IND vs SL: শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে (IND vs SL) ধরাশায়ী করে আত্মবিশ্বাসের শিখরে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার পরীক্ষা পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। প্রতিপক্ষ লঙ্কানদের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে ‘ফেভারিট’ হিসেবে মাঠে নামবে ভারত। কুড়ি-বিশের সিরিজে ছিলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ওডিআই সিরিজে ফিরছেন তাঁরা। ফলে শক্তি অনেকাংশে বাড়ছে ‘মেন ইন ব্লু’র। নতুন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) টি-২০ সিরিজেই একাধিকবার চমক দিয়েছেন স্ট্র্যাটেজি নির্মাণে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তেমনই কোনো চমক অপেক্ষা করে আছে কিনা সেদিকেই আজ তাকিয়ে সকলে। ভারতীয় সাজঘরের অন্দরে যখন ফুরফুরে আবহাওয়া তখন শ্রীলঙ্কা বেশ ব্যাকফুটে। ফর্ম সমস্যা রয়েছে তাদের। তার সাথে যুক্ত হয়েছে চোট-আঘাত। দুই প্রধান পেসার মাথিশা পথিরানা (Matheesha Pathirana) ও দিলশান মাদুশাঙ্কা ছিটকে গিয়েছেন। দ্রুত বদলি খুঁজে নিতে হয়েছে তাদের। শক্তিশালী ভারতের বিরুদ্ধে ‘ডেভিড বনাম গোলিয়াথের’ যুদ্ধের অপেক্ষায় লঙ্কাবাহিনী।
Read More: চোটের থাবা ভারত-শ্রীলঙ্কা সিরিজে, ম্যাচের এক দিন আগে ছিটকে গেলেন জোড়া পেস অস্ত্র !!
IND vs SL ম্যাচের সময়সূচি-
শ্রীলঙ্কা (SL) বনাম ভারত (IND)
ম্যাচ নং- প্রথম ওডিআই ম্যাচ
তারিখ- ০১/০৮/২০২৪
ভেন্যু- আর.প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
সময়- দুপুর ২:৩০ (ভারতীয় সময়)
Colombo Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-
ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি রয়েছে শুক্রবার কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে। এখানে বাইশ গজ সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। তবে সাহায্য থাকে ব্যাটারদের জন্যও। বড় রানের আশা রাখছেন বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে যে এখানে আজ অবধি খেলা হয়েছে ১৬৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তার মধ্যে ৮৮টি খেলায় প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। পক্ষান্তরে ৬৫টি ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। অমীমাংসিত থেকেছে ১টি খেলা। প্রেমাদাসায় প্রথম ইনিংসের গড় স্কোর ২৩১। দ্বিতীয় ইনিংসে তা ১৮৯। এখানে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড ভারতের। তারা করেছিলো ৩৭৫। সর্বনিম্ন ৫০ রান তোলার নজির শ্রীলঙ্কার।
ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচে বারবার চোখ রাঙিয়েছে বৃষ্টি। শুক্রবারের ওডিআই ম্যাচেও থাকছে বর্ষণের ভ্রুকুটি। বিশেষজ্ঞরা জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ। সম্পূর্ণ ম্যাচ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আকাশ যে সম্পূর্ণ মেঘলা থাকবে তাও জানা গিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে। আরও খবর মিলেছে যে শুক্রবার কলম্বোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকব্রে ২৯ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রী সেলসিয়াস হওয়ার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হতে পারে ৮২ শতাংশ। বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
রোহিত শর্মা-
পিচ বেশ ভালো। এখানে প্রচুর ক্রিকেট খেলেছি। জানি পিচের চরিত্র। অনেক রদবদল হয়েছি। আমি ফিরেছি। বিরাট, শ্রেয়স ও কে এল রাহুল’ও ফিরেছে। প্রত্যাবর্তন ঘটাচ্ছে কুলদীপ যাদব’ও। (শিবম) দুবেও খেলছে। আমাদের দলে ভারসাম্য রয়েছে। আমাদের বিশ্বকাপটা খুব ভালো কেটেছিলো। শেষরক্ষা হয় নি। কিন্তু অনেক ইতিবাচক দিক ছিলো। আমাদের দলে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি, যাতে যেই মাঠে নামুক না কেন, সে স্বাধীনভাবে খেলতে পারে। না আমি বোলিং করবো না। ব্যাটিং-এ ফোকাস করবো। আমাদের স্কোয়াদে যথেষ্ট পরিমাণ বোলার রয়েছে।
চরিথ আশালঙ্কা-
আমরা প্রথম ব্যাটিং করবো। পিচ বেশ শুকনো মনে হচ্ছে, তাই এই সিদ্ধান্ত। আমরা ৬-৫ কম্বিনেশন নিয়ে মাঠে নামছি। সিরাজ আজ অভিষেক করছে। আমাদের মানসিক ভাবে আরও শক্ত হতে হবে। শেষ ম্যাচটায় আমরা প্রচুত ভুলচুক করেছি। তবে সেটা এখন অতীত। আজ মাঠে নামতে মুখিয়ে রয়েছি। পেসারদের না থাকা অধিনায়ক হিসেবে আমার কাছে একটা চিন্তার বিষয় ঠিকই, কিন্তু দ্বিতীয় সারির বোলিং নিয়েও আমি মাঠে নামতে প্রস্তুত।
দুই দলের প্রথম একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা (SL)-
পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সমরাবিক্রমা, চরিথ আশালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, আকিলা ধনঞ্জয়, মহম্মদ সিরাজ, আসিথা ফার্নান্দো।
IND vs SL, 1st ODI, টস রিপোর্ট-
কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিলো শ্রীলঙ্কা।