ind-vs-pak-fans-want-dube-to-be-ousted

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ধুঁকছে ভারতীয় ব্যাটিং। আজ নিউ ইয়র্কের মাঠে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। গত ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হারের পর আজ জয়ই একমাত্র রাস্তা ছিলো গতবারের ফাইনালিস্টদের জন্য। অধিনায়কের আস্থার দাম দিলেন শাহীন, নাসিমরা। শুরুতেই বিরাট কোহলিকে ফিরিয়ে ঝটকা দিয়েছিলো পাকিস্তান। এরপর থেকে একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতকে লাগাতার ব্যাকফুটেই রেখে দিলো তারা। পালটা আক্রমণের চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু অসহায় আত্মসমর্পণ ব্যাটিং বিভাগের বাকি তারকাদের। রোহিত, বিরাটদের পারফর্ম্যান্স নিয়ে ক্ষোভ জমেছে সমর্থকদের মধ্যে। কিন্তু তাঁদের নিশানায় প্রধানত জায়গা করে নিয়েছেন শিবম দুবে (Shivam Dube)।

Read More: IND vs PAK: “IPL-এর ঘোর কাটাও…” পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ বিরাট, হতাশ নেটিজেনদের নিশানায় ভারতীয় তারকা !!

আইপিএলের (IPL) পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে শিবম দুবেকে ভারতীয় স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছিলো টি-২০ বিশ্বকাপে (T20 World Cup)। স্পিনের বিরুদ্ধে তাঁর বড় শট মারার দক্ষতা মাথায় রেখেছিলেন জাতীয় নির্বাচকেরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে তাঁকে সাধারণত যতটা সপ্রতিভ লাগে, টিম ইন্ডিয়ার নীল জার্সিতে ঠিক ততটাই যেন নিষ্প্রভ তিনি। ভারত-পাক ম্যাচে ছয় নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শিবম (Shivam Dube)। আগাগোড়া বেসামাল লেগেছে তাঁকে। উদ্দেশ্যহীন ভাবে ব্যাট ঘুরিয়েও বড় শট হাঁকাতে পারেন নি। শেষমেশ নাসিম শাহের (Naseem Shah) বলে তাঁর হাতেই ক্যাচ তুলে দেন। ৯ বল খেলে করেন মাত্র ৩ রান। দুবেকে জায়গা দেওয়ার জন্যই মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে রিঙ্কু সিং-কে (Rinku Singh) , যা বিরক্তির উদ্রেগ করেছে সমর্থকদের মধ্যে।

‘অনেক হয়েছে, আর নয়’ লিখেছেন এক উত্তেজিত নেটিজেন। ‘আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয়, তা এবার বোঝা যাচ্ছে’ মন্তব্য আরও একজনের। ‘ঘরোয়া ক্রিকেটের বাঘ, আন্তর্জাতিক আঙিনায় গিয়ে বিড়াল হয়ে গিয়েছে’ টিপ্পনি এক ক্রিকেট অনুরাগীর। ‘বিশ্বাসই হয় না যে রিঙ্কু সিং-কে বাদ দিয়েই এই শিবম দুবেকে জায়গা দেওয়া হয়েছে। নির্বাচকেরা কি অন্ধ?’ প্রশ্ন তুলেছেন অনেকে। উত্তরপ্রদেশের রিঙ্কুকে দলে চেয়ে অনেককেই দেখা গিয়েছে এক্স-প্ল্যাটফর্মের দেওয়ালে সরব হতে। ১২ তারিখ পরবর্তী ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ‘এখনি দলে বদল করা হোক। শিবমকে দেশে ফেরত পাঠিয়ে সুযোগ দেওয়া হোক রিঙ্কু সিং-কে’ দাবী উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: “যাও বাড়াপাও খেয়ে এস…” পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রান বানিয়ে উইকেট হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *