আইপিএলের মঞ্চ কাঁপিয়ে এবার বলিউডে এন্ট্রি নিচ্ছেন আন্দ্রে রাসেল, সুন্দরী অভিনেত্রীদের সাথে দোলাবেন কোমর !! 1

আইপিএলের (IPL) দুনিয়ায় পরিচিত মুখ আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান ক্রিকেটার প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) আঙিনায় পা রেখেছিলেন ২০১২ সালে। দিল্লী ডেয়ারডেভিলস জার্সিতে শুরুটা করেছিলেন তিনি। প্রথম দুই মরসুম চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। রাসেলকে আর রিটেন করে নি দিল্লী। ২০১৪ সালের নিলামে মাত্র ৬০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR)। বেগুনি-সোনালী জার্সিতেই যেন নিজের সোনালী সময় খুঁজে পান তিনি। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন দলের সদস্য হন তিনি। যদিও খেলেছিলেন কেবল দুটো ম্যাচ। এরপর অবশ্য দেখতে দেখতে গত এক দশকে কলকাতা ফ্র্যাঞ্চাইজির সাথেই সমার্থক হয়ে গিয়েছেন তিনি।

২০১৪ থেকে ২০২৪-আইপিএলে (IPL) নিয়মিত খেলেছেন তিনি। ক্যারিবিয়ান তরুণ থেকে হয়ে উঠেছেন টি-২০’র সুপারস্টার। লক্ষ্য যতই কঠিন হোক, ব্যাট হাতে রাসেল মাঠে নামা মানে সম্ভব অসম্ভব’ও। চেন্নাই সুপার কিংস হোক বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-প্রতিপক্ষ বোলারের গায়ে জার্সি যে রঙেরই হোক, রাসেল (Andre Russell) বহুবার অনায়াস দক্ষতায় তাঁদের আছড়ে ফেলেছেন গ্যালারিতে। আজ আইপিএলে ১৩ মরসুম কাটিয়ে ফেলার পর ১২১ ম্যাচে তাঁর রান সংখ্যা ২৪৪১। ব্যাটিং গড় প্রায় ৩০। স্ট্রাইক রেট ১৮০’র কাছাকাছি। অভাবনীয় বললেও হয়ত ব্যাখ্যা করা যাবে না এহেন পরিসংখ্যান। সাথে সাথে বল হাতেও তিনি কার্যকরী। ১২১ ম্যাচে ১০৫ উইকেটের মালিক তিনি।

Read More: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

নায়ক অবতারে ধরা দিচ্ছেন রাসেল-

Andre Russell | Image: Getty Images
Andre Russel | Image: Getty Images

ক্রিকেটের পাশাপাশি সঙ্গীতের শখ’ও রয়েছে আন্দ্রে’র (Andre Russell)। কেবল গান শোনা নয়, গান গাইতেও রীতিমত ভালোবাসেন তিনি। সংগীতশিল্পী ‘দ্রে রাস’ নামে নিজের পরিচয় দেন রাসেল। তাঁর স্যুইটহার্ট, গিভ থ্যাঙ্কস, সোয়েট হোয়াইন, লাভ টুনাইটের মত বেশ কিছু গান রয়েছে বিভিন্ন প্রথমসারির মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। আইপিএলের (IPL) সুবাদে ভারত যে এমনিতেই তাঁর দ্বিতীয় বাড়ি হয়ে উঠেছে তা এর আগে বহু সাক্ষাৎকারে বলেছেন রাসেল (Andre Russell)। এবার নিজের ‘সেকেন্ড হোম’-এ ক্রিকেটের পাশাপাশি নিজের গানের কেরিয়ারের পরিধিও বিস্তার করতে চলেছেন তিনি। ‘লড়কি তু কামাল’ কি নামে একটি গান গেয়েছেন রাসেল। তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী পলক্‌ মুচ্ছল’ও (Palak Muchhal)।

পলাশ মুচ্ছল (Palash Muchhal) নির্দেশিত ও সুরারোপিত মিউজিক ভিডিওতে শুরু গান গেয়েই ক্ষান্ত থাকেন নি আন্দ্রে রাসেল (Andre Russell)। তিনি অভিনয়ও করেছেন এই ভিডিও’তে। সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই। যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেখানেও কালো ভেস্ট, সাদা শার্টে দেখা যাচ্ছে রাসেলকেই। চোখে সানগ্লাস লাগিয়ে নায়কের ভঙ্গিতেই পোজ দিচ্ছেন তিনি। নীল শাড়িতে তাঁর পাশে দাঁড়িয়ে মিউজিক ভিডিও’র নায়িকা আভিকা গোর (Avika Gor)। মে মাসের ৯ তারিখ এই মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার কথা। পূর্বে আরেক ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো’র চ্যাম্পিয়ন গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলো। রাসেল সেই শৃঙ্গ ছুঁতে পারেন কিনা, নজর থাকবে।

দেখে নিন সেই পোস্টার’টি-

Also Read: পাঞ্জাবের বিরুদ্ধে হারতেই প্লে অফ থেকে ছিটকে গেল CSK, এই খেলোয়াড় গুলো দিলেন ধোকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *