দেখতে দেখতে শেষের দিকে এগোচ্ছে আইপিএল (IPL)। এখন থেকেই আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রতীক্ষায় দিন গুনতে শুরু করেছেন ক্রিকেটজনতা। জুন মাসের গোড়াতে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। এগারো বছর আইসিসি ট্রফিহীন টিম ইন্ডিয়ার দিকে নজর সকলের। গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ও ওডিআই বিশ্বকাপের (ODI World Cup) ফাইনাল হারতে হয়েছে তাদের। জোড়া ধাক্কা সামলে এবার কি ঘুরে দাঁড়াবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা? নাকি আরও একবার হতাশাই হবে সঙ্গী? জানতে মুখিয়ে সকলে। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছে বিসিসিআই। ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞতার সাথে সাথে সুযোগ পেয়েছে তারুণ্যও।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) জন্য সেখানে দুই উইকেটরক্ষক হিসেবে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। তাঁদের মধ্যে প্রথম একাদশে কে সুযোগ পাবেন? দস্তানা হাতে কে দাঁড়াবেন উইকেটের পিছনে? এই প্রশ্নের উত্তর এখন খুঁজে চলেছে ক্রিকেটজনতা। আইপিএলে ১৩ ম্যাচে ৪৪৬ রান করেছেন পন্থ। অন্যদিকে সঞ্জুর সংগ্রহ ১২ ম্যাচে ৪৮৬ রান। দুজনের মধ্যে কার ভাগ্যে ছিঁড়বে শিকে? কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ের অন্যতম কারিগর গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir) এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো। স্পষ্টবাদী গম্ভীর রাখঢাক না করেই ঋষভকে এগিয়ে রেখেছেন।
Read More: ভারতীয় কোচে আস্থা নেই BCCI-এর, জয় শাহদের রেডারে এই দুই তারকা বিদেশী !!
মিডল অর্ডারে ঋষভই এগিয়ে, বলছেন গম্ভীর-
নাম নয়, বরং টিম কম্বিনেশনকে প্রাধান্য দিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তিনি জানান, “আইপিএলে মিডল অর্ডারে ব্যাটিং করেছে (ঋষভ) পন্থ। সঞ্জু (স্যামসন) সেখানে খেলেছে টপ-অর্ডারে।” ভারতীয় টপ-অর্ডারে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) মত ক্রিকেটার রয়েছেন। তাঁদের ভিড়ে সঞ্জুর (Sanju Samson) পক্ষে জায়গা করে নেওয়া যে কঠিন তা পরিষ্কার গম্ভীরের মন্তব্যে। পন্থের হয়ে সওয়াল করে তিনি আরও জানিয়েছেন, “বাম হাতি হওয়ায় মিডল অর্ডারে বৈচিত্র যোগ করার ক্ষমতা রয়েছে ঋষভের। ভারতীয় দলের কম্বিনেশনের কথা মাথায় রেখে বলতে পারি, এই মুহূর্তে টপ-অর্ডার নয়, বরং মিডল অর্ডারে খেলতে পারে এমন এক উইকেটরক্ষক-ব্যাটার প্রয়োজন।”
ঋষভ পন্থের ব্যাটিং-এর মধ্যে যে বৈচিত্র্য রয়েছে তা নিজের সাক্ষাৎকারে মেনে নিয়েছেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স মেন্টর অবশ্য দরজা বন্ধ করছেন না সঞ্জু স্যামসনের জন্য’ও। টপ-অর্ডার নয় বরং নতুন পজিশনে টি-২০ বিশ্বকাপে তাঁকে সফল হওয়ার মন্ত্র বাতলাচ্ছেন ‘গুরু গম্ভীর।” তিনি চাইছেন ছয় বা সাত নম্বরে ‘ফিনিশার’ হিসেবে খেলুন সঞ্জু (Sanju Samson)। রিঙ্কু সিং নেই মূল দলে। অফ ফর্মে হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপে সত্যিই ‘ফিনিশার’-এর অভাব বোধ করতে পারে ভারত। সেই শূন্যতা সঞ্জুর ভরাট করার ক্ষমতা আছে বলেই মনে করছেন তিনি। গম্ভীর বলেন, “যদি মনে হয় সঞ্জু ছয় বা সাতে নেমে বেশী রান করবে তাহলে সেখানে ওকে খেলানো যেতে পারে। তবে যেই খেলুক তাঁর পাশে থাকতে হবে।”