“রোহিতের থেকে শিখুক…” বাবরকে নিশানা শাহীদ আফ্রিদি’র, দিলেন অধিনায়কত্বের পাঠ !!

গত শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে ইতিহাস লিখেছে রোহিত শর্মা’র (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল (Team India)। ওয়েস্ট ইণ্ডিজ ও ইংল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে তারা জিতে নিয়েছে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত যখন প্রথমবার ট্রফি জিতেছিলো, তখন রোহিত (Rohit Sharma) নেহাৎ একজন তরুণ তুর্কি। ফাইনালে সেদিন […]

বাবর আজম (Babar Azam)-

পাকিস্তানের ক্রিকেটার অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বাবর আজম (Babar Azam) বর্তমান সময়ে তিনি বিশ্ব ক্রিকেটের রাজত্ব করে আসছেন। তিনি ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে তিন ফরম্যাটে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে থাকেন বাবর। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ১৫ অক্টোবর ১৯৯৪ সালে পাকিস্তানের লাহোরে একটি পাঞ্জাবি মুসলিম পরিবারে (Babar Azam Family) জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আজম সিদ্দিকী। তার এক ছোট ভাই সাফির আজম আছে। বাবর ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করতেন। ক্রিকেট জগতের সঙ্গে তার আরও দুই ভাই যুক্ত ছিল। উমর আকমল ও কামরান আকমল হলেন বাবরের খুড়তুত ভাই। ২০২১ সাল থেকে ওডিআই ফরম্যাটের সেরা প্লেয়ার হয়ে উঠেছেন বাবর এবং দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটে দারুন ছন্দ বজায় রেখেছেন তিনি।

বাংলায় বাবর আজম’এর বায়োগ্রাফি (Babar Azam Biography in Bengali)-

সম্পূর্ণ নাম বাবর আজম
ডাকনাম ববি, ববজি, কিং
জন্মস্থান লাহোর, পাকিস্তান
জন্মতারিখ ১৫ অক্টোবর, ১৯৯৪
উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি (১৭০ সেন্টিমিটার)
চোখের মণির রং কালো
জাতীয় দল পাকিস্তান
জার্সি নম্বর ৫৬
ব্যাটিং-এর ধরণ ডানহাতি ব্যাটার
বোলিং-এর ধরণ ডান হাতি অফ স্পিনার
ক্রিকেটীয় ভূমিকা ব্যাটসম্যান
স্ত্রী-র নাম
সন্তানের নাম
শখ গান শোনা, ভ্রমণ
পঠনপাঠন পাঞ্জাব বিশ্ব বিদ্যালর
ইন্সটাগ্রাম প্রোফাইল @Babar_Azam56
ফেসবুক প্রোফাইল @Babar_Azam
ট্যুইটার (X) হ্যান্ডেল @BabarAzam

বাবর আজমের আন্তর্জাতিক অভিষেক (Babar Azam’s International Debut)-

ফর্ম্যাট তারিখ প্রতিপক্ষ ভেন্যু
টেস্ট ১৩/১০/২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
ওয়ান ডে ৩১/০৫/২০১৫ ইংল্যান্ড
টি-২০ ০৭/০৯/২০১৬ ইংল্যান্ড

যে দলগুলির হয়ে খেলেছেন বাবর আজম (Babar Azam Teams)-

পাকিস্তান অনূর্ধ্ব ১৯, সিলেট রয়্যালস, পাকিস্তান, পাকিস্তান এ, ইসলামাবাদ ইউনাইটেড, রংপুর রাইডার্স, করাচি কিংস, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, সিলেট সিক্সার্স, সমারসেট, ডাবলিন চিফস, টিম হোয়াইট, টিম গ্রিন, পেশোয়ার জালমি, কলম্বো স্ট্রাইকার্স।

বাবার আজম পরিসংখ্যান (Babar Azam Career Stats in Bengali)-

ফর্ম্যাট ম্যাচ মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট শতরান অর্ধশতক উইকেট
Test ৫২ ৩৮৯৮ ১৯৬ ৪৫.৯ ৫৪.৯ ০৯ ২৬ ০২
ODI ১১৭ ৫৭২৯ ১৫৮ ৫৬.৭ ৮৮.৮ ১৯ ৩২
T20i ১২৩ ৪১৪৫ ১২২ ৪১.০০ ১২৯.১ ০৩ ৩৬
PSL ৯০ ৩৫০৪ ১১৫ ৪৫.৫০ ১২৭.৪১ ০২ ৩৩ ০০
FC ৮৯ ৫৯৫০ ১০০ ৪৪.১ ৫৫.১ ১২ ৩৮ ০৭
List-A ১৮১ ৮৬৪৫ ১৬৯* ৫৫.১ ৮৬.৮ ২৯ ৫০ ১২
T20 ১৩৪ ১০,৯৪২ ১২২ ৪১.০ ১২৮.১ ১৪ ০০

বাবর আজম রেকর্ড ও কৃতিত্বসমূহ (Babar Azam Records in Bengali)-

  • বাবর দ্বিতীয় দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে (২১ ইনিংস) ১০০০ রানের গন্ডি টপকেছেন।
  • বাবর আজম ওডিআই ক্রিকেটে (৪৫ ইনিংস) দ্রুততম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি ২০০০ রান করেছেন। 
  • বাবর আজম ওডিআই ক্রিকেটে (৬৮ ইনিংস) দ্রুততম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে ৩০০০ রান ছুঁয়েছেন।
  • একমাত্র ক্রিকেটার হিসেবে বাবর আজম একই দেশে (UAE) টানা ৫টি সেঞ্চুরি করেছেন।
  • টি-টোয়েন্টি আন্তর্জাতিকে (২৬ ইনিংস) দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান পূর্ণ করেছেন তিনি।
  • বিশ্বকাপের মঞ্চে একজন পাকিস্তানির দ্বারা হাঁকানো সর্বাধিক রান ৪৭৪ রান বানিয়েছিলেন।
  • ২০২২ সালে করাচিতে অনুষ্টিত হওয়া পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান (১৯৬ রান) গড়ে ইতিহাস গড়েন।
  • একমাত্র ব্যাটসম্যান দুবার টানা ৩টি ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
  • অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নিজেকে স্থাপিত করেন।
  • পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি (১৯)।

বাবার আজম নেট ওয়ার্থ (Abhishek Sharma Net Worth)-

সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান দলের অধিনায়ক বাবার আজমের মোট সম্পত্তি পরিমাণ হল ৬ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৩ কোটি টাকা। বাবর বার্ষিক ৬৩.৭২ লক্ষ টাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকে বেতন পান। এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে এবং বিভিন্ন রকম বিজ্ঞাপনের থেকে বাবর কোটি কোটি টাকা আয় করে থাকেন। পিএসএলের সবথেকে ধনী ক্রিকেটার হিসেবে ১ কোটি ২৪ লক্ষ টাকা পেয়ে থাকেন তিনি।

বাবার আজম ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট: (Babar Azam Brand Endorsement)

  • হেড এন্ড সোল্ডার
  • এইচবিএল
  • অপো
  • নুন পাকিস্তান
  • পেপসি পাকিস্তান
  • গ্রে নিকোলস
  • হুয়াওয়ে
  • আলফালাহ ব্যাংক
  • গেটোরেড
  • ভিভো

বাবর আজমের গাড়ি (Babar Azam’s Car)

গাড়ী  মূল্য
মার্সিডিজ বেঞ্জ ১.৫ কোটি টাকা
অডি A5 ৭২.৬৬ লক্ষ টাকা
BMW RR 310 ৪ লাখ টাকা
ইয়ামাহা R1 ২ লাখ টাকা

বাবার আজম সম্পর্কীত প্রশ্নাবলী (Babar Azam FAQs)-

বাবর আজম কে?

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটসম্যান।

বাবার আজমের জার্সি নম্বর কত?

৫৬।

বাবর আজম কবে জন্মগ্রহণ করেন ?

বাবর আজম ১৫ অক্টোবর ১৯৯৪ সালে পাকিস্তানের লাহোরে একটি পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন

বাবর আজম PSL'এ কোন দলের হয়ে অধিনায়কত্ব করেন ?

পেশোয়ার জালমি দলের অধিনায়কত্ব করেন।