২০২১ সালের নভেম্বরে ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন যুব দলের প্রশিক্ষক হিসেবে। সিনিয়র দলের হটসিটে বসেও তাঁর প্রাথমিক লক্ষ্য ছিলো আইসিসি ট্রফি দেশকে উপহার দেওয়া। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) প্রথম সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সফল হন নি। ফিরতে হয়েছিলো সেমিফাইনাল থেকে। এরপর ২০২৩-এ জোড়া ধাক্কা খেতে হয় ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে। জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়িনশিপের (WTC) ফাইনালে হারতে হয়। এরপর ঘরের মাঠে নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার (Team India) জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে যায় অস্ট্রেলিয়া। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপই শেষ সুযোগ ছিলো তাঁর কাছে। ‘ডু অর ডাই’ মনোভাবকে পাথেয় করে শেষমেশ বাজিমাত করলেন তিনি।
প্রায় তিন বছর দায়িত্ব সামলানোর পর দ্রাবিড় (Rahul Dravid) যে সরে যাচ্ছেন তা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলো বিসিসিআই। বিদায় নেওয়ার আগে দেশকে ট্রফি দিয়েই গেলেন তিনি। গত শনিবার কেনসিংটন ওভালে ভারত টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে। ট্রফি শূন্যে তুলে শিশুর মত উচ্ছ্বাসে মাতেন। সাজঘরে আলাদা করে ধন্যবাদ জানান রোহিত শর্মা’কে (Rohit Sharma)। এছাড়া তাঁকে কথা বলতে দেখা যায় বিরাট কোহলির (Virat Kohli) সাথে। ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-২০ বিশ্বকাপ-সাদা বলের তিনটি ট্রফিই জিতেছেন বিরাট, তাঁকে লাল বলের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ঝাঁপাতে অনুরোধ করেন তিনি। জাতীয় দলে কোহলির সাফল্য ব্যর্থতা ভাগ করে নেওয়ার জন্য দ্রাবিড় (Rahul Dravid) হয়ত আর থাকছেন না, তবে আইপিএলের আসরে শীঘ্রই ‘রি-ইউনিয়ন’ দেখা যেতে পারে তাঁদের।
Read More: “এই স্মৃতিটা রয়ে যাবে…” দ্রাবিড়ের চোখে জল, বিশ্বকাপ জিতেই কোচের দায়িত্ব ছাড়লেন ‘দ্য ওয়াল’ !!
বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন দ্রাবিড়-
ভারতীয় দলের কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পরবর্তী গন্তব্য কি হতে চলেছে তা এখনও নিশ্চিত নয়। শনিবার কেনসিংটন ওভালের মাঠে দাঁড়িয়ে তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় মজা করে বলেছিলেন, “আগামী সপ্তাহ থেকে বেকার হয়ে পড়ছি। কোনো চাকরির সন্ধান রয়েছে?” আপাতত দেশে ফিরে পরিবারের সাথে ট্রফি জয়ের সেলিব্রেশন করবেন তিনি। তারপরেই সম্ভবত বেছে নেবেন পরবর্তো অ্যাসাইনমেন্ট। কেউ কেউ বলছেন যে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) দায়িত্বে ফিরতে পারেন তিনি। তবে আপাতত সেই পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। হায়দ্রাবাদের প্রাক্তনী ভালোই সামলাচ্ছেন দায়িত্ব। সেই পদে এখনি শূন্যস্থান তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে আইপিএলের (IPL) আসর দিয়েই তাঁর ক্রিকেটের দুনিয়ায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আইপিএলের আসরে কাজের অভিজ্ঞতা রয়েছে রাহুল দ্রাবিড়ের। এর আগে তিনি সামলেছেন রাজস্থান রয়্যালস (RR) ও দিল্লী ক্যাপিটালস (DC) শিবিরের দায়িত্ব। তবে ২০২৫-এর টুর্নামেন্টে বিশেষজ্ঞদের ধারণা তিনি ফিরতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। সতেরো মরসুম কেটে গেলেও আইপিএল ট্রফি জেতে নি উদ্যান নগরীর দল। গত বছর সঞ্জয় বাঙ্গারকে সরিয়ে হেড কোচের পদে আনা হয়েছিলো অ্যান্ডি ফ্লাওয়ারকে। খেতাব জেতাতে পারেন নি তিনিও। আগামী বছর যে সর্বস্ব দিয়ে ট্রফির জন্য ঝাঁপাতে চায় আরসিবি, তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। ব্যাটিং পরামর্শদাতার পদ থেকে শ্রীধরণ শ্রীরামকে সরিয়ে দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দায়িত্ব দেওয়া হয়েছে। মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স মরসুম শুরুর আগে বদল আনতে পারে হেড কোচের পদেও। ফ্লাওয়ারকে সরিয়ে দিয়ে বিরাট কোহলিদের হেডস্যর হিসেবে নিয়োগ করা হতে পারে দ্রাবিড়কে (Rahul Dravid)।