“যাও বাড়াপাও খেয়ে এস…” পাকিস্তানের বিরুদ্ধে ১৩ রান বানিয়ে উইকেট হারতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে রোহিত শর্মা !! 1

মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। প্রথম ওভারেই মারমূখী ভূমিকায় ব্যাটিং করতে দেখা যায় হিটম্যান রোহিত শর্মাকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে ফর্মে দেখা দিয়েছিল।

আজ সারাদিন ধরেই বৃষ্টি হয়েছে তাই পিচে খুব একটা পরিবর্তন না দেখার রয়েছে বেশ সন্মভাবনা। গত ম্যাচের মতনই আজকের ম্যাচে ওপেনিং করতে আসেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। প্রথম ওভারেই মারমুখী ভূমিকায় ব্যাটিং করতে দেখা গিয়েছিল রোহিত শর্মা। প্রথম ওভারেই প্রথম ছক্কা হাঁকান এবং দ্বিতীয় ওভারের শুরুতে প্রথম বলেই একটি দুরন্ত কভার ড্রাইভ মেরে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন।

১৩ রান বানিয়ে আউট হন রোহিত

ind-vs-pak-shaheen-gets-rohit-out, ind vs pak
Rohit Sharma | Image: Twitter

দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন বিরাট কোহলি (Virat Kohli)। পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে বড়-শট খেলার চেষ্টায় মাত্র চার রান বানিয়ে ফিরতে হয় রান মেশিন বিরাট কোহলিকে। দ্বিতীয় ওভারে কোহলি আউট হওয়ার পরেই তৃতীয় ওভারে রোহিত শর্মা চাপ মুক্ত করতে গিয়ে বড় শট খেলতে গিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট।

ক্যাপ্টেন রোহিত ১২ বলে ১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১২ বলে ১৩ রান বানিয়ে শাহীন আফ্রিদির উইকেটের শিকার হন। ২.৪ ওভারে ভারত ১৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে, পাকিস্তানের বিরুদ্ধে রোহিতের এই ফ্লপ প্রদর্শনের পর সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা।

দেখেনিন টুইট

Read Also: IND vs PAK: শাহীনের বলে আউট রোহিত শর্মা, নিউ ইয়র্কে ঘোর সঙ্কটে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *