ভাই-ভাইয়ের সম্পর্ক পরিণত হলো শত্রুতায়, হার্দিক তার বড় ভাইকে টুইটারে করলেন আনফলো !! 1

Hardik Pandya: ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার দুর্দান্ত ক্রীড়া পারফরম্যান্সের জন্যই অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে মাঠের বাইরেই রয়েছেন হার্দিক, চোটের সমস্যায় ভুগছেন পান্ডিয়া, যদিও এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি এবং নেটে প্রশিক্ষণ নিতেও শুরু করে দিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পান হার্দিক এবং তারপর থেকে বাইরেই রয়েছেন তিনি। আশা করা যায় জলদি তিনি মাঠে ফিরে আসবেন। তবে ইতিমধ্যে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, হার্দিক তার বড় ভাই ক্রুনালকে সমাজ মাধ্যমে আনফলো করেছেন।

আরও পড়ুন | স্ত্রী নাতাশা’কেই বডি শেমিং করলেন Hardik Pandya? ‘কু-কথা’ নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

হার্দিক পান্ডিয়া ক্রুনাল পান্ড্যকে আনফলো করেছেন

Krunal Pandya and Hardik Pandya
Krunal Pandya and Hardik Pandya | Image: Getty Images

হার্দিকের মতন তার দাদা ক্রুনালকে (Krunal Pandya) একজন দুর্দান্ত ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয় এবং উভয় ভাইই আইপিএলে খুব ভাল পারফর্ম করে। হার্দিক এবং ক্রুনাল একে অপরকে খুব ভালবাসেন কিন্তু এই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, এই মুহুর্তে ক্রুনাল ও হার্দিকের মধ্যে অন্তদ্বন্দ চলছে এবং ক্ষুব্ধ হয়েই ক্রুনালকে আনফলো করেছেন হার্দিক। অনেকের মতে, ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান হার্দিক বর্তমানে রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকাটি পালন করেন। যে কারণে আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে আবার কামব্যাক করেই হার্দিক পান্ডিয়াকে মুম্বই দলের ক্যাপ্টেন বানানো হয়েছে। এই পরিস্থিতিতে হার্দিকের দাদাও প্রাক্তন মুম্বাই প্লেয়ার ছিলেন, তবে পান্ডিয়াকে দলে ডাকা হয়নি, ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও ভাই হার্দিক দাদাকে নিতে কোন আগ্রহ প্রকাশ করেনি। এ কারণে দুজনের মধ্যে সম্পর্কের বেশ ক্ষিপ্ততা দেখা গিয়েছে।

ভারতীয় দলের হয়ে ক্রুনালের পারফরম্যান্স

Krunal Pandya
Krunal Pandya | Image: Getty Images

ভারতীয় দলের হয়েও আগে প্রদর্শন দেখিয়েছেন ক্রুনাল, ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর জন্যই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে তিনি ৫ ওডিআই ম্যাচে ৬৫ গড়ে ও ১০১.০৬ স্ট্রাইক রেট ১৩০ রান করেছেন এবং ২ উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জাতীয় দলে ১৯ টি টোয়েন্টি ম্যাচে ১২৪ রান বানিয়েছেন ও ১৫ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন | সমাপ্ত হলো ১২ বছরের ‘বনবাস’,ওড়িশা এফসি’কে হারিয়ে কলিঙ্গ জয় করলো ইস্ট বেঙ্গল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *