাই তো আইপিএল কে “Incredible premier League” নামেও আখ্যা দেওয়া হয়ে থাকে। আইপিএল যেমন উঠতি ক্রিকেটারদের মঞ্চ হিসাবে পরিচিত ঠিক তেমনি বহু নামি ক্রিকেটারদের পারফর্মেন্সের মঞ্চ হিসাবেও প্রতিষ্ঠিত।
Read More: IPL 2021: আইপিএলের দ্বিতীয় ভাগে যে ৫টি রেকর্ড ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে
এই বছর আইপিএল এর আসর ভারতের মাটিতে শুরু হয়েছিল কিন্তু ক্রমশ করোনা পরিস্থিতি খারাপ হয়ে হয়ে পড়াতে এবং বেশ কিছু ক্রিকেটার সহ সাপোর্ট সদস্য করোনা সংক্রমিত হয়েপরাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই প্রতিযোগিতা তখনকার মতো স্তগিত করে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই প্রতিযোগিতার জনপ্রিয়তার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই বছরের আইপিএল এর বাকি ম্যাচগুলি দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত করা হবে। এখন দেখে নেওয়া যাক এই বছর আইপিএল এর বাকি ৩১টি ম্যাচের পূর্ণাঙ্গ সময় সূচি এবং পয়েন্টস টেবিল:
পয়েন্টস টেবিল
Team Matches Won Lost Net Run Rate Points
Delhi Capitals 8 6 2 0.547 12
Chennai Super Kings 7 5 2 1.263 10
Royal Challengers Bangalore 7 5 2 -0.171 10
Mumbai Indians 7 4 3 0.062 8
Rajasthan Royals 7 3 4 -0.19 6
Punjab Kings 8 3 5 -0.368 6
Kolkata Knight Riders 7 2 5 -0.494 4
Sunrisers Hyderabad 7 1 6 -0.623 2
ম্যাচের পূর্ণাঙ্গ সময় সূচি
Match No | Match | Date | Time | Venue |
1 | Mumbai Indians vs Chennai Super Kings | September 19, 2021 | 7:30 PM | Dubai |
2 | Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore | September 20, 2021 | 7:30 PM | Abu Dhabi |
3 | Punjab Kings vs Rajasthan Royals | September 21, 2021 | 7:30 PM | Dubai |
4 | Delhi Capitals vs Sunrisers Hyderabad | September 22, 2021 | 7:30 PM | Dubai |
5 | Mumbai Indians vs Kolkata Knight Riders | September 23, 2021 | 7:30 PM | Abu Dhabi |
6 | Royal Challengers Bangalore vs Chennai Super Kings | September 24, 2021 | 7:30 PM | Sharjah |
7 | Delhi Capitals vs Rajasthan Royals | September 25, 2021 | 3:30 PM | Abu Dhabi |
8 | Sunrisers Hyderabad vs Punjab Kings | September 25, 2021 | 7:30 PM | Sharjah |
9 | Chennai Super Kings vs Kolkata Knight Riders | September 26, 2021 | 3:30 PM | Abu Dhabi |
10 | Royal Challengers Bangalore vs Mumbai Indians | September 26, 2021 | 7:30 PM | Dubai |
11 | Sunrisers Hyderabad vs Rajasthan Royals | September 27, 2021 | 7:30 PM | Dubai |
12 | Kolkata Knight Riders vs Delhi Capitals | September 28, 2021 | 3:30 PM | Sharjah |
13 | Mumbai Indians vs Punjab Kings | September 28, 2021 | 7:30 PM | Abu Dhabi |
14 | Rajasthan Royals vs RCB | September 29, 2021 | 7:30 PM | Dubai |
15 | Sunrisers Hyderabad vs Chennai Super Kings | September 30, 2021 | 7:30 PM | Sharjah |
16 | Kolkata Knight Riders vs Punjab Kings | October 1, 2021 | 7:30 PM | Dubai |
17 | Mumbai Indians vs Delhi Capitals | October 2, 2021 | 3:30 PM | Sharjah |
18 | Rajasthan Royals vs Chennai Super Kings | October 2, 2021 | 7:30 PM | Abu Dhabi |
19 | Royal Challengers Bangalore vs Punjab Kings | October 3, 2021 | 3:30 PM | Sharjah |
20 | Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad | October 3, 2021 | 7:30 PM | Dubai |
21 | Delhi Capitals vs Chennai Super Kings | October 4, 2021 | 7:30 PM | Dubai |
22 | Rajasthan Royals vs Mumbai Indians | October 5, 2021 | 7:30 PM | Sharjah |
23 | Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad | October 6, 2021 | 7:30 PM | Abu Dhabi |
24 | Chennai Super Kings vs Punjab Kings | October 7, 2021 | 3:30 PM | Dubai |
25 | Kolkata Knight Riders vs Rajasthan Royals | October 7, 2021 | 7:30 PM | Sharjah |
26 | Sunrisers Hyderabad vs Mumbai Indians | October 8, 2021 | 3:30 PM | Abu Dhabi |
27 | Royal Challengers Bangalore vs Delhi Capitals | October 8, 2021 | 7:30 PM | Dubai |
28 | Qualifier 1 | October 10, 2021 | 7:30 PM | Dubai |
29 | Eliminator | October 11, 2021 | 7:30 PM | Sharjah |
30 | Qualifier 2 | October 13, 2021 | 7:30 PM | Sharjah |
31 | Final | October 15, 2021 | 7:30 PM | Dubai |
দল অনুযায়ী ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা
চেন্নাই সুপার কিংস
সুরেশ রায়না, এম এস ধোনি, নারায়ণ জগদীশন, ঋতুরাজ গাওকোয়ার্ড, কে এম আসিফ, কারন শর্মা, আম্বাতি রায়ডু, দীপক চাহার, ফাফ দু প্লেসিস, শার্দুল ঠাকুর, মিচেল সেন্টেনার, ডোয়েন ব্রাভো, লুঙ্গি নিগিড়ি, স্যাম কারেন, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, রবিন উত্থাপা, মঈন আলী, কৃষ্নাপ্পা গৌতম, চেতেশ্বর পূজারা, এম হরিশঙ্কর রেড্ডি, কে ভাগত বার্মা, সি হারি নিশান্ত, আর সাই কিশোর, জোশ হেজেলউড।
কলকাতা নাইট রাইডার্স
দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতিশ রানা, প্রসিদ্ধা কৃষ্ণ, গুরুকৃৎ সিং মন, সন্দীপ ওয়ারিয়র, শিভম মাভি, শুভমান গিল, সুনীল নারিন, মরগ্যান, রাহুল ত্রিপাঠি, বরুন চক্রবর্তী, পবন নেগি, টিম সাইফার্ট, সাকিব আল হাসান, শেলডন জ্যাকসন, বৈভব অরোরা, করুন নায়ার, হরভজন সিং, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার, টিম সাউথি।
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা, আদিত্য তারে, অনমোলপ্রীত সিং, অনুকূল রয়, ধবল কুলকার্নি, হার্দিক পাণ্ড্য, ঈশান কিসান, জাসপ্রিত বুমরাহ, জয়ন্ত যাদব, কাইরন পোলার্ড, কুনাল পাণ্ড্য, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, মহসিন খান, সৌরভ তিওয়ারি, ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে, নাথান কুটারনাইল, পীযূষ চাওলা, জেমস নিশাম, যুদ্ভির চাড়াক, মার্কো জেনসেন, অর্জুন তেন্ডুলকর।
পাঞ্জাব কিংস
কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মনদীপ সিং, সরফরাজ খান, দীপক হুডা, প্রভিসিমরান সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডন, দর্শন নালকাণ্ডে, রবি বিষ্ণই, মুরগান অশ্বিন, অর্শদীপ সিং, হরপ্রীত বারার, ঈশান পোড়েল, শাহরুখ খান, মইসেস হেনরিকেস, জলজ সাক্সেনা, উৎকর্ষ সিং, ফাবিয়েন এলেন, সৌরভ কুমার, নাথান এলিস, আদিল রাশিদ।
রাজস্থান রয়্যালস
সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, রাহুল টেউটিয়া, মহিপাল লোমরোর, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মারকান্ডে, যশস্বী জয়সোয়াল, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, মানান ভোরা, শিভম দুবে, ক্রিস মরিস, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কে সি কারিপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদীপ যাদব, আকাশ সিং, গ্লেন ফিলিপ্স, তাবরেজ শামসি।
রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর
বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, যুজবেন্দ্ৰ চাহাল, দেবদত্ত পাদিক্কাল, হার্সাল প্যাটেল, ওয়াসিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, সাহাবাজ আহমেদ, পবন দেশপান্ডে, গ্লেন ম্যাক্সওয়েল, সচিন বেবি, রজত পাতিদার, মোহাম্মদ আজারহাউদ্দিন, কাইল জামিনসন, ড্যান ক্রিস্টিয়ান, সুয়েশ প্রভুদেশাই, কে এস ভরত, টিম ডেভিড, দুস্মন্ত চামিরা, ওনিন্দু হাসারাঙ্গা।
সানরাইজার্স হায়দ্রাবাদ
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনীশ পাণ্ড্য, বিরাট সিং, প্রিয়াম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলীল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্ত কাউল, টি নটরাজন, অভিষেক শর্মা, সাহাবাজ নাদিম, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবী, রাশিদ খান, ঋদ্ধিমান সাহা, শ্রীবত্স গোস্বামী, বাসিল থামপি, জেসন হোল্ডার, জগদিশান সুচিত, কেদার যাদব, মুজিবুর রহমান, জেসন রয়।
দিল্লী ক্যাপিটালস
শ্রেয়াস আইয়ার, অজিঙ্কে রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, পৃথ্বি শ, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, শিখর ধবন, ললিত যাদব, মার্কাস স্ট্যানিস, সিমরন হেটমায়ার, এনরিক নর্তজে, স্টিভ স্মিথ, উমেশ যাদব, রিপাল প্যাটেল, লুকমান হুসেন মেরিয়ালা, এম সিদ্ধার্থ, টম কারেন, স্যাম বিলিংস, প্রবীণ দুবে, বিষ্ণু বিনোদ।