পাঞ্জাব কিংস (PBKS)-
পনেরো বছরেও ট্রফির স্বাদ পায় নি পাঞ্জাব কিংস দল। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে বদলে পাঞ্জাব কিংস নাম রাখলেও ট্রফি ভাগ্য ফেরে নি তাদের। ২০১৪ তে ফাইনাল খেলেছে তারা।
প্রধান কোচ–
পাঞ্জাব কিংস তাদের প্রধান কোচের দায়িত্ব অর্পন করেছে অস্ট্রেলীয় ট্রেভর বেলিসের (Trevor Bayliss) হাতে। নিউ সাউথ ওয়েলস নিবাসী বেলিস এর আগে নিউ সাউথ ওয়েলস, ইংল্যান্ড জাতীয় দলের কোচিং করিয়েছেন। তাঁর কোচিং-এ ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতে। সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্বেও ছিলেন তিনি।
সহকারী কোচ–
দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসকে আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে দেখা যাবে। নিজের ফিল্ডিং দিয়ে বিশ্বের মন জিতে নেওয়া জন্টি এর আগে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত ছিলেন।
বোলিং কোচ–
অস্ট্রেলিয়ার ড্যামিয়ান রাইটকে পাঞ্জাব কিংস দলের বোলিং কোচ হিসেবে দেখা যাবে আইপিএল ২০২৩-এ। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।