মুম্বই ইন্ডিয়ান্স (MI)-
আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩,২০১৫,২০১৭,২০১৯ এবং ২০২০ সালে আইপিএল সেরা হয়েছে মুম্বই দল। তাঁদের কোচিং স্টাফের অংশ হিসেবে রয়েছেন একাধিক কিংবদন্তী ক্রিকেটার। আইকন হিসেবে দলের যুক্ত স্বয়ং শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। বিভিন্ন পদে দলের সঙ্গে যুক্ত রয়েছেন জাহির খান, মাহেলা জয়বর্ধনেদের মত প্রাক্তনীরাও।
প্রধান কোচ–
মুম্বই দলের হেডস্যারের দায়িত্বে রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার মার্ক বাউচার (Mark Boucher)। প্রোটিয়া কিপার দেশের হয়ে ১৪৭ টেস্ট খেলেছেন, রান করেছেন ৫৫১৫। একদিনের ক্রিকেটে করেছেন ৪৬৮৬ রান। ক্রিকেট ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশী শিকার তাঁরই।
ব্যাটিং কোচ–
পাঁচবার আইপিএল জয়ী কিয়েরন পোলার্ডকে (Kieron Pollard) এই বছর মুম্বই দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে। দীর্ঘদিন ক্রিকেটার হিসেবে মুম্বইয়ের সাথে যুক্ত ছিলেন তিনি। দুইবার জিতেছেন টি-২০ বিশ্বকাপ।
বোলিং কোচ–
প্রাক্তন নিউজিল্যান্ড পেসার শেন বন্ডকে (Shane Bond) দেখা যাবে জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চারদের বোলিং প্রশিক্ষকের দায়িত্বে। নিয়মিত ১৫০ কিলোমিটারের বেশী গতিতে বল করতে পারতেন বন্ড। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ মিলিয়ে তিনি ২৫০’র বেশী উইকেট নিয়েছেন।