anshuman-gaekwad-passes-away

ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে শ্রীলঙ্কাতে। টি-২০ সিরিজ জয়ের পরে একদিনের ক্রিকেটে তারা মুখোমুখি হতে চলেছে প্রতিবেশী দেশের। রোহিত (Rohit Sharma), কোহলিরা (Virat Kohli) যখন মাঠে নামার প্রস্তুতিতে ব্যস্ত, তখনই শোকের অন্ধকারে ঢাকলো দেশের ক্রিকেটমহল। ক্যান্সারের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে প্রয়াত হলেন প্রাক্তনী অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভেঙে পড়েছিলো স্বাস্থ্য। তাঁর চিকিৎসার জন্য সম্প্রতি এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah)। লন্ডন থেকে ভারতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু হলো না শেষরক্ষা। বুধবার ৭১ বছর বয়সে বরোদার ভাইলাই আমিন জেনেরাল হাসপাতালে প্রয়াত হলেন তিনি।

Read More: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন যুবরাজ সিং, এই বলিউড অভিনেত্রীর সঙ্গে ঘুরবেন সাত পাক !!

 বর্ণময় কেরিয়ার অংশুভমান গায়কোয়াড়ের-

Anshuman Gaekwad and Sachin Tendulkar | ভারত | Image: Twitter
Anshuman Gaekwad and Sachin Tendulkar | Image: Twitter

১৯৫২ সালের ২৩ সেপ্টেম্বর বম্বেতে (বর্তমান মুম্বই) জন্ম অংশুমান দত্তাজিরাও গায়কোয়াড়ের (Anshuman Gaekwad)। পরিবারে ক্রিকেটের চল ছিলো। তাঁর বাবা দত্তাজিরাও কৃষ্ণারাও গায়কোয়াড় ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্বও করেছেন। ১৯৭৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় অংশুমান গায়কোয়াড়ের। রক্ষাণাত্মক ব্যাটার হিসেবে সুবিদিত ছিলেন তিনি। বিশেষ করে পেস আক্রমণের বিরুদ্ধে বারবার ঢাল হয়ে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের ঘাতক পেস চতুর্ভুজের বিরুদ্ধেও ব্যাট হাতে ছিলেন অবিচলিত। এক দশক ব্যপী টেস্ট কেরিয়ারে ৪০টি ম্যাচে তিনি ৩০.০৭ গড়ে করেছেন ১৯৮৫ রান। রয়েছে ২টি শতরান ও ১০টি অর্ধশতক।

১৫টি একদিনের ম্যাচেও দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০.৬৯ গড়ে রয়েছে ২৬৯ রান। বম্বেতে জন্ম হলেও ঘরোয়া ক্রিকেটে বরোদার প্রতিনিধিত্ব করেছেন অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। ২০৬টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ১২১৩৬ রান। ব্যাটিং গড় ৪১.৫৬। রয়েছে ৩৪টি শতরান ও ৪৭টি অর্ধশতরান। লিস্ট-এ ক্রিকেটে ৫৫ ম্যাচে তাঁর সংগ্রহ ১৬০১ রান। ক্রিকেটীয় কেরিয়ারে ইতি টানার পর কোচিং জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৯৭ থেকে ১৯৯৯ অবধি কোচ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের। দ্বিতীয় দফায় টিম ইন্ডিয়ার (Team India) দায়িত্ব নেন ২০০০ সালে। তাঁর কোচিং-এই ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিলো ভারত। পরে কেনিয়া দলেরও দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালে তাঁকে কর্ণেল সি.কে নাইডু জীবনকৃতি সম্মান প্রদান করে বিসিসিআই।

কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটমহল-

Anshuman Gaekwad, Kapil Dev and Shanta Rangaswamy | Image: Twitter
Anshuman Gaekwad, Kapil Dev and Shanta Rangaswamy | Image: Twitter

অংশুমান গায়কোয়াড়ের (Anshuman Gaekwad) প্রয়াণে শোকস্তব্ধ ভারতের ক্রিকেটমহল। তাঁর সাথে দীর্ঘ সময় ক্রিকেট খেলেছেন ‘লিটল মাস্টার’ সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানিয়েছেন, “তিনজন অসমসাহসী ক্রিকেটারের সাথে খেলার সৌভাগ্য আমার হয়েছিলো-একনাথ সোলকার, জিমি (মহিন্দর) অমরনাথ ও অংশুমান গায়কোয়াড়। আমরা নরি কন্টাক্টরের সাহসীকতার কথা শুনেছিলাম, যে তিনি ভাঙা পাঁজর নিয়েও লর্ডসে ৮১ করেছিলেন। সেটাই উঠতি ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগায় যে দেশের হয়ে খেলার সময় আঘাত সহ্য করেও লড়াই করে যেতে হবে নিয়ত, সেটাই এক্কি (একনাথ সোলকার), জিমি ও চার্লি, যে নামে অংশুমান পরিচিত ছিলো, করত যখন ওরা ভারতের টুপিটা মাথায় চাপাতো।”

অংশুমান গায়কোয়াড়ের (Anshuman Gaekwad) মৃত্যুতে শোকপ্রকাশ করে গাওস্কর এরপর বলেন, “এই খবরটা খুবই হৃদয়বিদারক কিন্তু চার্লি আরও একবার দেখিয়ে গেলো যে জীবনের উইকেটটাও ও সহজে দেবে না। শেষ অবধি লড়াই করেছে ও। ওর আত্মা যেন শান্তি পায়।” ভারতীয় দলের নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir) শোকপ্রকাশ করেছেন নিজের এক্স-হ্যান্ডেলে। লিখেছেন, “অংশুমান গায়কোয়াড় জি’র প্রয়াণে আমি শোকার্ত। ঈশ্বর ওনার পরিবার ও প্রিয়জনদের শক্তি যোগান।” ইরফান পাঠান (Irfan Pathan) থেকে হর্ষ ভোগলে (Harsha Bhogle) ক্রিকেটদুনিয়ার বহু চেনা মুখ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন কিংবদন্তী প্রাক্তনীর প্রয়াণে। শোকবার্তা এসেছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এমনকি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী’র তরফেও।

দেখে নিন BCCI-এর শোকবার্তাটি-

Also Read: ৬,৬,৬,৬,৬,৬… এই ভারতীয় প্রতিভাবান ব্যাটসম্যান কানাডার হয়ে খেলে ৫৩ বলে করে ফেললেন বিস্ফোরক শতরান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *