গত মে মাসে যবনিকা পড়েছে ২০২৩-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL)। গুজরাত টাইটান্সকে রোমহর্ষক ফাইনালে হারিয়ে পঞ্চমবার খেতাব জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ম্যাচের ফলাফল মেলে একদম শেষ বলে গিয়ে। মোহিত শর্মার বলকে ফাইন লেগ বাউন্ডারিতে ঠেলে সেরার আসনে চেন্নাইকে বসান রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এই জয়ের সাথে সাথেই মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সাথে সর্বোচ্চ সংখ্যক আইপিএল খেতাব জয়ের নিরিখে একই আসনে বসে সুপার কিংস (CSK)। সফলতম অধিনায়কের তকমাও রোহিত শর্মার (Rohit Sharma) সাথে ভাগ করে নেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni)।
ডিসেম্বরে বসবে আগামী মিনি নিলামের আসর। তবে ২০২৩ আইপিএলের রেশ কাটার আগেই ২০২৪-এর জন্য ঘর গোছানোর কাজ অবশ্য শুরু করে দিয়েছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। কোচের পদ থেকে সঞ্জয় বাঙ্গারকে (Sanjay Bangar) সরিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। নতুন দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। বেঙ্গালুরু সরিয়েছে ডায়রেক্টর অফ ক্রিকেট মাইক হেসনকেও। সানরাইজার্স হায়দ্রাবাদও ডাগ আউট থেকে বিদায় জানিয়েছে কোচ ব্রায়ান লারাকে (Brian Lara)। এসেছেন ড্যানিয়েল ভেত্তরি (Daniel Vettori)। রদবদল দেখা গিয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসেও (LSG)। কোচের পদে এসেছিলেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। শোনা গিয়েছিলো মেন্টর পদে থাকছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে দায়িত্ব না ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
লক্ষ্ণৌতেই থাকছেন গম্ভীর-

২০২২ সালে আইপিএলের (IPL) আঙিনাতে পা রাখে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG), তখন থেকেই মেন্টর হিসেবে এই ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রথম দুই বছরে প্লে-অফ পর্বে পৌঁছালেও ট্রফি জিততে পারে নি লক্ষ্ণৌ দল। ২০২৪ মরসুমে তাই মরিয়া হয়ে খেতাবের লক্ষ্যে ঝাঁপাবে তারা। শোনা যাচ্ছিলো আগামী মরসুমে গম্ভীরকে (Gautam Gambhir) ছাড়াই আসরে নামতে হবে লক্ষ্ণৌকে (LSG)। বাতাসে ভাসছিলো তাঁর কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তনের জল্পনা। পরে শোনা যায় রাজনীতির কারণে আইপিএল থেকে দূরে থাকবেন গম্ভীর।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
প্রাক্তন ক্রিকেটার ভারতীয় জনতা পার্টির (BJP) টিকিটে উত্তর দিল্লী লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি এখান থেকেই জয় লাভ করেছিলেন। সেই নির্বাচন আর আইপিএল যেহেতু কাছাকাছি সময় হবে,সেহেতু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই আইপিএল থেকে বিরতি নেওয়ার সম্ভাবনা ছিলো গম্ভীরের (Gautam Gambhir)। কিন্তু আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে যে তাদের হাত ছাড়ছেন না গম্ভীর। গ্লোবাল মেন্টর হিসেবে ২০২৪ সালেও তিনি থাকছেন দলের সঙ্গে।
IPL-এ দারুণ সফল গৌতম গম্ভীর-

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সফলতম ক্রিকেটারদের মধ্যে রয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। শুরুটা করেছিলেন দিল্লী ডেয়ারডেরভিলসের হয়ে। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত কিংবদন্তি ক্রিকেটারের বদলে গম্ভীরের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় কলকাতা ফ্র্যাঞ্চাইজি। আস্থার দাম দিতে দেরী করেন নি গম্ভীর (Gautam Gambhir)। অধিনায়ক হিসেবে ২০১২ সালে প্রথমবার চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নাইট রাইডার্সকে ট্রফি উপহার দেন তিনি। সাফল্যের ধারা বজায় রেখে ২০১৪ সালে দ্বিতীয়বার অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি জেতেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (IPL) সফলতম অধিনায়কদের তালিকায় একমাত্র মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার পরেই রয়েছেন গম্ভীর।
ব্যাট হাতেও আইপিএলে গম্ভীরের সাফল্য প্রশ্নাতীত। ১৫৪ ম্যাচে ৩১.০১ গড়ে তিনি করেছেন ৪২১৭ রান। রয়েছে ৩৬টি অর্ধশতক। ২০১৮ সালে দিল্লী ক্যাপিটালস (DC) জার্সিতে ক্রিকেটার হিসেবে আইপিএলকে বিদায় জানান গম্ভীর। মেন্টর হিসেবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে (LSG) টানা দুই বছর প্লে-অফে নিয়ে গিয়েছেন গম্ভীর। যদিও এখনও খেতাব জিততে পারেন নি।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur