IND vs ENG: স্কোয়াডে থাকলেও রাঁচী টেস্টে ভারতীয় একাদশে ঠাঁই হচ্ছে না এই তিন ক্রিকেটারের !! 1

IND vs ENG: হায়দ্রাবাদে সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বসেছিলো টিম ইন্ডিয়া (Team India)। ঘরের মাঠে রোহিত শর্মার দলের এই হার খানিক চমকে দিয়েছিলো ক্রিকেটবিশ্বকে। ইংল্যান্ডের আমদানি করা ‘বাজবল’ নিয়ে শুরু হয়েছিলো চর্চা। কিন্তু বেশীদিন পিছিয়ে থাকতে হয় নি ‘মেন ইন ব্লু’কে। বিশাখাপত্তনমে প্রতিপক্ষকে ১০৬ রানের ব্যবধানে হারিয়ে সমতা ফিরিয়েছিলো তারা। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সুযোগ ছিলো বেন স্টোকসদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ার।

যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানদের মত তরুণ তুর্কিদের দুরন্ত পারফর্ম্যান্সে ভর দিয়ে সেটাই করে দেখালো ভারত। ইংল্যান্ডকে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেলো তারা। রাঁচীতে আগামী টেস্ট শুরু ২৩ তারিখ। রাজকোটের জয় খানিক স্বস্তি যুগিয়েছে ভারতকে। দল নিয়ে চতুর্থ টেস্টে খানিক পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারেন কোচ দ্রাবিড়। একাদশের বাইরে রাখতে পারেন এই তিন তারকাকে।

Read More: IND vs ENG: “স্বপ্ন সত্যি হলো…” টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত সরফরাজ খান !!

রজত পতিদার-

Rajat Patidar | IND vs ENG | Image: Getty Images
Rajat Patidar | IND vs ENG | Image: Getty Images

সিরিজ শুরুর আগে বিরাট কোহলি (Virat Kohli) স্কোয়াড থেকে সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন রজত পতিদার (Rajat Patidar)। ভারত-এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরষ্কারস্বরূপ তাঁকে সিনিয়র দলে সুযোগ দেওয়ার কথা ভেবেছিলেন অজিত আগরকাররা। হায়দ্রাবাদে রিজার্ভ বেঞ্চে থাকলেও বিশাখাপত্তনমে প্রথম একাদশে সুযোগ পান তিনি। কোয়াড্রিসেপস পেশীর চোটে কে এল রাহুল (KL Rahul) ছিটকে যাওয়ায় ৩১০তম ভারতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয় রজতের। প্রথম ম্যাচে বিশেষ সাফল্য পান নি তিনি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। প্রথম ইনিংসে করেন ৩২। দ্বিতীয় ইনিংসে আউট হন ৯ রান করে।

বিশাখাপত্তনমের পর রাজকোটের তৃতীয় টেস্টেও রজত পতিদারকে (Rajat Patidar) সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলো ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শ্রেয়স আইয়ার’ও খেলেন নি রাজকোটে। ফলে ব্যাটিং অর্ডারে পাঁচ থেকে চারে তুলে আনা হয়েছিলো তাঁকে। কিন্তু সাফল্য ধরা দেয় নি পতিদারের ব্যাটে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টম হার্টলির বলে ফেরেন ৫ রান করে। দ্বিতীয় ইনিংসেও হতাশ করেন তিনি। তৃতীয় দিনের শেষলগ্নে ব্যাট করতে নেমে আউট হন ০ রান করে। ২ টেস্ট ম্যাচ খেলে আপাতত ১১.৫০ গড়ে তাঁর মোট রান ৪৬। ইতিমধ্যেই সরফরাজ (Sarfaraz Khan), ধ্রুব জুড়েলরা নিজেদের প্রমাণ করেছেন টেস্টের মঞ্চে। রাঁচীতে ফিরতে পারেন কে এল রাহুল’ও। ফলে বাইরেই থাকতে হবে পতিদারকে।

কে এস ভরত-

KS Bharat | IND vs ENG | Image: Getty Images
KS Bharat | IND vs ENG | Image: Getty Images

তালিকার দ্বিতীয় নাম হতে চলেছেন কে এস ভরত (KS Bharat)। ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর উইকেটরক্ষক সমস্যায় ভুগছে ভারতীয় টেস্ট দল। ঋদ্ধিমান সাহা’কে বয়সের অজুহাত দিয়ে ছেঁটে ফেলেছে ভারত। ঈশান কিষণ’ও শৃঙ্খলাজনিত কারণে জড়ীয়েছেন বিতর্কে। পন্থের বিকল্প হিসেবে অন্ধ্রপ্রদেশের কে এস ভরতকে সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। গত বছরের বর্ডার-গাওস্কর ট্রফিতে অভিষেক হয়েছিলো তাঁর। খেলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল’ও। প্রতিটি ম্যাচেই হতাশ করেন তিনি। ব্যাট হাতে রান পান নি। একই সাথে স্টাম্পের পিছনেও মাঝেমধ্যেই নড়বড়ে দেখিয়েছে তাঁকে। মাঝে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সফরে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে।

ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে আরও একবার ভরতের (KS Bharat) দক্ষতার উপর আস্থা রেখেছিলো টিম ইন্ডিয়া। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্টে খেলেন তিনি। ব্যাট হাতে আরও একবার হতাশ করেন ভরত। হায়দ্রাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪১ করেছিলেন। কিন্তু তার পরের তিন ইনিংসে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে আসা চাপে ফেলেছিলো দলকে। এমনকি উইকেটের পিছনেও ভরসা যোগাতে পারে নি তাঁর গ্লাভসওয়ার্ক। তৃতীয় টেস্ট থেকে ফের বাদ দেওয়া হয়েছে ভরতকে। বদলি হিসেবে মাঠে নেমে ৪৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। একটি দুরন্ত রান-আউট করেছেন। উইকেটের পিছনেও সাবলীল দেখিয়েছে তরুণ উইকেটরক্ষককে। রাঁচী টেস্টেও জুড়েলই হবেন প্রথম পছন্দ।

জসপ্রীত বুমরাহ-

Jasprit Bumrah and Kuldeep Yadav | IND vs ENG | Image: Getty Images
Jasprit Bumrah and Kuldeep Yadav | IND vs ENG | Image: Getty Images

তালিকায় তৃতীয় নাম হতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বাকি দুজনের মত ফর্ম সমস্যা তাড়া করে বেড়াচ্ছে না তাঁকে। বরং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রাঁচীতে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। ২০২২-এর জুলাই মাস থেকে গত বছরের অগস্ট অবধি একটা দীর্ঘ সময় পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য মাঠের বাইরে কেটেছে বুমরাহ’র। তাঁকে নিউজিল্যান্ড অস্ত্রোপচার অবধি করাতে হয়েছিলো। অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন সিরিজেই সেরা খেলোয়াড়ের পুরষ্কার জেতেন। এরপর এশিয়া কাপে সামনে থেকে নেতৃত্ব দেন বোলিং বিভাগকে। বিশ্বকাপে মহম্মদ শামির অসামান্য বোলিং লাইমলাইটের অনেকটা কেড়ে নিলেও নেপথ্য নায়ক হিসেবে থেকে যান বুমরাহ’ও (Jasprit Bumrah)। ১১ ম্যাচে ১৮.৬৫ গড়ে তিনি তুলে নেন ২০ উইকেট। হন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী।

লাল বলের ফর্ম্যাটেও অনবদ্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে দুই ইনিংস মিলিয়ে তুলে নিয়েছিলেন ৯ উইকেট। ডিন এলগারের সাথে যৌথ ভাবে সিরিজ সেরার পুরষ্কার পান। এরপর দেশের মাটিতে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজেও বজায় রয়েছে বুমরাহ’র (Jasprit Bumrah) বিক্রম। হায়দ্রাবাদের স্পিন সহায়ক পিচে অসামান্য বোলিং করে প্রথম ইনিংসে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট তুলে নেন। এরপর বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন। একইসাথে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উঠে আসেন এক নম্বরে। সামনে রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। তার কথা মাথায় রেখেই একটানা ক্রিকেট থেকে খানিক বিরতি দেওয়া হতে পারে বুমরাহকে।

Also Read: IND vs ENG: KL রাহুল ফিরতেই টিম ইন্ডিয়ার হাওয়া-পানি বন্ধ হবে এই খেলোয়াড়ের, একনিমেষেই কেরিয়ার হবে শেষে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *