IPL ট্রফি জিততে কোচেদের মগজাস্ত্রই ভরসা ফ্র্যাঞ্চাইজিগুলির ! চিনে নিন দশ দলের নেপথ্য নায়কদের !! 1

গুজরাত টাইটান্স (GT)-

Gujarat Titans | image: twitter

আত্মপ্রকাশেই সাড়া ফেলে দিয়েছে গুজরাত টাইটান্স (GT) দল। ২০২২ সালের আইপিএলেই প্রথমবার মাঠে নেমেছিলো তারা। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন হয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে। মাঠের বাইরে স্ট্র্যাটেজি সাজানোয় ১০০ তে ১০০ পাবেন টাইটান্সদের কোচেরাও।

প্রধান কোচ

Ashish Nehra | image: twitter

হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহাদের হেডস্যারের ভূমিকায় দেখা যাবে আশিষ নেহরাকে (Ashish Nehra)। ভারতের হয়ে ১২০ একদিনের ম্যাচে ১৫৭ উইকেট নিয়েছেন নেহরা। ২৭ টি টি-২০ ম্যাচে পেয়েছেন ৩৪ উইকেট। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে শোরগোল ফেলেছিলেন তিনি। নেহরা ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। আইপিএলে এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বোলিং কোচ হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

ব্যাটিং কোচ এবং মেন্টর

Gary Kisrten | image: twitter

২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাতের ব্যাটিং কোচ এবং মেন্টরের ভূমিকায় রয়েছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তীর আমলে সাফল্যের শিখর ছুঁয়েছিলো ‘মেন ইন ব্লু।’ নিজের ক্রিকেট কেরিয়ারে ৭২৮৯ টেস্ট রান এবং ৬৭৯৮ ODI রান করেছেন গ্যারি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *