মুম্বইয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো হার্দিক, ২০ কোটির বিনিময়ে এই দলে হচ্ছেন শামিল !! 1

ক্রিকেট বিশ্বের অন্যতম বড় নাম হলো হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতীয় দলের এই প্রভাবশালী অলরাউন্ডার সমাজ মাধ্যমে বেশ চর্চায় রয়েছেন। সদ্য স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্দিকের। আপাতত বিদেশে ছুটি কাটাচ্ছেন পান্ডিয়া। সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম বাংলাদেশ সিরিজের ছোট ফরম্যাটে এন্ট্রি নেবেন হার্দিক। সতীর্থ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে অধিনায়কত্বের পদ হারিয়েছেন হার্দিক। যার ফলে ফ্রাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তার টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

মুম্বই ছাড়ছেন হার্দিক

Hardik Pandya and Virat Kohli
Hardik Pandya and Virat Kohli | Image: Twitter

হার্দিক ২০২২ ও ২০২৩ আইপিএলে গুজরাত টাইটান্স দলের অধিনায়কত্ব করার পর ২০২৪ সালে আবার তার পুরানো ফ্রাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন এবং দলের অধিনায়কত্ব পালন করেন। যদিও তার অধিনায়কত্বে সফলতা পায়নি মুম্বই ইন্ডিয়ান্স তাই দলের আসন্ন মরসুমের আগেই অধিনায়কের বদল আবশ্যক বলেই মনে করা হচ্ছে। একদিকে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য সূর্যকুমার মুম্বই দলের অধিনায়ক হওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছেন। স্কাইয়ের হাতে দায়িত্ব তুলে দিলই মুম্বই ছাড়বেন হার্দিক। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন হার্দিক (Hardik Pandya)।

Read More: যুবরাজের বায়োপিকে এন্ট্রি নিচ্ছেন দীপিকা, পুরানো প্রেম উঠছে জেগে !!

এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন আসন্ন আইপিএল

ipl-sachin-rohit-want-hardik-to-leave
Hardik Pandya | Image: Getty Images

প্রায় ২০ কোটি টাকার বিনিময়ে হার্দিক (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে এবার পাঞ্জাব কিংস দলে যোগ দিতে চলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের এই অলরাউন্ডার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) অবসর নেওয়ার পর দলের অধিনায়কের পদ গ্রহণ করতে পারেন। সদ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শিখর ধাওয়ান। বিগত ১০ মৌসুম ধরে একজন অভিজ্ঞ অধিনায়কের সন্ধানে রয়েছে পাঞ্জাব কিংস।

হার্দিক পান্ডিয়া পাঞ্জাব দলে যোগ দিলে তাদের একজন অভিজ্ঞ অধিনায়ক ও একজন অভিজ্ঞ অলরাউন্ডারের প্রয়োজন মিটবে। গত মৌসুমে মাঝ পথেই চোট পান শিখর এবং দলের হয়ে বাঁকি ম্যাচ গুলিতে অধিনায়কত্ব করেছিলেন স্যাম কারান (Sam Curran)। হার্দিক আইপিএলে দুটি ফ্রাঞ্চাইজির হয়ে ১৩৭টি ম্যাচ খেলেছেন, ১২৮ ইনিংসে ব্যাটিং করার সুবাদে ২৮.৬৯ গড়ে এবং ১৪৫.৬২ স্ট্রাইক রেটে ২৫২৫ রান বানিয়েছেন। তাছাড়া বল হাতে ৯৩ ইনিংসে ৬৪ উইকেট নিয়েছেন এবং ওবার পিছু ৯.১ রান দিয়েছেন। তার অধীনে পাঞ্জাব কিংস ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারে।

Read Also: Hardik Pandya: “ওর সাথে সংসার করা…” হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশাকে নিয়ে বড় খোলাসা করলেন আলী গনি, ভেঙে গেল বিয়ে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *