IND vs PAK: ক্রিকেটদুনিয়ার চরমতম প্রতিদ্বন্দ্বীতার কথা উঠলে প্রায় সকলেই চোখ বুজে বলবেন ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথের কথা। ক্রিকেটীয় বিচারে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অ্যাসেজ যুদ্ধ হয়ত কাছাকাছি আসতে পারবে, কিন্তু রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট যুক্ত হলে তা অনেকখানি পিছিয়ে পড়বে উপমহাদেশের দুই দলের প্রতিদ্বন্দ্বীতার কাছে। দিনকয়েক আগেই প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার টম মুডি অবধি বলতে বাধ্য হয়েছেন যে ভারত-পাকিস্তান (IND vs PAK) দ্বৈরথ অনেক তীব্রতর অ্যাসজের থেকে। দুনিয়ার যে প্রান্তেই এই দুই প্রতিবেশী দেশ একে অন্যের মুখোমুখি হয়, গ্যালারি ভরে যায় দর্শকে। প্রিয় ক্রিকেটারদের নামে জয়ধ্বনি দিয়ে আকাশ-বাতাস কাঁপিয়ে তোলেন দুই শিবিরের সমর্থকেরাই। সুদূর অস্ট্রেলিয়ার মেলবোর্নে গতবছর টি-২০ বিশ্বকাপে এই ম্যাচ দেখতে ৯০ হাজারের বেশী মানুষ মাঠে এসেছিলেন।
কূটনৈতিক ও রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না এখন। কেবলমাত্র বহুদলীয় টুর্নামেন্টগুলিতেই সাক্ষাত হয় দুই শিবিরের। সম্প্রতি এশিয়া কাপে দুইবার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিলো বিরাট কোহলি-বাবর আজমদের। প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। শ্রীলঙ্কার ক্যান্ডির মাঠে খানিক এগিয়ে ছিলো পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোর পর্বে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফের সম্মুখসমরে নেমেছিলো দুই দেশ। বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিলো সেখানেও। তবে রিজার্ভ ডে’তে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ২২৮ রানের ব্যবধানে হারেন শাহীন আফ্রিদিরা। ভারত বনাম পাক (IND vs PAK) যুদ্ধের আগামী অধ্যায়টি থাকছে ১৪ অক্টোবর। একদিনের বিশ্বকাপের আসরে দেখা হচ্ছে দুই দলের। সেই ম্যাচের পর ফের ভারত-পাক ম্যাচ দেখা যাবে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে। সেই মহাম্যাচ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
ভারত-পাক ম্যাচ হবে নিউইয়র্কে-

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সূচি প্রকাশ করে নি আয়োজক সংস্থা আইসিসি। সেই কারণেই জানা যায় নি কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দলগুলি। বরং বর্তমানে ক্রিকেটদুনিয়ার যাবতীয় আগ্রহ আসন্ন ওডিআই বিশ্বকাপ নিয়েই। ভারতে আয়োজিত হতে চলা এই প্রতিযোগিতার জন্য প্রতীক্ষার প্রহর গোণার মাঝেই আগামী বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে বড় খবর সামনে এলো। জানা গেলো বাকি ম্যাচগুলির ভেন্যু স্থির না হলেও ক্রিকেটের এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচটি কোথায় হবে তা ঠিক হয়ে গিয়েছে। ক্রিকবাজ জানিয়েছে খেলাটি আয়োজিত হতে চলেছে নিউ ইয়র্কে।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
দিনকয়েক আগে আইসিসি প্রধান গ্রেগ বার্কলে’কে একটি চিঠিতে নিউ ইয়র্ক শহরের জনৈক বিধায়িকা, জেনিফার রাজকুমার (Jennifer Rajkumar) জানিয়েছিলেন, “আমাদের শহরে পশ্চিম গোলার্ধের সবচেয়ে বেশী দক্ষিণ এশীয় মানুষের বাস। এছাড়াও প্রচুর পরিমাণে ওয়েস্ট ইন্ডিয়ান, অস্ট্রেলীয়, ব্রিটিশ, নিউজিল্যান্ডার , আমিরাতি ও আফ্রিকান জনগোষ্ঠির মানুষও রয়েছেন এখানে। প্রত্যাকটি বিশ্বকাপ দলের নির্দিষ্ট সমর্থককূল রয়েছে নিউ ইয়র্ক শহরে। নিজেদের প্রিয় ক্রিকেটারদের সামনে থেকে দেখার সুযোগ পেলে তাঁদের স্বপ্ন সত্যি হবে।”
চিঠিতে জেনিফার আরও জানিয়েছেন, “আমেরিকাতে ক্রিকেটের কেন্দ্রবিন্দু হিসেবে বিশ্বকাপ আয়োজনের জন্য আদর্শ জায়গা হতে পারে নিউ ইয়র্ক’ই। আমাদের শহরে অন্তত ১০০টি ক্রিকেট ক্লাব রয়েছে। ৫৯টি ক্রিকেট মাঠ রয়েছে। একই সাথে রয়েছে বিভিন্ন ক্রিকেট লীগ। এমনকি নিউ ইয়র্কের পুলিশ বিভাগ (NYPD) অবধি নিজদের যুব ক্রিকেট লীগ আয়োজন করে। নিউ ইয়র্কেই রয়েছে স্ট্যাটেন আইল্যান্ড ক্রিকেট ক্লাব। ১৮৭২ সালে প্রতিষ্টিত এই ক্লাবটি গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম।” জেনিফারের (Jenifer Rajkumar) আবেদনে অবশেষে সাড়া দিয়েছে আইসিসি। ক্রিকবাজের রিপোর্ট থেকে ইঙ্গিত মিলছে তেমনই।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur