“তোমরা ক্রিকেট খেলার যোগ্যই নও…” বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে যেতেই পাকিস্তানকে একহাত প্রতিবেশী দেশের বিরাট কোহলি !! 1

বিশ্বকাপে (T20 World Cup 2024) সব থেকে বড় হট টপিক হল পাকিস্তানের বিশ্বকাপ ছুট হওয়া। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে যেতে হলেও পাকিস্তান দলকে। প্রথমত পাকিস্তান দল চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই জয় সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। হোস্ট আমেরিকার যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে পাকিস্তান কে তাদের প্রথম ম্যাচটি খেলতে হয়েছিল। দুইদলের মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচটি এতটাই টান টান উত্তেজনার মধ্যে পরিসমাপ্তি ঘটেছে যা সোশ্যাল মিডিয়াতে তুমুল চর্চায় পরিণত হয়েছিল।

আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুপার ওভারে পরাজিত হতে হয় পাকিস্তানকে। প্রথম ম্যাচেই দলের লাগে বড় শক। প্রথম ম্যাচেই আত্মবিশ্বাস হারিয়ে মেগা ম্যাচে ভারতীয় দলের মুখোমুখি হতে হয় পাকিস্তানকে। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান দল বারবার হয়েছে ফ্লপ। এমনকি এদিনও পাকিস্তানের পারফরমেন্স ছিল খুবই নিম্নমানের। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক বাবর আজম (Babar Azam)। বল হাতে প্রতিবেশী দেশের বোলাররা ভারতকে মাত্র ১১৯ রানে অলআউট করে দিয়েছিল।

Read More: “জলঘোলা করা উচিত নয়…” তামিমের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে অকপট সাকিব আল হাসান, করলেন এই মন্তব্য !!

সুপার ফোরের দৌড়ের বাইরে পাকিস্তান

Pakistan Cricket Team, T20 World Cup 2024
Pakistan Cricket Team | Image: Getty Images

এত কম রান দেখে  ভক্তরা অনুমান করে নিয়েছিল হয়তো বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় বারের মতন টিম ইন্ডিয়াকে পাকিস্তানের কাছে পরাজিত হতে হবে। কিন্তু এই ম্যাচে ভারতীয় দলকে খেলায় ফেরায় দলের পেস আক্রমণ। পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যায়।

যেখানে পাকিস্তান দলের পরিণতি হয় টেবিলের একদম নিচের দিকে। তৃতীয় ম্যাচে পাকিস্তান দল কামব্যাক করে কানাডার বিপক্ষে। কানাডার বিপক্ষে সহজ একটি জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপের জন্য নিজেদেরকে টিকিয়ে রেখেছিল পাকিস্তান। তবে সুপার ফোরের দৌড়ে একদিকে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করে গিয়েছিল টিম ইন্ডিয়া, অন্যদিকে A গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতেই চারটি পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র।

পাকিস্তান দলকে একহাত নিলেন পাকিস্তানের কোহলি

Ahmed Shahzad, t20 world cup 2024
Ahmed Shahzad | Image: Getty Images

আমেরিকার তাদের শেষ ম্যাচটি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিল, এই ম্যাচে আয়ারল্যান্ড জিতলে পাকিস্তানের ছিল লক্ষীলাভ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে  খেলা চালানো সম্ভব হয়নি, যে কারণে একটি পয়েন্ট নিয়ে মোট পাঁচ পয়েন্টে সহযোগে ভারতের পাশাপাশি সুপার ফোর’এর জন্য কোয়ালিফাই করে যায় আমেরিকা যুক্তরাষ্ট্র। পাকিস্তান দলের এই রূপ পারফরমেন্সের পর দলকে এক হাত নিয়েছেন পাকিস্তানের বিরাট কোহলি (Virat Kohli) অর্থাৎ আহমেদ শাহজাদ (Ahmed Shahzad)।

সমাজ মাধ্যমে তিনি তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে নিজের মতামত জানিয়েছেন শাহজাদ। লিখেছেন, “যোগ্য দল সুপার 8 রাউন্ডে পৌঁছেছে। আপনি যদি কাউকে হারাতে আয়ারল্যান্ডের উপর নির্ভরশীল হন, তাহলে আপনি সত্যিই যোগ্যতা অর্জনের যোগ্য নন। মনে করবেন না যে “প্রকৃতির নিজাম” এর জন্যও কাজ করে। যারা যোগ্য নন বা উন্নতি করতে ইচ্ছুক না তাদের সবার চোখ এখন পিসিবি চেয়ারম্যানের দিকে।

Read Also: T20 World Cup 2024: স্বপ্ন অধরাই থাকলো শুভমান গিল-আবেশ খানের, বিশ্বকাপ না খেলেই ফিরছে দেশে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *