ভারতীয় ওডিআই দলের গুরু দায়িত্ব পাচ্ছেন শুভমান গিল (Shubman Gill) এমনটাই খবর প্রকাশ্যে এসেছে সমাজ মাধ্যমে। কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শুভমান। তার নেতৃত্বে ভারত ৪-১ ব্যবধানে জিম্বাবুয়েকে পরাস্ত করেছে। তরুণ দল নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভের পর এবার ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হলো শ্রীলংকার বিরুদ্ধে সাদা বলের ফরম্যাটে নিজেদের জয়-জয়াকার বজায় রাখার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে (ওডিআই ফরম্যাট) ব্যাক্তিগত কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
শ্রীলংকা সিরিজে বড় দায়িত্ব পালন গিল
অন্যদিকে বিসিসিআই ভারতীয় দলের দুই কিংবদন্তি প্লেয়ার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাটকে (Virat Kohli) বিশ্রাম দিয়েছে এবং মুখ্য পেসার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার আগে বিশ্রাম দিয়েছে। রোহিত, বিরাট ও হার্দিককে বাদ দিয়ে আপাতত ওডিআই দলে সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন কেএল রাহুল (KL Rahul) ও শুভমান গিল (Shubman Gill)। ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুল ও গিলকে শ্রীলঙ্কা সিরিজের জন্য দলের লিডারশিপ গ্রপের ভিতর শামিল করেছে।
Read More: ছুটি মঞ্জুর হলো না রোহিত-বিরাটের, গম্ভীরের জেদের বসেই দুই কিংবদন্তিকে খেলতে হবে শ্রীলঙ্কা সিরিজ !!
ওডিআই বিশ্বকাপের সময় বোলিং করতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তৎকালীন সময়ে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। হার্দিক চোট পাওয়ার পর, দলের সহ অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল কেএল রাহুলের (KL Rahul) উপর। তাছাড়া, বিশ্বকাপের পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচের ওডিআই সিরিজ খেলেছে, যেখানে ভারতীয় দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রাহুলের হাতেই। তার নেতৃত্বে ভারত ২-১ ব্যবধানে প্রোটিয়া’দের পরাস্ত করতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া। কেএল রাহুল এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জয় করেছেন গিল
অন্যদিকে শুভমান গিলের (Shubman Gill) কথা বলতে গেলে তিনি তার ছোট ক্যারিয়ারেই ওডিআই ফরমেটে অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন। গত বছর এই ফরম্যাটে স্বপ্নের ফর্মে ছিলেন গিল এমনকি সর্বাধিক রান তিনিই বানিয়ে ছিলেন। এই ফরম্যাটে শুভমান ৪৪টি ম্যাচে ৬১.৪ গড়ে ও ১০৩.৫ স্ট্রাইক রেটে ২২৭১ রান বানিয়েছেন এবং আইসিসি রাঙ্কিং অনুযায়ী এই ফরম্যাটে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমান। আইপিএল এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে তার অধিনায়কত্বে বেশ খুশি হয়েছে বিসিসিআই তাই তার উপর গুরুদায়িত্ব তুলে দিল বিসিসিআই।