Olympic Games: মিললো IOC’র ছাড়পত্র, ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তন ক্রিকেটের !! 1

Olympic Games: কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের পর অলিম্পিক-ক্রিকেটের ব্যপ্তি বাড়তে চলেছে আরও। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হতে চলেছে অলিম্পিক Olympic Games । ফরাসী দেশের দর্শকেরা বাইশ গজের লড়াই দেখার সুযোগ অবশ্য পাচ্ছেন না। খেলাধুলার ‘গ্রেটেস্ট শো’তে ক্রিকেট দেখতে হলে আরও কয়েকটা বছর ধৈর্য্য ধরতে হবে। ২০২৮-এ আমেরিকার লস অ্যাঞ্জেলিস (LA2028) অলিম্পিকে জায়গা করে দেওয়া হয়েছে ক্রিকেটকে। আজ ভারতের মুম্বই শহরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (IOC) একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিলো। সেখানে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। পুরুষ ও নারীদের ক্রিকেটের পাশাপাশি অলিম্পিকের অন্তর্ভুক্ত করা হয়েছে আরও চারটি খেলা। সেগুলি হলো- বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, লাক্রসঁ এবং স্কোয়াশ।

ক্রিকেটের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত লস অ্যাঞ্জেলিস লোকাল অর্গ্যানাইজিং কমিটির ডায়রেকটর নিকোলো কামপ্রিয়ানি (Niccolo Campriani)। তিনি জানান, “বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম খেলা ক্রিকেট। ২.৫ বিলিয়ন দর্শক এই খেলা উপভোগ করেন। ক্রিকেটকে অলিম্পিকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। কেউ কেউ ভাবতে পারেন কেনো লস অ্যাঞ্জেলিস? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার ঘটানোই লক্ষ্য। মেজর লীগ ক্রিকেটের আগমনে ক্রিকেটের পথচলা ইতিমধ্যেই শুরু হয়েছে চলতি বছরের গোড়ার দিকে। এই টুর্নামেন্ট যাবতীয় প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিলো। আগামী বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপও আয়োজিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।”

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

১২৮ বছর পর অলিম্পিকে ফিরলো ক্রিকেট-

Ind vs pak | Olympic Games | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

এর আগে অলিম্পিক গেমসের (Olympic Games) আসরে ক্রিকেট দেখা গিয়েছে মাত্র একবার। তাও আবার এক শতাব্দীরও বেশী সময় আগে। ১৯০০-এর প্যারিস গেমসে বাইশ গজের দ্বৈরথ অন্তর্ভুক্ত করা হয়েছিলো। সেইবার প্রতিযোগিয়তায় অংশ নিয়েছিলো মাত্র দুটি দেশ-আয়োজক ফ্রান্স এবং গ্রেট ব্রিটেন। একটি ম্যাচেই নির্ধারিত হয় ফলাফল। ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনার পদক জিতেছিলো গ্রেট ব্রিটেন। দুই ইনিংসে যথাক্রমে ৭৮ ও ২৬ রান করেও রূপো জিতেছিলো ফ্রান্স। এরপর অলিম্পিক থেকে বাদ পড়ে ক্রিকেট। আবার ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলিস (LA 2028) অলিম্পিকে ফেরানো হচ্ছে ক্রিকেটকে। আর অবশ্য টেস্ট ফর্ম্যাটে নয়, ক্রিকেট ফিরছে টি-২০ অবতারে।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে পুরুষ ও মহিলাদের ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকের আসরে। একটি নির্দিষ্ট কাট-অফ তারিখে টি-২০ র‍্যাঙ্কিং-এর ভিত্তিতেই বেছে নেওয়া হবে এই ছয় দলকে। গত শুক্রবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিলের স্পোর্টস ডিরেক্টর কিট ম্যাককোনেল (Kit McConell) অবশ্য জানিয়েছেন এই বিষয়ে কোনোরকম চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয় নি। দলগুলির অংশ নেওয়ার ব্যাপারে ২০২৫ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ক্রিকেটে ইংল্যান্ড, স্কটল্যান্ড আলাদাভাবে অংশ নিলেও অলিম্পিকে (Olympic Games)  তারা অংশ নেয় গ্রেট ব্রিটেন দল হিসেবে। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে সমস্যা আবার উলটো। জামাইকা, ত্রিনিদাদের মত দ্বীপরাষ্ট্র গুলি স্বতন্ত্র দল হিসেবে অংশ নেয়। সেক্ষেত্রে কি নিয়মে তাদের জায়গা দেওয়া হবে সেই নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে IOC-কে। হকিতে এখনও অবধি সোনার পদক জয়ের নিরিখে সবার উপরে রয়েছে ভারতের পুরুষ দল। ফুটবলে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে পদকের খুব কাছে গিয়েও ফিরতে হয়েছিলো খালি হাতে। ক্রিকেটে আসবে পদক? এখন থেকেই ২০২৮-এর অপেক্ষায় প্রহর গোণা শুরু করছেন ভারতের ক্রিকেটজনতা।

২০৩৬ সালে অলিম্পিক ভারতে-

Narendra Modi | Olympic Games | Image: Getty Images
Narendra Modi | Image: Getty Images

এর আগে ভারতে ১৯৫১ এবং ১৯৮২ সালে দুইবার এশিয়ান গেমস (Asian Games) হয়েছে, ২০১২ সালে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) হয়েছে, কিন্তু অলিম্পিক (Olympic Games) আয়োজনের স্বপ্ন পূরণ হয় নি আর। দীর্ঘ প্রতীক্ষার অবসান সম্ভবত ঘটতে চলেছে এইবার। ২০২৪ সালে প্যারিস , ২০২৮ সালে লস অ্যাঞ্জেলিস এবং ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসতে চলেছে অলিম্পিকের আসর। ভারত ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের প্রয়াস করবে। দিনকয়েক আগে এক বিবৃতিতে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশে অলিম্পিক আয়োজন “১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন” বলে জানিয়েছেন তিনি। দেশের কোন শহরকে অলিম্পিকের জন্য মনোনীত করা হবে তা অবশ্য জানান নি তিনি। তবে শোনা যাচ্ছে আহমেদাবাদকে সামনে রেখেই আবেদন করতে পারে ভারত।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *