সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। পেশায় তিনি একজন দন্ত চিকিৎসক এবং একই সাথে একজন নৃত্যশিল্পী। নিজের ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি তিনি শেয়ার করেন সমাজমাধ্যমে। আবার কখনো নাচের ভিডিও বা কোনো মজার রিল ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ধনশ্রীর পোস্ট নিয়ে প্রায়ই জোর আলোচনা চলে সমাজমাধ্যমে। এতদিন কখনও তাঁর নাচের ভিডিও আবার কখনও স্টাইলিশ পোশাকআশাক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে বর্তমানে ৫.৭ মিলিয়ন ফলোয়ার ধনশ্রীর (Dhanashree Verma)। জনপ্রিয়তার নিরিখে তিনি পিছনে ফেলেছেন শার্দূল ঠাকুর, ঈশান কিষণের মত জাতীয় দলের বিখ্যাত ক্রিকেটারদেরও। ধনশ্রীর নাচের ভিডিও প্রায়ই ভাইরাল হয় অন্তর্জাল জগতে। কখনওসখনও তাঁর সাথে নাচের ছন্দে পা মেলাতে দেখা যায় ধনশ্রীর ক্রিকেটার স্বামী যুজবেন্দ্র চাহালকেও (Yuzvendra Chahal)। নাচের সূত্রেই আলাপ হয়েছিলো দুইজনের। একা চাহাল নয়, ভারতীয় দলের তারকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), মহম্মদ সিরাজদের সাথেও প্রায়শই ফ্রেমবন্দী হন তিনি। শ্রেয়সের সাথে তাঁর বন্ধুত্বের জন্য মাঝেমধ্যে ‘বক্রোক্তি’ও শুনতে হয় ধনশ্রীকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার আলোচনায় জায়গা করে নিলেন চাহাল-পত্নী। নেটিজেনদের কৌতূহলের কেন্দ্রে তাঁর হাতের একটি ট্যাটু।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
বিশ্বকাপে বাদ চাহাল, কিন্তু থাকছেন ধনশ্রী ভার্মা-

বড় টুর্নামেন্টে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বাদ দেওয়াই যেন এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে বাদ পড়েছিলেন। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পান নি চাহাল। ২০২৩ সালে এসেও এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হলো তাঁকে। স্পিন বিভাগে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং রবীন্দ্র জাদেজাকেই (Ravindra Jadeja) ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তৃতীয় স্পিনার হিসেবে দলের পছন্দ অক্ষর প্যাটেল। এশিয়া কাপে অক্ষর (Axar Patel) চোট পাওয়ায় বিশ্বকাপে বিকল্প হিসেবে রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin) সুযোগ দিয়ে দেখার কথাও ভেবেছেন কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু শিকে ছেঁড়ে নি চাহালের (Yuzvendra Chahal) ভাগ্যে।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
হরিয়ানার লেগস্পিনার বাদ পড়লেও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা (Dhanashree Verma) কিন্তু থাকছেন বিশ্বকাপে। বাইশ গজে নয়, বরং বিশ্বকাপের থিম সং-এ উপস্থিত রয়েছেন ধনশ্রী (Dhanashree Verma)। দিনকয়েক আগেই এবারের বিশ্বকাপের অ্যান্থেম ‘দিল জশন বোলে’ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। সঙ্গীত পরিচালক প্রীতম (Pritam) নির্মিত এই গানে গলা দিয়েছেন জোনিতা গান্ধী, নাকাশ আজিজ, আকাশ মিশ্র’রা। মিউজিক ভিডিও’তে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বলিউড তারকা রণবীর সিং (Ranveer Singh)। ভিডিওতে রণবীরের পাশেই গোলাপি পোশাকে নাচতে দেখা গিয়েছে ধনশ্রীকে।
‘প্রাক্তন’-এর ট্যাটু ধনশ্রীর হাতে-

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছিলেন ধনশ্রী ভার্মা (Dhanashree Verma)। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে সেগুলি। যথারীতি লাইক-কমেন্টের বন্যা ছবিগুলিতে। অনেকেই ধনশ্রীর ‘লুক’-এর প্রশংসা করেছেন। কিন্তু কৌতূহলী জনতার নজর আটকেছে তাঁর কবজির কাছে থাকা ট্যাটু’তে। নেটিজেনদের ধারণা ট্যাটুতে লেখা রয়েছে ‘মহেন্দ্র।’ কে এই মহেন্দ্র? জানতে চান অনুরাগীরা।
আগে একটি সাক্ষাৎকারে ধনশ্রী জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) প্রচণ্ড সম্মান করেন তিনি। তাহলে কি প্রাক্তন ভারত অধিনায়কের জন্যই ট্যাটু করিয়েছেন চাহালের স্ত্রী? মহেন্দ্র’র পরিচয় রহস্য সম্পূর্ণ উদঘাটিত না হলেও নেটমাধ্যমের ধারণা এই মহেন্দ্র আসলে ধনশ্রীর (Dhanashree Verma) প্রাক্তন প্রেমিক। তাঁর জন্যই এই ট্যাটু। তবে ভারতীয় ক্রিকেট তারকার সাথে ধনশ্রীর বিয়ে হয়েছে ২০২০ সালে। এতদিন পরেও রয়েছে ‘প্রাক্তন’-এর চিহ্ন? অবাক প্রশ্ন অনেকেরই।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur