BCCI’এর জন্য দোস্তি-দূষমানিতে বদলে দিলো এই জুটি, বন্ধুত্ব হলো শেষ !! 1

BCCI: আজ থেকে শুরু হতে চলেছে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ভারতীয় দলের কথা বলতে গেলে, সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করার পর টিম ইন্ডিয়ার পরবর্তী টার্গেট ২০২৬ সালের বিশ্বকাপের জন্য নতুন দল গঠন। ভারতীয় দলের দায়িত্ব সামলাতে দেখা যাচ্ছে শুভমান গিলকে (Shubman Gill)। গিলকে দলের বড় দায়িত্ব দিলেও ভারতীয় দলের আর এক তরুণ খেলোয়াড় অর্থাৎ ঈশান কিষান (Ishan Kishan) এখনও দলে সুযোগ পেলেন না।

ঈশান কিষানকে সুযোগ দিলো না BCCI

Ishan Kishan, bcci
Ishan Kishan | Image: Getty Images

শুভমান গিলের খুবই কাছের বন্ধু হলেন ঈশান কিষান (Ishan Kishan)। তবে, বিসিসিআইয়ের (BCCI) নিয়ম ভঙ্গের জন্য আপাতত দলের বাইরে রয়েছেন ঈশান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন তবে তিনি বিশ্রাম চেয়েছিলেন। অন্যদিকে, প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারত ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ চলাকালীন জানিয়েছিলেন ঈশান নাকি বিসিসিআইকে (BCCI) জানান নি তিনি আদেও নির্বাচনের জন্য উপলব্ধ কিনা।

Read More: ভাগ্য খুললো না রিংকু সিংয়ের, জিম্বাবুয়ের বিরুদ্ধে দলে এন্ট্রি নিচ্ছেন ওপর এক KKR তারকা !!

বিশ্বকাপ জয়ের পর তরুণদের নিয়ে দল বানালেও ঈশানকে (Ishan Kishan) পরিবর্তন করে দলে ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) সুযোগ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হলেও তিনি তার প্রিয় বন্ধু ঈশান কিষানকে কোন সুযোগ দিলেন না। জানা গিয়েছে, ঈশানের পরিবর্তে শুভমান দলে অভিষেক শর্মাকে রাখতে চেয়েছিলেন। গিলের এইরূপ ব্যাবহারের পর গিল ও ইশানের সম্পর্ক এবার যাবে ভেস্তে।

ঈশান কিষানের ক্যারিয়ার

Ishan Kishan,bcci
Ishan Kishan | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে ঈশান কিষান একসময়ে তিন ফরম্যাটের প্লেয়ার ছিলেন। আইপিএলের মঞ্চেও বেশ ভালো প্রদর্শন করেছিলেন ঈশান। দলের হয়ে ২ ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৭৮ গড়ে ৭৮ রান বানিয়েছেন, ২৭ ওডিআই ম্যাচে ৪২.৪১ গড়ে ও ১০২.১৯ স্ট্রাইক রেটে ৭বার অর্ধশতরান ও ১ বার শতরান সহ ৯৩৩ রান বানিয়েছেন। পাশাপশি ৩২ টি-টোয়েন্টি ম্যাচে ২৫.৬৮ গড়ে ও ১২৪.৩৮ স্ট্রাইক রেটে তিনি ৭৯৬ রান বানিয়েছেন।

Read Also: SL vs IND: দায়িত্বে নতুন অধিনায়ক, শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে দলগঠনে চমক BCCI-এর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *