TOP 3: হারিয়ে যেতে বসা তিন ভারতীয় ক্রিকেটার, যাঁরা নবজন্ম লাভ করবেন ‘গুরু’ গম্ভীরের হাত ধরে !! 1

TOP 3: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে গত ৯ জুলাই। এক ট্যুইটবার্তায় টিম ইন্ডিয়ার (Team India) নয়া কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম। রাহুল দ্রাবিড় জমানার অবসান হয়েছিলো টি-২০ বিশ্বকাপের পরেই। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে এক নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। কোচ হিসেবে গম্ভীর কি কি পদক্ষেপ নেন তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। তবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে তাঁর কর্মকাণ্ড যাঁরা খুঁটিয়ে দেখেছেন তাঁরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ‘গুরু’ গম্ভীরের অন্যতম লক্ষ্য হতে পারে ইতিউতি ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটের মণিমুক্তাদের সন্ধান করে আত্মপ্রকাশের মঞ্চ করে দেওয়া। তাঁর কোচিং জমানায় নতুন মুখেরা যেমন পর্যাপ্ত সুযোগ পাবেন, তেমনই হারিয়ে যেতে বসা অন্তত ৩ তারকাকে ফিরে আসার মঞ্চ তৈরি করে দেবেন তিনি।

Read More: বদলা নিলেন রোহিত শর্মা, ক্যাপ্টেনসি থেকে হার্দিক পান্ডিয়াকে করলেন আউট !!

ঈশান কিষণ-

Ishan kishan
Ishan Kishan | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর সাথে গত বছরের ডিসেম্বর মাস থেকেই সংঘাত চলছে ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষণের (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ঈশান জানিয়েছিলেন যে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে দেশে ফিরতে চান তিনি। সেই আবেদন মঞ্জুর করে বোর্ড। কিন্তু এরপর তাঁর কার্যকলাপ পছন্দ হয় নি কর্মকর্তাদের। একটি বর্ষবরণের পার্টিতে তাঁর  অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়। পরিস্থিতি ঘোরালো হয় বোর্ডের তরফে পাঠানো ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ ঈশান অগ্রাহ্য করায়। শাস্তিস্বরূপ তাঁকে জাতীয় দলে (Team India) ফেরানো তো হয়ই নি, সাথে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয়। গত সাত-আট মাস ভারতের হয়ে কোনো ম্যাচ খেলেন নি তিনি। এমতাবস্থায় আন্তর্জাতিক আঙিনায় ঈশানকে ফেরানোর ভগীরথ হতে পারেন নতুন কোচ গম্ভীরই। পুরনো বিতর্ক ভুলে প্রতিভাবান তরুণকে সুযোগ দিতে পারেন তিনি।

পৃথ্বী শ-

Prithvi Shaw | INDIA | Image: Getty Images
Prithvi Shaw | Image: Getty Images

এই তালিকায় দ্বিতীয় নামটি হতে পারে তরুণ ওপেনার পৃথ্বী শ’র (Prithvi Shaw)। এক সময় দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার ছিলেন তিনি। তাঁর মধ্যে শচীন তেন্ডুলকরের ছায়া দেখছিলেন অনেকে। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জেতার পরেই তিনি সুযোগও পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরান করে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটে পথচলা। কিন্তু এরপর বেশ কিছু ভুল সিদ্ধান্ত ও ফিটনেস সমস্যা ভুগিয়েছে তাঁকে। ২০২০ সালে টেস্ট দল থেকে ছিটকে যান। ২০২১-এর পর ভারতের (Team India) হয়ে খেলেন নি সাদা বলের ক্রিকেটে একটিও ম্যাচ। প্রত্যাবর্তনের লক্ষ্য সামনে রেখে বর্তমানে পরিশ্রমে ব্যস্ত পৃথ্বী (Prithvi Shaw)। ঘরোয়া ক্রিকেট ও কাউন্টিতে ভালো পারফর্ম করেছেন। সামনের কোনো একটি সিরিজে পৃথ্বীকেও একবার দলে ফেরার সুযোগ দিয়ে দেখতেই পারেন গম্ভীর।

ভুবনেশ্বর কুমার-

Bhuvneshwar Kumar | INDIA | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

এই তালিকায় তৃতীয় নামটি হতে পারে ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। টিম ইন্ডিয়ার স্যুইং কিং নামে পরিচিত উত্তরপ্রদেশের ক্রিকেটার ২০২২ সালে শেষবার গায়ে চাপিয়েছেন ভারতীয় দলের (Team India) জার্সি। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার দায় তাঁর কাঁধে চাপিয়ে বাদ দেওয়া হয়েছিলো তাঁকে। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে নিরন্তর পারফর্ম করে গিয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি (SMAT) ট্রফিতে কর্ণাটকের মত তারকাখচিত দলের বিপক্ষে নিয়েছেন পাঁচ উইকেট। তবুও খোলে নি জাতীয় দলের দরজা। এক প্রকার তাঁকে চিরতরে ছেঁটে ফেলার প্রচেষ্টাই দেখা গিয়েছে বোর্ডের তরফে। কিন্তু ২০২৪-এর আইপিএলে ফের অনবদ্য পারফর্ম করে ভুবি বুঝিয়েছেন যে ফুরিয়ে যান নি তিনি। তাঁর প্রতিভার যোগ্য সম্মান দিয়ে ভুবনেশ্বর কুমারকে টিম ইন্ডিয়াতে ফেরাতে পারেন গম্ভীর (Gautam Gambhir) ।

Also Read: Team India: টি-২০’র পর ওডিআই স্কোয়াডেও নেই বিরাট-রোহিতরা, তারুণ্যকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *