IPL ট্রফি জিততে কোচেদের মগজাস্ত্রই ভরসা ফ্র্যাঞ্চাইজিগুলির ! চিনে নিন দশ দলের নেপথ্য নায়কদের !! 1

সানরাইজার্স হায়দ্রাবাদ

সানরাইজার্স
সানরাইজার্স

সানরাইজার্স হায়দ্রাবাদ দলের কোচিং স্টাফদের মধ্যেও রয়েছেন একাধিক তারকা। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের গত মরসুম ভালো যায় নি ‘অরেঞ্জ আর্মি’র। ২০২৩ এ নতুন উদ্যমে বাইশ গজে নামতে চলেছে তারা।

প্রধান কোচ

সানরাইজার্স দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ব্রায়ান লারা। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৪০০*-এর মালিক লারা ১৩১ টেস্টে ১১৯৫৩ রান করেছেন। এছাড়া ২৯৯ একদিনের ম্যাচে লারার সংগ্রহ ১০৪০৫ রান।

ফাস্ট বোলিং কোচ

উমরান মালিকদের প্রশিক্ষক হিসেবে সানরাইজার্স ডাগ আউটে দেখা যাবে ডেল স্টেইনকে। প্রোটিয়া পেস কিংবদন্তীকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার বলা হয়ে থাকে। টেস্ট কেরিয়ারে ৯৩ ম্যাচে ৪৩৯ উইকেট নিয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *