পূরণ হচ্ছে ট্রফি জয়ের স্বপ্ন, এই সমীকরণে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া !! 1

প্রতীক্ষার আর মাত্র কয়েকটা ঘন্টা। রাত পোহালেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। রবিবার ভারতীয় সময় ভোর ছয়টার সময় টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই পড়শি দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। টি-২০’র বর্ণাঢ্য উৎসবের প্রথম দিনই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজও। নিজেদের দেশে তারা নামবে পাপুয়া নিউ গিনি’র বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একমাস ব্যপী এই টুর্নামেন্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা (Virat Kohli) নিজেদের কাপ স্বপ্নে আদৌ সফল হন কিনা তা দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন ক্রিকেটজনতা। এগারো বছর আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে মেলে নি সাফল্য। এবার খরা কাটানোর চ্যালেঞ্জ ভারতের সামনে।

গত জানুয়ারি মাসে আইসিসি’র ঘোষিত সূচি অনুযায়ী ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। আইরিশদের বিরুদ্ধে আগামী ৫ তারিখ টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ তারিখ নিউ ইয়র্কের নবনির্মিত স্টেডিয়ামে তাদের প্রতিদ্বন্দ্বী পড়শি দেশ পাকিস্তান। এই ম্যাচ ঘিরে শোরগোল সুদূর মার্কিন মুলুকেও। ১২ তারিখ নিউ ইয়র্কেই টিম ইন্ডিয়া (Team India) মাঠে নামছে আমেরিকার বিরুদ্ধে। ১৫ তারিখের ম্যাচের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরভাগ থেকে রোহিত-কোহলিদের যেতে হবে দক্ষিণে। ফ্লোরিডার চেনা মাঠে তাদের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে কানাডা। গ্রুপ পর্বের বাধা টপকালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ‘মেন ইন ব্লু।’ কোন পথে সম্ভব ট্রফি জয়? আসুন দেখে নেওয়া যাক।

Read More: “একমাত্র ও ধারাবাহিক ভাবে…” বিশ্বকাপের আগে কোহলি-গাভাস্কার বিতর্কে ঘি ঢাললেন মঞ্জরেকর, করলেন এই মন্তব্য !!

টি-২০ বিশ্বকাপে থাকছে নতুন ফর্ম্যাট-

T20 World Cup Trophy | Image: Getty Images
T20 World Cup Trophy | Image: Getty Images

নতুন ফর্ম্যাটে এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি (ICC)। পাঁচ দলের চারটি গ্রুপ তৈরি করা হয়েছে। গ্রুপ পর্বেই প্রত্যেক দল অন্তত ৪টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে টপ-এইটে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাকি দলগুলিকে। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে টপ-এইটে থাকা আট দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রত্যেক গ্রুপে সমান সংখ্যক অর্থাৎ চারটি করে দল থাকবে। দ্বিতীয় পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। শেষ চারের দ্বৈরথে জয়ের মুখ দেখবে যাতা, তারাই পা রাখবে খেতাবী লড়াইতে।

গ্রুপ A- ভারত, পাকিস্তান, আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড।

গ্রুপ B- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ C- ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি।

গ্রুপ D- দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

 গ্রুপ পর্বের বাছাই তালিকা প্রস্তুত ICC-র-

T20 World Cup Trophy | Image: Getty Images
T20 World Cup Trophy | Image: Getty Images

টেনিসের ঢঙে এবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বেই বাছাই তালিকা প্রস্তুত করেছে আয়োজক সংস্থা আইসিসি। তারা যদি টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার-এইটে কোয়ালিফাই করে, সেক্ষেত্রেও এই সিডিং বা বাছাই সংখ্যার কোনো বদল হবে না। উদাহরণস্বরূপ, ডি-গ্রুপে প্রথম বাছাইয়ের তকমা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় বাছাই হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। যদি গ্রুপ পর্বের লড়াই শেষে শ্রীলঙ্কা অধিকতর পয়েন্ট পেয়ে, গ্রুপ শীর্ষে থেকে ডি-গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে যায় তা হলেও তাদের বাছাই সংখ্যা বা ‘সিড’ বদল হবে না। থাকবে ডি ২’ই। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় পর্বে গেলে তাদের ‘সিড’ বা বাছাই সংখ্যা থাকবে ‘ডি ১।’ পরবর্তী পর্বে ডি ১ বা ডি ২ দল কাদের বিরুদ্ধে খেলবে, প্রস্তুত সেই সূচিও।

তবে ডি ১ বা ডি ২ অথবা কোনো গ্রুপের শীর্ষ দুই বাছাইয়ের মধ্যে কোনো একটি দল যদি দ্বিতীয় পর্বে কোয়ালিফাই করতে না পারে, সেক্ষেত্রে যারা যোগ্যতা অর্জন করবে তারা যে দলের জায়গায় দ্বিতীয় পর্বে পা দিয়েছেন, তাদের বাছাই সংখ্যা তারা লাভ করবে। ডি-গ্রুপের উদাহরণ দিয়েই যেমন বলা যায় যে ‘ডি ২’ সিড শ্রীলঙ্কা যদি যোগ্যতা অর্জন করতে না পারে এবং পরিবর্তে নেপাল বা বাংলাদেশ যোগ্যতা অর্জন করে সেক্ষেত্রে সুপার-এইটে নেপাল বা বাংলাদেশ’ই হবে ডি ২ সিড। যদি বড় কোনো অঘটন ঘটে এবং কোনো গ্রুপের শীর্ষ দুই বাছাই’ই পরবর্তী পর্বের জন্য কোয়ালিফাই করতে না পারে, তাহলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল পাবে শীর্ষ বাছাইয়ের মর্যাদা, দ্বিতীয় স্থানে থাকা দল পাবে দ্বিতীয় বাছাইয়ের তকমা।

যেমনটা হতে পারে ভারতের সেমিফাইনালের রাস্তা-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

সুপার-এইটের ক্রীড়াসূচি টুর্নামেন্ট শুরুর আগেই প্রস্তুত করে রেখেছে আইসিসি। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) শীর্ষ চার দলের মধ্যে A1, B2, C1, D2 থাকছে প্রথম গ্রুপে। আর দ্বিতীয় গ্রুপে থাকছে A2, B1, C2, D1। পূর্বেই বাছাই তালিকা নির্দিষ্ট থাকায় গ্রুপ পর্বের পয়েন্ট সংখ্যা এখানে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের ‘সিডিং’ বা বাছাই সংখ্যা A1। যদি রোহিত শর্মা, বিরাট কোহলিরা টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার-এইটে পর্বে পা রাখেন তাহলে তারা থাকবে প্রথম গ্রুপে। তাদের প্রতিপক্ষ হতে পারে B1, C2 ও D1। তিন ম্যাচের পর সুপার-এইট পর্বের প্রথম গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলে ভারতের জন্য খুলবে সেমিফাইনালের দরজা।

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের লড়াই শুরুর আগে বি গ্রুপের দ্বিতীয় বাছাই ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সি-গ্রুপের দ্বিতীয় বাছাই নিউজিল্যান্ড। ২০২১ সালের ফাইনালিস্ট ছিলো তারা। গত বারও খেলেছে সেমিফাইনাল। আর ডি গ্রুপের দ্বিতীয় বাছাই হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। যারা ভারতকে হারিয়েই ২০১৪ সালে জিতেছিলো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি। সুপার-এইট পর্বে টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে এরাই। অঘটনের আশঙ্কা অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে সি ও ডি গ্রুপে চমক দিতে পারে যথাক্রমে আফগানিস্তান ও বাংলাদেশ। সুপার-এইটে তিন প্রতিপক্ষের বাধা টপকাতে পারলে সেমিফাইনালে যাবে ভারত। সেখানে জিতলেই মিলবে ফাইনালের রাস্তা।

Also Read: T20 বিশ্বকাপের আগেই দলে বড় পরিবর্তন, অধিনায়ত্ব পেলেন কোহলি তো ভাগ্য খুললো এই তরুণ ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *