রাজস্থান রয়্যালস–
শেন ওয়ার্নের নেতৃত্বে ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো রাজস্থান রয়্যালস। তারপর থেকে ট্রফি আসে নি তাদের ঘরে। গত মরসুমে ফাইনালে উঠলেও সন্তষ্ট থাকতে হয়েছে রানার্স হয়েই। রাজস্থানের ডাগ আউটেও তারকার ছড়াছড়ি।
প্রধান কোচ–
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার কুমার সাঙ্গাকারা রয়েছেন রাজস্থান দলের প্রধান কোচের ভূমিকায়। শ্রীলঙ্কার কিংবদন্তী সাঙ্গাকারা টেস্টে ১২৪০০ এবং একদিনের ম্যাচে ১৪২৩৪ রান করেছেন। জাতীয় দলের হয়ে ২০১৪ টি-২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। মোত ৬৩ টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর।
বোলিং কোচ–
আইপিএলের আঙিনায় অন্যতম সফল বোলার ছিলেন লাসিথ মালিঙ্গা। স্লোয়ার, বাউন্সার, ইয়র্কারের কারিকুরিতে মুম্বই ইন্ডিয়ান্সকে একাই বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। অবসরের পর রাজস্থান রয়্যালস দলের ফাস্ট বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।