Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলায় আজ মুখোমুখি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বি গ্রুপ থেকে শেষ চারের যোগ্যতা অর্জন করলেও চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) বাংলাদেশের ফর্ম নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে একবার পরাজিত হয়েছে তারা। এমনকি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সুপার-ফোর পর্বের ম্যাচেও বিশেষ সুবিধা করতে পারেন নি শাকিব আল হাসানের (Shakib Al Hasan) দলের ক্রিকেটাররা। আজকের ম্যাচ তাদের কাছে মরণবাঁচন। হারলে বিদায় একপ্রকার নিশ্চিত বলা চলে। তাই কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের সেরাটা দেওয়া ছাড়া গতি নেই বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে দেখা যাচ্ছে উল্টো ছবি। এশিয়া কাপে (Asia Cup 2023) দুই ম্যাচ ইতিমধ্যে জিতেছে তারা। অপরাজিত রয়েছে শেষ ১৩টি একদিনের ম্যাচে। আজ চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার বাংলাদেশ বধ করে ফাইনালের দৌড়ে সামিল হওয়া লক্ষ্য দাসুন শানাকাদের।
বৃষ্টির পূর্বাভাস ছিলো। কিন্তু খেলা শুরুর আগে যখন দুই অধিনায়ক টস করতে নামলেন তখন যেন শরতের রোদ কলম্বোর আকাশে। মুদ্রা আজ পড়লো বাংলাদেশের অধিনায়ক শাকিবের (Shakib Al Hasan) পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন শাকিব। শ্রীলঙ্কা ব্যাটারদের মোকাবিলায় এক অতিরিক্ত বোলারকে প্রথম একাদশে জায়গা করে দেওয়ার ঘোষণা করেন তিনি। আফিফ হোসেনের জায়গায় খেলেন নাসুম আহমেদ (Nasum Ahmed)। প্রেমাদাসায় ব্যাট-বলের তুল্যমূল্য লড়াই হলেও নাসুম অবশ্য উইকেট পেলেন না। প্রথমে কুশল মেন্ডিস (Kusal Mendis) ও পরে সাদিরা সমরাবিক্রমাদের অনবদ্য অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে যোগ করে ৯ উইকেটের বিনিময়ে ২৫৭ রান। তীক্ষণা, পথিরানাদের বিপক্ষে এই রান তাড়া করা সহজ হবে না বাংলাদেশের পক্ষে।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
ফর্ম ধরে রাখলেন মেন্ডিস, সঙ্গত নিশাঙ্কার-

বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দিমুথ করুণারত্নে (Dimuth Karunaratne)। সুপার ফোরের খেলাতেও টাইগার্সদের প্রথম শিকার হলেন তিনিই। দলের স্কোর যখন ৩৪ তখন হাসান মাহমুদের (Hasan Mahmud) বলে উইকেট হারান তিনি। বাঁ-হাতি ওপেনার আজ করেন ১৭ বলে ১৮ রান। ষষ্ঠ ওভারে উইকেট এসে যাওয়ায় অনেক বিশেষজ্ঞই মনে করেছিলেন ম্যাচে বুঝি জাঁকিয়ে বসবেন বাংলাদেশী বোলাররা। কিন্তু তাস্কিন, শাকিব, শরিফুলদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) এবং কুশল মেন্ডিস (Kusal Mendis)।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
এর আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে কার্যকরী ৪০ রানের ইনিংস খেলেছিলেন নিশাঙ্কা। আজও তিনি থামলেন ৪০ রান করেই। ৫টি চারের সাহায্যে ৬০ বলে ৪০ রান করেন নিশাঙ্কা। উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিসের (Kusal Mendis) সাথে জুটি গড়ে শক্ত ভিত প্রদান করেন শ্রীলঙ্কাকে। আফগানিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কুশল মেন্ডিস। দুর্ভাগ্যবশত রান-আউট না হলে হয়ত পেতে পারতেন শতরানও। লাহোরের ফর্ম কলম্বোতেও ধরে রাখলেন তিনি। নিশাঙ্কার সাথে ৭৪ রানের জুটি গড়তে দেখা যায় তাঁকে। এশিয়া কাপের আসরে টানা দ্বিতীয় অর্ধশতক এলো মেন্ডিসের ব্যাটে। ২৬তম ওভারে শরিফুল ইসলামের (Shoriful Islam) বলে আউট হওয়ার আগে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলে যান তিনি।
সমরাবিক্রমার দাপটে সম্মানজনক স্কোর শ্রীলঙ্কার-

কুশল মেন্ডিস আউট হওয়ার পর খানিক চাপে পড়েছিলো শ্রীলঙ্কা। পরপর চরিথ আশালঙ্কা (Charith Asalanka) এবং ধনঞ্জয় ডি সিলভার উইকেট হারায় তারা। আশালঙ্কা গত দুই ম্যাচেই শ্রীলঙ্কার হয়ে দাপটের সাথে খেলেছিলেন। একটিতে করেন … এবং অপরটিতে …। মিডল অর্ডারের মূল ভরসাকে খুইয়েও শ্রীলঙ্কার তরী যে ডোবে নি তার প্রধান কারণ সাদিরা সমরাবিক্রমা (Sadeera Samarawickrama)। গ্রুপ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো অর্ধশতক ছিলো তাঁর। আজও চোখধাঁধানো এক ইনিংস খেললেন তিনি। স্কোরবোর্ডে রানের গতি বিন্দুমাত্র স্লথ হতে দিলেন না মাঝের ওভারগুলোয়। বাংলাদেশের বিরুদ্ধে আজ সমরাব্রিক্রমার ব্যাট থেকে এলো ৭২ বলে ৯৩ রানের ইনিংস। ৮ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
লোয়ার অর্ডারে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকাও (Dasun Shanaka) সহায়তা করলেন সমরাবিক্রমাকে। এর আগের দুটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু আজ ৩২ বলে ২৪ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম। তিনটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ (Hasan Mahmud) এবং তাস্কিন আহমেদ। প্রেমাদাসাতে সাধারণত স্পিনাররা কার্যকরী হলেও আজ বাংলাদেশের দুই স্পিনার-নাসুম ও শাকিবের মধ্যে একজনও কোনো উইকেট তুলতে পারেন নি। কলম্বোর পিচ থেকে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ২৫০ এখানে জয়সূচক স্কোর হতে পারে। শ্রীলঙ্কা থেমেছে ২৫৭-তে। ব্যাট হাতে লিটন-শাকিবরা তা তাড়া করতে সক্ষম হন, নাকি বাজিমাত করেন শ্রীলঙ্কার বোলাররা, সেদিকেই এখন চোখ ক্রিকেটবিশ্বের।
Asia Cup, SL vs BAN, Innings Summary-
শ্রীলঙ্কা- ২৫৭/৯
সাদিরা সমরাবিক্রমা- ৯৩ (৭২) – হাসান মাহমুদ (৩/৫৭)
কুশল মেন্ডিস- ৫০ (৭৩) – তাস্কিন আহমেদ (৩/৬২)
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur