“সবে যাত্রা শুরু হলো…” ভারতীয় দলের কোচ নয় বরং গম্ভীরের স্বপ্ন KKR’কে সফল বানানোর, করলেন এই মন্তব্য !! 1

পরিসমাপ্তি ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭’তম মৌসুমের (IPL 2024)। পুরো মরশুম জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলে এসেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ফাইনালের মঞ্চে সানরাইজার্স হায়দ্রাবাদকে একতরফা ভাবে পরাস্ত করে তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয়ে উঠল। নাইট রাইডার্স দলের তৃতীয় ট্রফি জয়ের নেপথ্যে সিংহভাগ অবদান গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। কলকাতা দলের মেন্টর হিসেবে কাজ শুরু করতেই দলের মনোভাব পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী জানা যায়, গৌতম গম্ভীর হতে চলেছেন টিম ইন্ডিয়ার পরবর্তী হেড কোচ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে গম্ভীরের হাতে, তবে এবার গম্ভীরের মুখ থেকে শোনা গেল অন্য এক গল্প।

আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir), তার অধিনায়কত্বে কলকাতা দল দুইবার ট্রফি জিততে সক্ষম হয়েছিল। এবার মেন্টর হিসেবে ট্রফি জিতে ট্রফির হ্যাটট্রিক করে ফেললেন গম্ভীর, তবে গম্ভীরের পরিকল্পনা লম্বা সময়ের জন্য। তিনি কলকাতা দলকে সেরা ফ্রাঞ্চাইজি বানাতে চান, KKR’কে সেরার সেরা বানাতে গেলে, মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর পাঁচটি ট্রফি জয়ের রেকর্ড টপকে যেতে হবে।

Read More: “ভয় পেয় না আমি আছি…” ভক্তের ‘ভগবান’ হয়ে উঠলেন ধোনি, ফ্যানকে করলেন এই প্রমিস !!

KKR ছাড়ছেন না গম্ভীর

Gautam Gambhir, t20 world cup 2024, kkr
Gautam Gambhir | Image: Getty Images

তৃতীয় ট্রফি জয়ের পর গম্ভীর একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে কলকাতা দলকে সফল দল বানানোই হলো তার লক্ষ। আর দলকে সফল বানানোর কাজ সদ্য সমাপ্ত হওয়া আইপিএলে ট্রফি জয়ের মাধ্যমেই শুরু হয়েছে। এবিষয়ে মন্তব্য করে গাম্ভীর বলেছেন, “আমাদের এখনো তিনটে ট্রফি জিততে হবে সবথেকে সফল আইপিএল দল হওয়ার জন্য, আর তার যাত্রাটি সবে মাত্রই শুরু হয়েছে।” গম্ভীরা দেওয়া এই বয়ানের পর সমাজ মাধ্যমে তৈরি হয়েছে চঞ্চল্য।

প্রসঙ্গত বিগত কয়েক দিন ধরেই ভারতীয় দলের নতুন প্রধান কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম বারবার শিরোনামে আসছিল। এমনকি ভক্তরাও বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলেন যে গৌতম গম্ভীরই হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী প্রধান কোচ। তবে তার দেওয়া এই বয়ানের পর স্পষ্ট হয়ে গেল তিনি এখন ভারতীয় দলের প্রধান কোচ হতে চাইছেন না, আপাতত তার লক্ষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে সফল দল বানানোর। তিনি যদি ভারতীয় দলের কোচ হন তাহলে তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না, তাহলে গম্ভীরের এই স্বপ্নও পূর্ণ হবে না।

Read Also: Gautam Gambhir: গৌতম গম্ভীর নয়, MS ধোনি হোক টিম ইন্ডিয়ার হেড কোচ, বিরাট কোহলির পছন্দের পাত্রের ইচ্ছা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *