azam-khan-flouts-icc-rules-in-t20-game

বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানী তরুণ ক্রিকেটার আজম খান (Azam Khan)। সদ্যসমাপ্ত বিশ্বকাপে পাক দলে সুযোগ পান নি তিনি। প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার মঈণ খানের পুত্র সিনিয়র জাতীয় দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্য নিয়ে এখন ঘরোয়া ক্রিকেট খেলতে ব্যস্ত। গতকাল পাকিস্তানের জাতীয় টি-২০ প্রতিযোগিতায় লাহোর ব্লুজ (Lahore Blues) দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিলো করাচী হোয়াইটস (Karachi Whites)। বিশেষ সাফল্য পান নি। ৩১ বলে করেন ৩৫ রান। কিন্তু সকলের নজর কেড়ে নিলো তাঁর ব্যাট’টি। চলতি প্যালেস্তাইন-ইজরায়েল সংঘর্ষে সরাসরি প্যালেস্তাইনের পাশে দাঁড়ালেন পাক তারকা। ব্যাটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে মাঠে নামেন তিনি।

Read More: IPL 2024: শেষ মুহূর্তের দলবদলে চমকে দিলো বেঙ্গালুরু, ছিনিয়ে নিলো এই দুর্দান্ত অলরাউন্ডারকে !!

ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র স্পষ্ট নীতি রয়েছে যে মাঠে জার্সি বা অন্যান্য ক্রীড়া সরঞ্জামে কোনো রকম রাজনৈতিক বা ধর্মীয় বার্তা প্রচার করা যাবে না। এর আগে ২০১৯ বিশ্বকাপ চলাকালীন টিম ইন্ডিয়া উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজের দস্তানায় ভারতের প্যারা স্পেশ্যাল ফোর্সের ‘বলিদান’ ব্যাজ লাগানোয় পড়েছিলেন আইসিসি’র রোষে। তাঁকে দস্তানা বদলে ফেলতে বাধ্য করা হয়। ব্যাটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে বিপাকে পড়েছেন আজম খান’ও (Azam Khan)। মাঠে উপস্থিত আম্পায়ার তাঁকে ব্যাট বদল করতে বললেও তাতে কান দেন নি আজম।

গত দুই ম্যাচেও এভাবেই ব্যাটে প্যালেস্তাইনের পতাকা লাগিয়ে খেলে এসেছেন আজম খান (Azam Khan)। কোনো ব্যবস্থা নেওয়া হয় নি তাঁর বিরুদ্ধে। আইসিসি’র কোড অফ কন্ডাক্ট যদিও বলছে দেশের ঘরোয়া লীগেও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়মাবলী মেনে চলতেই হয়। আজম খানের (Azam Khan) ব্যাটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নড়েচড়ে বসে পাকিস্তান বোর্ড। পিসিবি’র তরফে তাঁকে সতর্ক করা হয়েছে। একই সাথে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা’ও দিতে হয়েছে তরুণ ক্রিকেটারকে। জানানো হয়েছে যে ভবিষ্যতে যদি ফের এমনটা করেন তিনি, তাহলে নির্বাসিত করা হতে পারে আজম খান’কে। প্রসঙ্গত বিশ্বকাপ চলাকালীন প্রকাশ্যেই প্যালেস্তাইনের সমর্থনে মন্তব্য করতে শোনা গিয়েছিলো একাধিক পাক খেলোয়াড়কে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে গাজা’র শরণার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)।

Also Read: IPL 2024: রোহিত শর্মার উপরেই গুরু দায়িত্ব দিয়ে আসন্ন আইপিএলে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স, ঘরে ফিরলেন পান্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *