কলকাতা নাইট রাইডার্স (KKR)-
‘সিটি অফ জয়’-এর দল কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জিতেছে। ২০২১ সালে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারে নি। আসন্ন মরসুমের জন্য পোড়খাওয়া কোচেরদের দায়িত্ব দিয়েছে নাইটরা।
প্রধান কোচ–
প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক চন্দ্রকান্ত পন্ডিত আসন্ন মরসুমে নাইট রাইডার্স দলের প্রধান কোচ। ভারতের জার্সিতে ৫ টি টেস্ট এবং ৩৬ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। মুম্বই রঞ্জি দলের কোচ হিসেবে টানা দুইবার রঞ্জি জেতার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সহকারী কোচ–
চন্দ্রকান্ত পন্ডিতের সহকারী হিসেবে দেখা যাবে হায়দ্রাবাদের অভিষেক নায়ারকে। নিলামের টেবিলে হোক বা দলের ডাগ আউটে, এর আগেও স্ট্র্যাটেজি নির্ণয়ে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে অভিষেক নায়ারকে।
বোলিং কোচ–
প্রাক্তন ভারতীয় বোলার ভরত অরুণকে বোলিং কোচ হিসেবে নির্বাচিত করেছে কলকাতা নাইট রাইডার্স। তামিলনাড়ু দলের প্রাক্তন পেসার এর আগে ভারতের জাতীয় দলেও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।