"CSK-মুম্বইয়ের থেকেও সফল ...", তৃতীয় ট্রফি জিতিয়ে হুঙ্কার ছাড়লেন KKR মেন্টর গৌতম গম্ভীর, আশায় বুক বাঁধছে ভক্তরা !! 1

দীর্ঘ দশ বছরের অপেক্ষা শেষে সেরার মুকুট অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১৪ সালের পর ফের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন তারা। গত রবিবার ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH)  বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে দাপুটে জয় ছিনিয়ে নিয়ে তৃতীয় বার ট্রফির গায়ে নিজেদের নাম খোদাই করে নেয় নাইটরা। হায়দ্রাবাদের ছুঁড়ে দেওয়া ১১৪ রানের লখ্য ৫৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে কলকাতা। রান তাড়া করে জয়ের নিরিখে আইপিএল (IPL) ফাইনালে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। গোটা মরসুম জুড়ে কলকাতা (KKR) ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই যে অনুশাসন, ধারাবাহিকতা দেখিয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা দল বলা হচ্ছে এবারের নাইট রাইডার্সকে।

জয়ের কৃতিত্ব অনেকটাই দেওয়া হচ্ছে মেন্টর গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। গত দুটি মরসুমে প্লে-অফের ধারেকাছেও ছিলো না নাইটরা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ছেড়ে কলকাতায় পা রাখার পর দলের পারফর্ম্যান্স আগাগোড়া বদলে ফেলেন গম্ভীরই। যে সুনীল নারাইনকে (Sunil Narine) বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে, তাঁকে দিয়ে ওপেন করিয়ে বাজিমাত করেছেন। এবারের আইপিএলে নারাইনই এমভিপি। আবার হর্ষিত রাণা (Harshit Rana), বৈভব আরোরাদের মত তরুণদের উপর আস্থা রেখে সাফল্য ছিনিয়ে নিতে দেখা গিয়েছে গম্ভীরকে। একইসাথে গম্ভীরের আস্থার দাম দিয়েছেন স্টার্ক’ও (Mitchell Starc)। আইপিএল মেটার পর জোর গুঞ্জন নাইট রাইডার্স ছেড়ে ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন গম্ভীর। সেই কারণে মন খারাঅ অগুণতি কলকাতা ভক্তের। এই আবহে ‘গুরু’ গম্ভীরের এক সাক্ষাৎকার আশ্বস্ত করছে তাঁদের।

Read More: গৌতম গম্ভীরের বিদায় রুখতে উঠে পড়ে লেগেছে আন্দ্রে রাসেল, BCCI কে দিচ্ছে এই টোপ !!

KKR-কে মুম্বই, চেন্নাইয়ের সমকক্ষ করতে চান গম্ভীর-

Gautam Gambhir | KKR | Image: Twitter
Gautam Gambhir | Image: Twitter

আইপিএলের (IPL) ইতিহাসে সফলতম দুই দল চেন্নাই সুপার কিংস (CSK) ও মুম্বই ইন্ডিয়ান্স (MI)। দুই দলের সংগ্রহেই রয়েছে পাঁচটি করে ট্রফি। চেন্নাই খেতাব জিতেছে ২০১০,২০১১,২০১৮,২০২১ ও ২০২৩ সালে। পক্ষান্তরে মুম্বইয়ের ট্রফি জয় ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। সফলতম দলের তালিকায় তৃতীয় স্থানে ছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০২৪ সালের খেতাব জয়ের পরেও তারা রয়ে গিয়েছে তিন নম্বরেই। ঝুলিতে আপাতত তিনটি ট্রফি তাদের। বরাবর শ্রেষ্ঠত্বের সন্ধান করে এসেছে গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএলের (IPL) সফলতম দলের তালিকায় তিন নম্বরে থেকে সন্তুষ্ট নন তিনি। লক্ষ্য পয়লা নম্বরে জায়গা করে নেওয়া। নিজের সর্বস্ব উজাড় করে সেই দিশায় দলকে এগিয়ে নিয়ে যাবেন বলে জানান তিনি।

আইপিএল (IPL) ট্রফি জয়ের পর সংবাদসংস্থা স্পোর্টসকীড়াকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টিম ইন্ডিয়ার (Team India) কোচিং-এর জন্য কেকেআর ছাড়ার জল্পনার মাঝে তাঁর সেই সাক্ষাৎকার যেন এক ঝলক টাটকা বাতাস হয়ে এসেছে নাইট ভক্তদের কাছে। গম্ভীর জানান, “আমি চাই কেকেআর’কে সফলতম ফ্র্যাঞ্চাইজি বানাতে। আমরা এখনও মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের থেকে ২টি ট্রফি দূরে রয়েছি। আমাদের আরও ৩টি ট্রফি জিততে হবে সফলতম দল হতে গেলে। সেই যাত্রাটা সবে মাত্র শুরু হয়েছে।” জয় শাহের (Jay Shah) প্রস্তাব ফিরিয়ে তবে কি নাইট রাইডার্সের (KKR) সংসারেই থেকে যাচ্ছেন গম্ভীর? এই সাক্ষাৎকারের পর সৃষ্টি হয়েছে তেমনই সম্ভাবনা।

Also Read: বাদ রোহিত শর্মা, টি-২০ বিশ্বকাপে নতুন ভূমিকায় বিরাট কোহলিকে চান ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *