ind-probable-xi-in-t20-world-cup-2024, t20 world cup 2024
Team India | Image: Getty Images

নতুন বছর শুরু থেকেই ক্রিকেটজনতা অধীর আগ্রহে চেয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দিকে। আইসিসি ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসে শুরু হওয়ার কথা কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ। প্রায় ছয় মাস আগেই সূচি ঘোষণা করে দিয়েছে ক্রিকেট নিয়ামক সংস্থা। প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না তারা। এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র থাকছে যৌথ আয়োজক হিসেবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সাতটি ভেন্যু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও টেক্সাসকে বেছে নেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপের জন্য। এবার নতুন ফর্ম্যাটে ফিরতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে হচ্ছে ২০। ২০১৩ সালের পর থেকে আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় সাফল্য পায় নি ভারত। এগারো বছরের ব্যর্থতা’কে পিছনে ফেলে এবার খেতাবকে ‘পাখির চোখ’ করছে দল।

আইসিসি জানুয়ারি মাসে যে সূচি ও গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে তা অনুযায়ী ভারতের জায়গা হয়েছে গ্রুপ-এ’তে। গ্রুপে আয়ারল্যান্ড, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সহ-আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা’র বিরুদ্ধে ম্যাচ খেলবে তারা। টি-২০ বিশ্বকাপকে (T20 World Cup 2024) সামনে রেখে গত দেড়-দুই বছরে প্রস্তুতি চালিয়েছে ‘মেন ইন ব্লু।’ সিনিয়র ক্রিকেটারদের বাইরে রেখে একঝাঁক তরুণ তুর্কিকে দেখে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। আসন্ন টুর্নামেন্ট বড় পরীক্ষা হতে চলেছে তাঁদের জন্য। আশা করা হচ্ছে যে তারুণ্যের সাথে অভিজ্ঞতার মিশেলেই দল গড়তে চলেছে বিসিসিআই। অধিনায়ক যে রোহিত শর্মা থাকছেন, তা নিশ্চিত করেছেন জয় শাহ (Jay Shah)। আর কারা স্কোয়াডে থাকবেন সে সম্পর্কে নিশ্চয়তা মেলে নি এখনও। তবে চমকে দিয়েছে বিরাট কোহলির (Virat Kohli) বাদ পড়ার গুঞ্জন।

Read More: “ব্রেট লি’র বিরুদ্ধে…” রাজনীতির মঞ্চে পা দিতেই ইউসুফ পাঠানকে সতর্ক করলেন সৌরভ !!

টি-২০ বিশ্বকাপের বাইরে থাকতে পারেন বিরাট-

Virat Kohli | T20 World Cup 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে মোট ছয়বার টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। খেলেছেন ২৫ ইনিংস। তাঁর মোট রান সংখ্যা ১১৪১। রয়েছে ১৪টি অর্ধশতক। ব্যাটিং গড় ৮১.৫০। ছয়বারের মধ্যে চার বার (২০১২, ২০১৪, ২০১৬, ২০২২) তিনি টিম ইন্ডিয়ার (Team India) সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। খেতাব জয়ের স্বপ্ন পূরণ হয় নি তাঁর। তবে একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অবিশ্বাস্য পরিসংখ্যান সত্ত্বেও সেই বিরাট কোহলিকেই (Virat Kohli) নাকি স্কোয়াডের বাইরে রাখার পরিকল্পনা করছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। এমনই এক খবর এখন ভাসছে ভারতের ক্রিকেটমহলে। এই তথ্য সামনে আসার পরেই তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) পর আন্তর্জাতিক কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট (Virat Kohli)। টেস্ট, ওয়ান ডে খেললেও প্রায় ১৪ মাস তাঁকে দেখা যায় নি টি-২০’র বাইশ গজে। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখেই জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফেরানো হয়েছিলো তাঁকে। তিন ম্যাচের সিরিজে দুটি ম্যাচ খেলেন তিনি। একটিতে করেন ১৬ বলে ২৯, অপরটিতে ১ বলে ০ রান করে ফেরেন সাজঘরে। মহম্মদ নবি, গুলবদিন নাইবদের বিরুদ্ধে রান না পাওয়াই সম্ভবত বিপক্ষে যাচ্ছে তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্রে এমনিতেই কোহলির টি-২০ রেকর্ড বিশেষ ভালো নয়। ৪ ম্যাচে করেছেন ৬৩ রান। গড় ২১। এছাড়াও সংবাদমাধ্যম সূত্রে খবর যে ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে বিরাট (Virat Kohli) সমস্যায় পড়তে পারেন মনে করে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।

কেমন হতে পারে বিরাট-বিহীন একাদশ-

Indian Cricket Team | T20 World Cup 2024 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

কোহলি না খেললে কেমন হতে পারে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় একাদশে? প্রশ্নের খুঁজতে ব্যস্ত ক্রিকেটমহল। মনে করা হচ্ছে  ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) সঙ্গী হতে পারেন তরুণ যশস্বী জয়সওয়াল। তিন নম্বরে বিরাটের শূন্যস্থান পূরণ করতে দেখা যাবে সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav)। আপাতত চোটের কারণে বাইরে থাকলেও টি-২০ বিশ্বকাপের আগে ফিট হয়ে যাওয়ার কথা তাঁর। চার নম্বরের দৌড়ে রয়েছেন তিলক বর্মা ও শিবম দুবে (Shivam Dube)। আইপিএল পারফর্ম্যান্স বড় ভূমিকা নিতে পারে এক্ষেত্রে। চোট সারিয়ে মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাঁচে খেলতে পারেন তিনি। ছয়ে ‘ফিনিশার’ হিসেবে থাকতে পারেন রিঙ্কু সিং (Rinku Singh)। সাতে উইকেটরক্ষক হিসেবে খেলার সম্ভাবনা জিতেশ শর্মা’র। দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন এমনকি ঋষভ পন্থ’ও।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে দুই স্পিনার ও দুই বিশেষজ্ঞ পেসার সঙ্গে নিয়ে মাঠে নামতে পারে ভারত। বাড়তি বোলিং বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও শিবম দুবে’কে (Shivam Dube)। স্পিন বিভাগে ভারতীয় শিবিরের পছন্দের তালিকায় শীর্ষে থাকবেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)। স্কোয়াডে অতিরিক্ত স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা আমেরিকা-গামী বিমানে ওঠার সুযোগ কম যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal)। এছাড়া একাদশে পেসার হিসেবে জায়গা নিশ্চিত জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah)। দ্বিতীয় ফাস্ট বোলার হওয়ার দৌড়ে থাকছেন আর্শদীপ সিং ও মহম্মদ সিরাজ।

এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা/শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা/সঞ্জু স্যামসন/ ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ/আর্শদীপ সিং।

Also Read: T20 World Cup 2024: পায়ের মাটি সরে গেল টিম ইন্ডিয়ার, শামির টি-২০ বিশ্বকাপ থেকে আউট এই তারকা পেসার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *