WTC পয়েন্ট টেবিলে বড়সড় রদবদল, ইংল্যান্ডের জয়ে চাপে ভারত, সুবিধা পেয়ে গেলো পাকিস্তান !! 1

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শেষ হওয়ার পরেই ফোকাস সরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) দিকে। আগামী বছর লর্ডসের মাঠে ২০২৩-২৫ টেস্ট সাইকেলের ফাইনাল আয়োজিত হওয়ার কথা। খেতাবী যুদ্ধে পা রাখার দৌড়ে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত বেশ কিছু হেভিওয়েট দেশ। এর আগের দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলে জিতেছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সাদাম্পটন ও ওভালের বাইশ গজে দুইবারই বিজিতের তালিকায় নাম লিখিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তৃতীয় বার ফাইনালে পৌঁছে ট্রফি ছুঁয়ে দেখতে তাই মরিয়া রোহিত শর্মা’রা। ভারতের ফাইনালে পৌঁছানোর স্বপ্নে আচমকাই বাধা হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের বড় জয় কাঁটা ছড়ালো ‘মেন ইন ব্লু’র পথে।

Read More: “ওর সাথে আমার…” হার্দিকের সাথে সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অকপট রাশিয়ান অভিনেত্রী !!

অনেকখানি এগোলো ইংল্যান্ড-

England Test Team | WTC | Image: Getty Images
England Test Team | Image: Getty Images

অ্যাসেজে অস্ট্রেলিয়াকে হারাতে পারে নি ইংল্যান্ড। ২-২ ফলে ড্র হয়েছিলো সিরিজ। এরপর ভারতের মাটিতে এসেও ঘোর সমস্যার মধ্যে পড়তে হয়েছিলো বেন স্টোকসের (Ben Stokes) দলকে। প্রথম টেস্টে জিতলেও পরপর চারটি ম্যাচ হেরে মুখ থুবড়ে পড়েছিলো তারা। সমালোচনার মুখে পড়েছিলো তাদের ‘বাজবল’ স্ট্র্যাটেজি। টানা ব্যর্থতার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট তালিকায় নবম স্থানে তলিয়ে গিয়েছিলো তারা। ক্রমেই দূরে সরছিলো ফাইনাল খেলার স্বপ্ন। কিন্তু খাদের কিনার থেকে ঘুরে দাঁড়ালেন বেন স্টোকস, জো রুট’রা (Joe Root)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ’কে হোয়াইট ওয়াশ করে লাইফলাইন খুঁজে পেলেন তাঁরা।

তিন টেস্টের সিরিজে কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারে নি ওয়েস্ট ইন্ডিজ। লর্ডসে প্রথম টেস্ট ম্যাচটিতে ইনিংস ও ১১৪ রানের ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। ক্রিকেটের মক্কা’য় বাইশ গজ’কে বিদায় জানান কিংবদন্তি জেমস অ্যান্ডারসন (James Anderson)। দ্বিতীয় টেস্ট ম্যাচটিতেও দাপট বজায় রাখেন জো রুট, হ্যারি ব্রুক’রা (Harry Brook)। নটিংহ্যামে ২৪১ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেন তাঁরা। আর এজবাস্টনে তৃতীয় টেস্টটিতে মার্ক উডের (Mark Wood) আগুনে বোলিং-এর শিকার হয়ে ওয়েস্ট ইন্ডিজ হারলো ১০ উইকেটের ব্যবধানে। ৩-০ ফলে সিরিজ জিতে একলাফে তিন ধাপ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। আপাতত তারা রয়েছে ষষ্ঠ স্থানে।

দেখে নিন বর্তমান WTC পয়েন্ট টেবিল-

WTC Table | Image: Twitter
WTC Table | Image: Twitter

চাপ বাড়লো ভারতের, পাকিস্তানের জন্য আশার আলো-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ইংল্যান্ডের দুর্দান্ত জয়ে আশার আলো দেখছে পাকিস্তান দল। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় তারা রয়েছে পঞ্চম স্থানে। সামনে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বাবর আজমদের (Babar Azam)। অপেক্ষাকৃত দুর্বল এই দুই দলের বিরুদ্ধে প্রতিটি টেস্ট জিতলে বেশ কয়েকধাপ পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে পারে পাক শিবির। তবে অস্বস্তির কাঁটাও রয়েছে তাদের জন্য। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখিও হতে হবে তাদের। বেন স্টোকস, এইডেন মার্করামদের বিরুদ্ধে সহজ হবে না পরীক্ষা।

আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ইংল্যান্ডের সাফল্যে চিন্তা বেড়েছে ভারতের সামনে। আগামী কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে ‘মেন ইন ব্লু’র। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। টাইগার্সদের বিরুদ্ধে জয় আশা করছে দল। তবে এরপর রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ। দুই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পা পিছলে গেলেও শীর্ষস্থান খোয়াতে হতে পারে টিম ইন্ডিয়াকে (Team India)। সেক্ষেত্রে পয়েন্ট তালিকার মগডালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। পিছন থেকে উঠে এসে দ্বিতীয় স্থান দখল করতে পারে নিউজিল্যান্ড বা ইংল্যান্ড’ও। তখন টানা তৃতীয় ফাইনাল খেলার স্বপ্ন ভাঙবে ভারতের।

Also Read: IND vs SL: “নেটেই খেলতে হত…” যশস্বী জয়সওয়ালের দিকে কটাক্ষের তীর ছুঁড়লেন আশিষ নেহরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *