Virat Kohli

T20 World Cup 2024: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপর শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় লীগ আইপিএল (IPL 2024)। আসন্ন আইপিএল হতে চলেছে জমজমাট। কারণ এই আইপিএলের উপরেই ভিত্তি করে গঠন করা হবে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড। বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলে দীর্ঘ ১৪ মাস পর কামব্যাক করেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)। তবে আসন্ন T20 বিশ্বকাপে কোহলির সঙ্গে চক্রান্ত করছেন রোহিত শর্মা।

T20 বিশ্বকাপে সুযোগ পাচ্ছেন না বিরাট

Virat kohli, t20 world cup 2024
Virat Kohli | Image: Getty Images

বিরাট আর রোহিত প্রায় একই বয়সী, তবে দুজনের ফিটনেস লেভেল ভিন্ন ধরনের। রোহিতের তুলনায় বিরাট অনেক ফিট পাশাপশি তিনি যে ধরণের ফর্মে রয়েছেন তাতে আসন্ন T20 বিশ্বকাপে (T20 World Cup 2024) তাকে দেখা যাবে। পাশাপাশি, সদ্য সমাপ্ত হওয়া ভারত-ইংল্যাড (IND vs ENG) টেস্ট সিরিজ চলাকালীন বোর্ড সচিব জয় শাহ ঘোষণা করেন যে রোহিত শর্মা (Rohit Sharma) ভারতীয় দলকে আসন্ন বিশ্বকাপে নেতৃত্ব দিতে চলেছেন। অন্যদিকে চমকে দিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) বাদ পড়ার গুঞ্জন।

সংবাদমাধ্যম সূত্রে খবর যে ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে বিরাট (Virat Kohli) সমস্যায় পড়তে পারেন মনে করে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। তবে, বিশ্বকাপের রাজা হলেন বিরাট ভারতে অনুষ্ঠিত হওয়া ক্রিকেট বিশ্বকাপে কিং কোহলি টুর্নামেন্টের সর্বাধিক রানটি বানান এবং টুর্নামেন্টের সেরা হয়ে ওঠেন। অন্যদিকে T20 ফরম্যাটের বিশ্বকাপে কোহলি হলেন ভারতের সর্বেসর্বা। ২০১০ T20 বিশ্বকাপে প্রথম খেলার সুযোগ আসেন বিরাটের কাছে, এই ধরে মোট ৬ বার টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিরাট এবং ২৫ ইনিংসে তার সংগ্রহ ১১৪১। ১৪ বার অর্ধশতাধিক রান বানিয়েছেন এবং তার গড় ৮১.৬০।

রোহিতের থেকে বিরাট বেশি যোগ্য

Virat kohli and rohit sharma
Virat Kohli and Rohit Sharma | Image: Getty Images

২০২৪-এর T20 বিশ্বকাপকে (T20 World Cup 2024) মাথায় রেখে জানুয়ারিতে আফগানিস্তান সিরিজে কোহলিকে ফেরানো হলেও ব্যাট হাতে তুলনামূলক ব্যার্থ হন বিরাট। ৩ ম্যাচের সিরিজে দুটি ম্যাচ খেলেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে করেন ১৬ বলে ২৯, অপরটিতে ১ বলে ০ রান করে ফেরেন সাজঘরে। তবে T20 ফরম্যাটে কোহলি এক অন্য ধাঁচের প্লেয়ার। ভারতের হয়ে ১১৭ T20 ম্যাচে কোহলি ৫১.৮ গড়ে ৪০৩৭ রান বানিয়েছেন যেটি এই ফরম্যাটে সর্বাধিক। অন্যদিকে রোহিত ১৫১ ম্যাচ খেলেছেন ৩১.২৯ গড়ে ৩৯৭৪ রান বানিয়েছেন।

গত কয়েক আইপিএল সিজিনে রোহিতের ব্যাট হাতে পারফরমেন্সের উপর প্রভাব দেখা গিয়েছে। ২০২১ আইপিএলে ২৯ গড়ে ৩৮১ রান বানিয়েছেন, ২০২২ সালে ১৯ গড়ে ২৬৮ বানিয়েছেন এবং ২০২৩ সালে ২০ গড়ে ৩৩২ রান বানিয়েছেন। যেখানে বিরাটের কথা বলতে গেলে গত সিজিনে ৩ বার শতরান সহ ৫৩ গড়ে ৬৩৯ রান করেছেন এবং বর্তমানে বেশ দারুন ছন্দে রয়েছেন যে কারণে তাকে দল থেকে উপেক্ষা করাটা সহজ হবে না।

আরও পড়ুন | World Cup 2024: আউট বিরাট কোহলি, ফাঁস হলো বিশ্বকাপের ফাইনাল একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *