ayushmann-in-sourav-ganguly-biopic

মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজহারউদ্দীন, শচীন তেন্ডুলকর- ভারতীয় দলের এই তারকাদের জীবন ইতিমধ্যেই ফুটে উঠেছে সেলুলয়েডের পর্দায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম’ও। বেহালার বাঁ-হাতির ক্রিকেট জীবন, কেরিয়ারের ওঠাপড়া, প্রথমবার ১৯৯২ সালে সুযোগ পেয়েও হৃদয় ভাঙা, তারপর ১৯৯৬ এর সেই মহাকাব্যিক কামব্যাক সবই জায়গা পেতে চলেছে চলচ্চিত্রে। লর্ডসের মাঠে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে জামা ওড়ানো হোক বা ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠা, সবই থাকবে এই ফিল্মে। গ্রেগ চ্যাপেল (Greg Chappell) পর্ব, বাদ পড়েও দক্ষিণ আফ্রিকার বিপদসঙ্কুল পিচে সিঙ্ঘের ডেরায় বাংলার বাঘের হুঙ্কার ফিরে দেখার আরও একটা সুযোগ আসতে চলেছে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সৌরভ (Sourav Ganguly) ভক্তদের কাছে।

২০২২ সাল থেকেই কথাবার্তা চলছিলো বাংলার মহারাজের বায়োপিক নিয়ে। সৌরভ নিজেই জানিয়েছিলেন সেই কথা। জানা যায় ‘লাভ রঞ্জন ফিল্মস’-এর সাথে চুক্তি হয়েছে সৌরভের (Sourav Ganguly)। তাদের নির্দেশনাতেই তৈরু হতে চলেছে বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় আইকনের জীবনকাহিনী। বায়োপিকের স্ক্রিপ্ট তৈরির প্রতিটি অংশের সাথে সরাসরি জড়িয়ে ছিলেন মহারাজ। নিজে বারবার মুম্বই উড়ে গিয়েছিলেন চিত্রনাট্য পড়ে দেখার জন্য। প্রয়োজনীয় কাটছাঁট বা কিছু যোগ করার কাজ’ও করেছিলেন নিজেই। সাংবাদিকদের জানিয়েছিলেন যে চিত্রনাট্য নির্মাণের কাজ প্রায় শেষের পথে। ধোনির চরিত্রে অভিনয় করে বিপুল তারিফ কুড়িয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, আজহারউদ্দীনের চরিত্রে ছিলেন ইমরান হাসমি। সৌরভকে (Sourav Ganguly) চলচ্চিত্রে কে ফুটিয়ে তোলেন, তা নিয়ে আগ্রহ ছিলো অনুরাগীদের মধ্যে। ২০২৪-এর গোড়ায় সেই জল্পনারও উত্তর মিললো।

Read More: বিগ ব্যাশের ম্যাচে তুলকালাম ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথের, বচসা গড়ালো হাতাহাতিতে !!

সৌরভের চরিত্রে থাকছেন আয়ুষ্মান-

Ayushmann Khurrana | Image: Twitter
Ayushmann Khurrana | Image: Twitter

বায়োপিকের ঘোষণা করার পর সৌরভ (Sourav Ganguly) জানিয়েছিলেন নিজের চরিত্রে তাঁর পছন্দ হৃত্বিক রোশন’কে। পরে শোনা গিয়েছিলো রনবীর কাপুরের (Ranbir Kapoor) নাম। লাভ রঞ্জনের ব্যানারে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমায় অভিনয়ের পর সৌরভের বায়োপিকের প্রজেক্টে হাত দেবেন রনবীর। টিনসেল টাউনের গুজব ছিলো এমনটাই। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার প্রমোশনের জন্য কলকাতা এসে সৌরভের (Sourav Ganguly) সাথে সাক্ষাৎ’ও করেন রনবীর। ইডেন গার্ডেন্সে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ’ও খেলেন। এরপরেই বাংলার ক্রিকেট নক্ষত্রের ভূমিকায় তাঁর অভিনয়ের সম্ভাবনা জোরালো হয়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রনবীরের (Ranbir Kapoor) সাম্প্রতিকতম ছবি ‘অ্যানিম্যাল’ বেশ জনপ্রিয় হয়েছে। নানান বিতর্কেও জড়িয়েছে ছবিটি। এরপর রামায়ণ, অ্যানিম্যাল পার্ক, ব্রহ্মাস্ত্র ২ ও ৩-এর কাজে ব্যস্ত থাকবেন অভিনেতা। ফলে সৌরভের বায়োপিকে তাঁর অভিনয় করার সম্ভাবনা নেই। প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিকে বলিউডের কোনো নামী মুখকেই চেয়েছিলেন নির্মাতারা। তাঁরা বেছে নিয়েছেন আয়ুষ্মান খুরানা’কে (Ayushmann Khurrana)। বর্তমানে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনয় আয়ূষ্মান। ভিকি ডোনর, বাধাই হো, অন্ধাধুন-এর মত সিনেমায় অভিনয় করে তিনি তারিফ কুড়িয়েছেন। জিতেছেন বহু পুরষ্কার’ও।

সৌরভের বায়োপিকে আয়ুষ্মানের (Ayushmann Khurrana) আগমন যে ছবিকে সমৃদ্ধ করবে, সেই বিষয়ে নিশ্চিত সকলেই। পরিচালক কে হবেন, সেই নিয়েও তথ্য পাওয়া গিয়েছে সম্প্রতি। প্রথমে সৃজিত মুখোপাধ্যায়ের নাম শোনা গেলেও, পরে বিক্রমাদিত্য মোতওয়ানেকে (Vikramaditya Motwane) চূড়ান্ত করেছেন নির্মাতা’রা। সিনেমা ও ওয়েব সিরিজ-দুই মাধ্যমেই অবাধ যাতায়াত বিক্রমাদিত্যের। লুটেরা, ট্র্যাপড, ভবেশ যোশীঃ সুপারহিরো’র মত সিনেমা পরিচালনা করেছেন তিনি। লেখক হিসেবে কাজ করেছেন ‘ক্যুইন’, ‘মাসান’, উড়তা পাঞ্জাব’-এর মত ছবিতে। ‘স্যাক্রেড গেমস’, ‘জুবিলি’র মত ওয়েব সিরিজ’ও তৈরি করেছেন তিনি। সৌরভের (Sourav Ganguly) বায়োপিকে আয়ুষ্মান-বিক্রমাদিত্যের জুটি কেমন কাজ করেন, সেইদিকেই এখন তাকিয়ে সকলে।

Also Read: এই তরুণ খেলোয়াড়রা করবেন ভারতের নাম উজ্জ্বল, বড় ভবিষ্যদ্বাণী করলেন Sourav Ganguly !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *