ind-vs-aus-twitter-hails-rinku-singh

IND vs AUS: আজ কেরলের তিরুঅনন্তপুরমে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত।  বিশাখাপত্তনমে এর আগের ম্যাচে জয় পেয়েছে তরুণ টিম ইন্ডিয়া। আজকেও জয় ছিনিয়ে নিয়ে ২-০ ফলে এগিয়ে যাওয়াই লক্ষ্য সূর্যকুমার যাদব, ঈশান কিষণদের। টসে জিতে প্রথমে আজ বোলিং বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বলছিলো তিরুঅনন্তপুরমের মাঠে বড় রান বিশেষ ওঠে না। কিন্তু আজ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের সুবাদে সেই মিথ ভেঙে গেলো বাইশ গজে। অজি বোলারদের যথেচ্ছে পিটিয়ে ভারত নির্ধারিত ২০ ওভারের মধ্যে তুললো ৪ উইকেটের বিনিময়ে ২৩৫ রান।

Read More: IPL 2024: “হার্দিক নে ধোঁকা দে দিয়া…” GT থেকে মুম্বই দলে ট্রেড হওয়ার পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে হার্দিক পান্ডিয়া !!

মাত্র ২৫ বলে ৫৩ রান করেন যশস্বী জয়সওয়াল। আরেক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে এলো ৫২ রান। ঈশান কিষণ’ও টানা দ্বিতীয় অর্ধশতক করেন আজ। ৩২ বলে থামেন ৫২ রান করেন। ১০ বলে ১৯০ স্ট্রাইক রেটে ১৯ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। তবে ব্যাট হাতে বাকি সকলকে ছাড়িয়ে ফেলেন রিঙ্কু সিং। যত দিন যাচ্ছে, ততই কুড়ি-বিশের ক্রিকেটে ভারতীয় দলে অপরিহার্য্য হয়ে উঠছেন আলিগড়ের তরুণ। আইপিএলে জাত চেনানোর পর এবার আন্তর্জাতিক আঙিনাতেও আলাদা পরিচিত গড়ে তুলছেন তিনি।

আজ মাত্র ৯ বল খেলেছেন তিনি। রানের খাতায় যুক্ত হয়েছে ৩১ রান। স্ট্রাইক রেট ৩৪৪.৪৪। অবিশ্বাস্যই বলা চলে প্রায়। শেষ ওভারে ৩টি চার এবং দুইটি ছক্কা হাঁকান তিনি। বাম হাতি ব্যাটারের ইনিংস দেখে মুগ্ধ নেটদুনিয়া। ‘এমন ফিনিশার’ই তো চাই’ লিখেছেন এক নেট নাগরিক। ‘রিঙ্কু ইতিমধ্যেই তারকা হয়ে গিয়েছেন’ মন্তব্য আরও একজনের। ‘২০২৪ টি-২০ বিশ্বকাপের টিকিট এখনই বুক করা হোক রিঙ্কুর জন্য’ লিখেছেন টিম ইন্ডিয়ার আরও এক সমর্থক। ‘এমন ব্যাটিং দেখা একটা দুর্দান্ত অভিজ্ঞতা’ লিখতে দেখা গিয়েছে কাউকে কাউকে। ‘রিঙ্কু’র ব্যাটে আগুন ঝরে’ তরুণ তারকার প্রশংসা করে লিখছে সোশ্যাল মিডিয়া।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লো টিম ইন্ডিয়া, ২০ ওভারেই করে ফেললো ২৩৫ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *