IND vs SL: টিম ইন্ডিয়াতে (Team India) ‘গুরু’ গম্ভীর জমানা শুরু হচ্ছে আগামী ২৭ তারিখ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (IND vs SL) মাঠে নামছে ‘মেন ইন ব্লু।’ স্কোয়াড ঘোষণা হয়েছে গত বৃহস্পতিবার। রোহিত শর্মা (Rohit Sharma) টি-২০ বিশ্বকাপের পর অবসর নেওয়ায় নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলে ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে দলকে মেজেঘষে নিতে চাইছেন নয়া কোচ। ইতিমধ্যেই দেশ ছেড়েছে দল। পাল্লেকেলেতে পৌঁছে শুরু করেছে অনুশীলন। গম্ভীর (Gautam Gambhir) জমানার প্রথম ম্যাচে কি হয় ফলাফল তা নিয়ে এখন থেকেই রয়েছে আগ্রহ। স্কোয়াড নিয়ে চলছে কাটাছেঁড়া। রিঙ্কু, রিয়ানরা সুযোগ পাওয়ায় ক্রিকেটজনতা খুশি হলেও আক্ষেপ রয়েছে ঋতুরাজ গায়কোয়াড় বাদ পড়ায়।
Read More: IND vs SL: ভাগ্য খুলছে অভিষেক শর্মা’র, এই ক্রিকেটারের বদলে জায়গা পাচ্ছেন শ্রীলঙ্কা সফরে !!
শ্রীলঙ্কা সফরে সুযোগ পেতে পারেন ঋতুরাজ-
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০তে শতরান করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পান নি। তারপর ঘরের মাঠে আফগানিস্তানের (IND vs AFG) বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলেছিলো টিম ইন্ডিয়া। বাদই দিয়ে দেওয়া হয় তাঁকে। মহারাষ্ট্রের ক্রিকেটার আইপিএলের (IPL) আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও ডাক আসে নি টি-২০ বিশ্বকাপে। বেশ কয়েক মাসের অপেক্ষার পর অবশেষে ঋতুরাজের (Ruturaj Gaikwad) জন্য জাতীয় দলের দরজা খুলেছিলো জিম্বাবুয়ে সফরে। পছন্দের ওপেনিং-এ নয়। বরং মিডল অর্ডারে খেলানো হয়েছিলো তাঁকে। অনভ্যস্ত পজিশনেও ভালোই খেলেছিলেন তিনি। ৭৭* করেন একটি ম্যাচে। ৪৯ রানের একটি চমৎকার ইনিংসও আসে তাঁর ব্যাট থেকে।
শেভ্রনদের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্সের পরেও টিম ইন্ডিয়াতে নিয়মিত হওয়ার হলো না ঋতুরাজ গায়কোয়াড়ের। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ওডিআই ও টি-২০, দুই ফর্ম্যাটেই তাঁকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। এই সিদ্ধান্তে খানিক অবাক ভারতীয় প্রাক্তনী কৃষ্ণমাচারি শ্রীকান্ত (K. Srikkanth)। তিনি ঋতুরাজের পাশে দাঁড়িয়ে বলেছেন, “সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই ঋতুরাজের অটোমেটিক চয়েজ হওয়া উচিৎ।” তবে ভারতীয় দল যে অন্য রকম ভাবছে তা স্পষ্ট করেছেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। সাংবাদিক সম্মেলনে তাঁকে ঋতুরাজ (Ruturaj Gaikwad), অভিষেক শর্মাদের বাদ পড়া নিয়ে প্রশ্ন করলে রিঙ্কু সিং-এর প্রসঙ্গ তুলে আনেন তিনি। বলেন, “মাত্র ১৫ জনকে বেছে নেওয়ার সুযোগ থাকে। ভালো খেলেও কাউকে কাউকে বাদ পড়তে হয়।” আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই তাঁর। শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন কেউ চোট পেলে আসতে পারে সুযোগ।
ঋতুরাজ গায়কোয়াড়ের কেরিয়ার পরিসংখ্যান-
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও অবধি ২৯টি ম্যাচ খেলেছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। করেছেন ২০৪১ রান। ৬টি শতরান ও ১০টি অর্ধশতক এসেছে তাঁর ব্যাট থেকে। লিস্ট-এ ক্রিকেটে দুর্দান্ত পরিসংখ্যান তাঁর। ৭৭ ম্যাচে ৫৮.১৬ গড়ে সংগ্রহ ৪১৩০ রান। ১৫টি শতরান ও ১৭টি অর্ধশতক রয়েছে তাঁর। রয়েছে দ্বিশতরানও। টি-২০’র আসরে ১৪০ টি ম্যাচ খেলেছেন তিনি। ৪০.২৬ গড়ে করেছেন ৪৭৫১ রান। ৬টি শতরান ও ৩২টি অর্ধশতকও করেছেন তিনি। আইপিএলের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপিও জিতেছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। ভারতের হয়ে খেলেছেন ৬টি একদিনের ম্যাচ। ১টি অর্ধশতক-সহ সংগ্রহে ১১৫ রান। ২৩ আন্তর্জাতিক টি-২০তে প্রায় ৪০ গড়ে করেছেন ৬৩৩ রান। রয়েছে ১টি শতক ও ৪টি অর্ধশতক।