IND vs SL: জুন মাসের শেষের দিকে টি-২০তে বিশ্বসেরার শিরোপা অর্জন করেছে টিম ইন্ডিয়া (Team India)। দুই বছর পরের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সেই খেতাব ধরে রাখাই এখন লক্ষ্য। তার জন্য প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিলো ‘মেন ইন ব্লু।’ বার্বাডোজের ঐতিহাসিক ম্যাচের পর বিস্তর রদবদল হয়েছে ভারতের টি-২০ স্কোয়াডে। সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা। কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)। কিন্তু মহারথীদের বিদায়ের পরেও যে কোনো চ্যালেঞ্জের জন্য ভারত যে তৈরি তার প্রমাণ আজ মিললো পাল্লেকেলে স্টেডিয়ামে। শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স ভারতীয় দলের। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী, শুভমান, সূর্যকুমারদের (Suryakumar Yadav) দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৩ রান তুলে নিলো ভারত।
Read More: একই দিনে দুইবার মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, ‘সুপার সানডে’র প্রতীক্ষায় প্রহর গুণছে ক্রিকেটদুনিয়া !!
অনবদ্য ওপেনিং জুটি টিম ইন্ডিয়ার-
জিম্বাবুয়ের বিরুদ্ধে শতরান করার পরেও শ্রীলঙ্কা সিরিজে (IND vs SL) জায়গা পান নি অভিষেক শর্মা। বদলে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ওপেনার হিসেবে শুভমান গিলের উপরেই আস্থা রেখেছে টিম ইন্ডিয়া (Team India)। সাথে তাঁকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্বও। আগামীতে তাঁরা যে দলের সম্পদ হয়ে উঠতে পারেন তার আভাস আজ পাল্লেকেলের বাইশ গজে দিলেন যশস্বী ও শুভমান (Shubman Gill)। ব্যাট হাতে দুজনেই শুরু থেকেই ছিলেন মারমুখী। তাঁদের সৌজন্যেই প্রথম ওভার থেকে ফিফথ গিয়ারে ছুটলো ভারতের ইনিংস। দিলশান মাদুশাঙ্কাকে ম্যাচের প্রথম ওভারেই বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দেন যশস্বী জয়সওয়াল। পাওয়ার প্লে’তেই ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে।
পেস আক্রমণ প্রথম দুই ওভারেই ২২ রান খরচ করে বসায় বাধ্য হয়েই শ্রীলঙ্কার নয়া অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka) তৃতীয় ওভারে বল তুলে দিয়েছিলেন মহেশ তীক্ষণার হাতে। অফ স্পিনারকে ছক্কা মেরে স্বাগত জানান জয়সওয়াল। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। আজ যাবতীয় প্রশ্নের জবাব দিলো তাঁর ব্যাট। পূর্বসূরি রোহিত শর্মা’র মতই ‘স্বার্থহীন’ ইনিংস খেলতে দেখা গেলো তরুণ ব্যাটারকে। পাওয়ার প্লে’র একদম শেষ বলে আসিথা ফার্নান্দোর বলে উইকেট খোয়ালেও শুভমানের (Shubman Gill) ১৬ বলে ৩৪ রানের ইনিংস ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে যায়। এরপর বেশীক্ষণ ক্রিজে স্থায়ী হন নি যশস্বীও। সপ্তম ওভারের প্রথম বলেই স্টাম্পড হন তিনিও। করেন ২১ বলে ৪০ রান।
অর্ধশতক সূর্যের, হতাশ করলেন হার্দিক-
রোহিত শর্মা সরে দাঁড়ানোয় পূর্ণ সময়ের জন্য টি-২০ দলের অধিনায়কত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আজ পাল্লেকেলেতে সকলের নজর ছিলো তাঁর দিকে। ব্যাট হাতে সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ইনিংসের শুরু থেকেই পাওয়া গেলো চেনা ছন্দে। ট্রেডমার্ক শটে স্কোয়্য্যার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকাতে দেখা গেলো তাঁকে। ধ্রুপদী স্ট্রোকেও ছিনিয়ে নিলেন বাউন্ডারি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে (IND vs SL) পাঁচটি টি-২০ ইনিংসে সূর্যের (Suryakumar Yadav) সংগ্রহ ছিলো ৫০, ৩৪, ৭, ৫১ ও ১১২*। আজ লঙ্কানদের বিপক্ষে কেরিয়ারে চতুর্থবার অর্ধশতকের গণ্ডী পেরোলেন তিনি। মাথিশা পথিরানার ফুল লেন্থ ডেলিভারিতে এলবিডব্লু হওয়ার আগে মাত্র ২৬ বলে করে গেলেন ৫৮ রান।
টি-২০ বিশ্বকাপের মতই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও ঋষভ পন্থকে (Rishabh Pant) তিন নম্বরে পাঠিয়েছিলো টিম ইন্ডিয়া। শুরুতে সাবলীল ছিলেন না তিনি। মানিয়ে নিতে সময় নেন অনেকক্ষণ। কিন্তু সূর্যকুমার আউট হওয়ার পর ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিতে দেখা গেলো উইকেটরক্ষক-ব্যাটারকেই। আসিথা ফার্নান্দোকে পরপর দুই বলে মারলেন ছক্কা ও চার। ৩৩ বলে ৪৯ করে আউট হন পথিরানা’র বলে। টপ-অর্ডারের সাফল্যের দিনে প্রশ্ন থেকে গেলো মিডল অর্ডার নিয়ে। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) পাঁচে নেমে ১০ বলে ৯-এর বেশী করতে পারেন নি। অসমের রিয়ান পরাগকে (Riyan Parag) সুযোগ দেওয়া হয়েছিলো প্রতিভার স্বাক্ষর রাখার। আরও একবার ব্যর্থ তিনি। করেন ৭ বলে ৬। রিঙ্কু সিং-ও করলেন মাত্র ১। অক্ষর প্যাটেল অপরাজিত রইলেন ১০ করে।