IND vs SL: নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে টি-২০ বিশ্বজয়ীরা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে (IND vs SL) তারা প্রথমবার মাঠে নামতে চলেছে কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশিক্ষনে। ২৭, ২৮ ও ৩০ জুলাই রয়েছে তিনটি টি-২০ ম্যাচ। খেলাগুলি হবে পাল্লেকেলেতে। কোহলি, রোহিতের (Rohit Sharma) মত মহীরুহ সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কা সফর থেকেই ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিতে চায় ভারতীয় দল। সেই দিকে তাকিয়েই স্কোয়াড নির্বাচন করা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। ১৫ সদস্যের মধ্যে কোন ১১ জনের উপর নয়া কোচ গৌতম গম্ভীর আস্থা রাখেন তা নিয়ে চলছে জল্পনা। এই আবহেই দুঃসংবাদ ভেসে এসেছে ভারতীয় শিবিরের অন্দর থেকে। খবর মিলেছে যে চোট পেয়েছেন রিঙ্কু সিং।
Read More: IND vs SL: সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খেলো দল, চোটের কারণে ছিটকে যাচ্ছেন পেস অস্ত্র !!
রিঙ্কুর বদলে দলে সামিল অভিষেক-
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই সিরিজের (IND vs SL) জন্য ইতিমধ্যেই উড়ে গিয়েছেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘গুরু’ গম্ভীরের কোচিং সেশনের ভিডিও আপলোড করে দিয়েছে ইতিমধ্যে। পাল্লেকেলের মাঠে জোরকদমে গা ঘামাতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শুভমান গিল, হার্দিক পান্ডিয়াদের। ফুরফুরে আবহাওয়ার মাঝে ভারতীয় শিবিরে সমস্যার কালো মেঘ দেখা দিয়েছে রিঙ্কু সিং (Rinku Singh) চোট পাওয়ায়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে কাঁধে যন্ত্রণা রয়েছে ভারতীয় দলের ‘ফিনিশার’-এর। সেই কারণে প্র্যাক্টিস সেশনেও অনুপস্থিত ছিলেন তিনি। এখনও অবধি তাঁর চোটমুক্তির কোনো খবর প্রকাশ করে নি বিসিসিআই।
নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর। যদি ম্যাচের এক দিন আগেও সেরে না ওঠেন রিঙ্কু (Rinku Singh), তাহলে দেশে ফেরত পাঠানো হতে পারে তাঁকে। বদলে ভারত থেকে শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে অভিষেক শর্মা’কে (Abhishek Sharma)। বাম হাতি ব্যাটার সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। প্রথম ম্যাচে খাতা খুলতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই ৪৭ বলে ১০০ করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। বুঝিয়ে দিয়েছিলেন যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে অধিকাংশ বিশেষজ্ঞই তাঁর নাম আশা করেছিলেন। অভিষেকের সুযোগ না পাওয়া অবাক করেছিলো তাঁদের। রিঙ্কুর চোট অভিষেকের (Abhishek Sharma) জন্য দরজা ফের খুলে দেয় কিনা সেদিকেই এখন নজর সকলের।
অভিষেক শর্মা’র কেরিয়ার পরিসংখ্যান-
পাঞ্জাবের তরুণ ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma) খেলেছেন ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ। ৩০.৬০ গড়ে তাঁর সংগ্রহ ১০৭১ রান। ১টি শতরান ও ৫টি অর্ধশতক রয়েছে তাঁর। তরুণ তুর্কি অধিকতর সাবলীল সাদা বলের খেলায়। লিস্ট-এ ক্রিকেটে এখনও অবধি তিনি খেলেছেন ৫৩টি ম্যাচ। ৫২ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৪৭ রান। রয়েছে ৩টি শতরান ও ৫টি অর্ধশতরানও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম লিস্ট-এ শতরানটির মালিকও অভিষেকই। টি-২০’র আসরে ১০৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৭৯৫ রান। ৪টি শতরান ও ১৬টি অর্ধশতক রয়েছে তাঁর। আইপিএলে (IPL) ২০২৪ মরসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অসাধারণ খেলেছেন তিনি। মেরেছেন সর্বোচ্চ সংখ্যক ছক্কা। ভারতের হয়ে ৫টি টি-২০তে তাঁর রান সংখ্যা ১২৪।