Asia Cup 2023: চলছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। দুটি গ্রুপ থেকে শেষ চারের ছাড়পত্র আদায় করেছে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ইতিমধ্যেই সুপার ফোর পর্বের প্রথম ম্যাচটিতে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের দিaকে এক পা বাড়িয়ে দিয়েছিলো পাকিস্তান। আজ বাংলাদেশের সামনে সুযোগ ছিলো শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে খেতাবী দৌড়ে ফিরে আসার। কিন্তু তাতে সফল হলেন না শাকিব আল হাসানরা। চলতি এশিয়া কাপের গ্রুপ-বি-এর ম্যাচে ইতিমধ্যেই একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয় সাক্ষাতেও বদল হলো না ফলাফল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এই নিয়ে ১২টি ম্যাচ খেলে ১২টিতেই হারতে হলো টাইগার্সদের।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। বোলিং শক্তি বাড়াতে আফিফ হোসেনকে বাদ দিয়ে নাসুম আহমেদকে সুযোগ দিয়েছিলেন প্রথম একাদশে। কিন্তু সাফল্য আসে নি বিশেষ। কুশল মেন্ডিসের ৫০ এবং সাদিরা সমরাবিক্রমার চোখধাঁধানো ৭২ বলে ৯৩ রানের ইনিংসের সুবাদে শ্রীলঙ্কা পৌঁছে যায় ২৫৭ রানে। আজকেও মেহদী হাসান মিরাজকে ওপেনার হিসেবে ব্যবহার করে ফাটকা খেলেছিলেন বাংলাদেশ কোচ চাণ্ডিকা হাথুরাসিঙ্খে। মহম্মদ নাইমের সাথে জুটি বেঁধে খানিক সাফল্যও টাইগারদের এনে দেন মেহদী। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকায় বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে পড়ে ম্যাচে ফেরা।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
হৃদয়ের লড়াই ব্যর্থ, পরাজিত বাংলাদেশ-

৫৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। শ্রীলঙ্কা অধিনায়ক শানাকার বলে আউট হন মেহদী। এরপর বেশীক্ষণ উইকেটে টেকেন নি নাইমও। তাঁকেও ফেরান শানাকাই। নাইম আউট হওয়ার পরে গ্যালারিতে সমর্থকদের দেখা যায় নাগিন ডান্সের ভঙ্গিতে উইকেট উদযাপন করতে। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে সোশ্যাল মিডিয়া জুড়ে আরও ঘুরে বেড়ালো লঙ্কাবাহিনীর সমর্থকদের নাগিন ডান্সের ছবি। অধিনায়ক শাকিব ফের ব্যর্থ ব্যাট হাতে। ২০১৯-এর পর থেকে একটিও শতরান পান নি তিনি। আজ ফিরলেন মাত্র ৩ রান করে। ‘প্রয়োজনের সময় কখনও রান করে না’ অধিনায়কের দিকে কটাক্ষের তীর ছুঁড়েছেন সমর্থকরাই। ব্যর্থ হয়ে নেটজনতার রোষের মুখে পড়লেন লিটন দাসও। ১৫ করে ফেরেন তিনি। ‘লিটনের সোনালী সময় শেষ’ জানিয়েছেন এক নেটনাগরিক।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
ডুবতে থাকা বাংলাদেশী নৌকাকে ভাসিয়ে রাখলেন তৌহিদ হৃদয়। দিনকয়েক আগে শাকিব আল হাসান প্রকাশ্যেই বলেছিলেন হৃদয়ের ব্যাটে রান আশা করছে দল। আজ একা কুম্ভ হয়ে লড়তে দেখা গেলো তাঁকে। রাজিথা, শানাকা, পথিরানাদের কঠিন প্রশ্নবাণের সামনে বুক চিতিয়ে মোকাবিলা করলেন তিনি। ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলে তীক্ষণার বলে উইকেট হারান তিনি। ‘হৃদয় আজ হৃদয় জিতে নিলো’ নেটদুনিয়ায় এমনই বার্তা দিয়েছেন বাংলাদেশ সমর্থকেরা। ১৯৭ রানের মাথায় হৃদয় আউট হওয়ার পর বাংলাদেশের হার কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছিলো। পরপর তাস্কিন-শরিফুলরা সাজঘরে ফেরায় আরও স্মিমিত হয়ে আসে টাইগার্সদের সম্ভাবনা।
শেষবেলায় শিবরাত্রির সলতের মত জ্বলে উঠেছিলো নাসুম আহমেদ এবং হাসান মাহমুদের ব্যাট। দুরন্ত ইয়র্কারে নাসুমের মিডল স্টাম্প উড়িয়ে সেই আশাতেও জল ঢেলে দেন পথিরানা। সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের মুখে বাংলাদেশ। নেটমাধ্যমে ট্রল, মিমের বন্যা তাদের নিয়ে। ‘এদের থেকে নেপাল বেশী লড়াই করেছে’ লিখেছেন এক দর্শক। ‘বাংলাদেশের ক্রিকেট দলের ট্রফি জেতার স্বপ্ন আর পূরণ হলো না’ সখেদে জানিয়েছেন এক বাংলাদেশী ক্রিকেট ভক্ত। ‘বারবার সেই একই কাহিনী’, আসন্ন বিদায় নিয়ে ইতিমধ্যেই আক্ষেপের সুর ধ্বনিত হয়েছে ট্যুইটারের দেওয়ালে।
দেখে নিন ট্যুইটচিত্র-
Bangladesh is having a terrible Asia cup so far, lost 3 out of 4, they call themselve a good ODI team but hardly performs in Multi nation tournaments, playing on friendly surfaces at home really hurting them away from home #AsiaCup2023
— Kapil (@rohitpnwr23) September 9, 2023
Asia Cup journey ends for Bangladesh. Srilanka won by 21 runs.
– brilliant performance by Pathirana 👏.#AsiaCup2023#SLvBAN pic.twitter.com/9ZbGsZfYyN— Dev Sharma (@DeveshSharma890) September 9, 2023
Seeing the competitiveness in the SL Bangladesh and Afg matches, it is really sad to see what BCCI and Jay Shah are doing to them. Completely side lining them to milk up their pockets. I hope it rains tomorrow and the day after tomorrow which spoils their dirty politics. #SLvBAN
— Harshit (@Flickedfor4) September 9, 2023
Yeh Bangladesh team ne kasam Khai hui hy kae koi tournament jeetna hi nae hy 🤦 #SLvBAN #AsiaCup2023
— Ali Raza (@arsial2001) September 9, 2023
Theekshana: “The injury was painful but it doesn’t matter when you’re playing for the country”#SLvsBAN
— Cricket.com (@weRcricket) September 9, 2023
Why do I feel like Srilanka will win the Asia Cup once again after starting the tournament as under dogs….🤣🤣 #SLvsBAN
— Sabs (@SABACHAU41) September 9, 2023
Shanaka is Best Captain Babar azam i think #babar #shanaka #ban #srilanka #SLvsBAN pic.twitter.com/stXXNjM0Lu
— Usama Hanif (@UsamaProfessor) September 9, 2023
R.I.P @BCBtigers 👇👋 #SLvsBAN pic.twitter.com/zrTZlmc6u9
— 𝔸𝕄𝕀𝕃𝔸 🫡 (@Us3rChang3d) September 9, 2023
Well Played Bangladesh #SLvsBAN #AsiaCup2023 #PAKvIND
— Hammad (@Hammad91635448) September 9, 2023
SRILANKA Undefeated From last 13 ODIs . which is a Record . And main Point Is In last 13 odis they have Blowed Out thier Opposition everytime .#SLvsBAN #AsiaCup2023
— Circindi (@circindi_) September 9, 2023
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur