IPL ট্রফি জিততে কোচেদের মগজাস্ত্রই ভরসা ফ্র্যাঞ্চাইজিগুলির ! চিনে নিন দশ দলের নেপথ্য নায়কদের !! 1

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

গ্লোবাল মেন্টর

Gautam Gambhir | image: twitter

দুইবার আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) গ্লোবাল মেন্টর হিসেবে নিয়োগ করেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। টানা দ্বিতীয় বছর লক্ষ্ণৌ দলের সঙ্গে রয়েছেন ২০১১ বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক। আন্তর্জাতিক কেরিয়ারে টি-২০ বিশ্বকাপ ও একদিনের বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে জিতেছেন আইপিএলও।

প্রধান কোচ

Andy Flower | image: twitter

কে এল রাহুলদের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। ‘শেভ্রন’ দের স্বর্ণযুগের ক্রিকেটার অ্যান্ডি টেস্ট ক্রিকেটে করেছেন ৪৭৯৪ রান। একদিনের ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৭৮৬ রান। কোচ হিসেবে এর আগে ইংল্যান্ড দলের দায়িত্বে ছিলেন তিনি। জিতেছেন অ্যাসেজও।

বোলিং কোচ

Andy Bichel | image: twitter

প্রাক্তন অজি ফাস্ট বোলার অ্যান্ডি বিখেলকে (Andy Bichel) বোলিং কোচ-এর দায়িত্ব দিয়েছে লক্ষ্ণৌ দল। অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিখেল। পাপুয়া নিউ গিনিতে নিজের কোচিং কেরিয়ারের সূচনা করেছিলেন এই অজি প্রাক্তনী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *