ipl-2025-pandit-want-surya-to-lead-kkr

IPL 2025: এক দশকের অপেক্ষার পর ২০২৪-এ আইপিএল (IPL) ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তৃতীয়বারের জন্য সাফল্য ধরা দিয়েছে তাদের হাতে। সেখানেই থেমে যেতে চায় না শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আগামী বছরে তাদের লক্ষ্য চতুর্থ ট্রফি জিতে সফলতম দল হওয়ার দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংসের (CSK) সাথে ব্যবধান আরও খানিকটা কমিয়ে আনার। সেই জন্য ইতিমধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা।

গত ৩১ জুলাই মুম্বইতে বিসিসিআই-এর সদর দপ্তরে যে বৈঠকের আয়োজন করা হয়েছিলো সেখানে নাইটদের তরফে মেগা অকশন নয় বরং মিনি অকশনের জন্য তদ্বির করা হয়েছিলো। যদিও সংবাদমাধ্যম সূত্রে খবর যে সেই আবেদন মানেন নি জয় শাহ’রা। মেগা অকশনই হচ্ছে। কতজন’কে রিটেন করা যাবে, আর টি এম কার্ড থাকবে কিনা সেসব নিয়ে এখনও পর্যন্ত কোনো অতহ্য মেলে নি। সবরকম পরিস্থিতির কথা মাথায় রেখেই ছক সাজাচ্ছে নাইটরা।

Read More: PAK vs BAN: “পুরো হাসির খোরাক…” বাংলাদেশের বিপক্ষে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান, কটাক্ষে বাবরদের বিঁধলো সোশ্যাল মিডিয়া !!

নাইট রাইডার্স ছাড়তে পারেন শ্রেয়স-

Shryeas Iyer | IPL | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২৪-এ তাঁর নেতৃত্বেই এক দশকের ট্রফি খরা কেটেছিলো কলকাতা নাইট রাইডার্সের (KKR), বছর ঘোরার আগেই সেই শ্রেয়স আইয়ারকেই (Shryeas Iyer) নাকি ছেঁটে ফেলার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজি। সংবাদসংস্থা রেভস্পোর্টস সূত্র জানা যাচ্ছে তেমনটাই। ২০২২ মরসুমের আগে ১২.২০ কোটি টাকা দিয়ে শ্রেয়সকে দলে সামিল করেছিলো নাইটরা। দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক হিসেবে তরুণ শ্রেয়স যে সম্ভাবনা উপহার দিয়েছিলেন, তা মনে ধরেছিলো বেঙ্কি মাইশোরদের। সেই কারণেই তাঁকে পাওয়ার জন্য অল-আউট ঝাঁপিয়েছিলেন তাঁরা। শ্রেয়সের (Shryeas Iyer) আগমনে দীর্ঘকালীন অধিনায়ক পাওয়া গিয়েছে বলে মনে করেছিলেন সমর্থকেরাও। চোটপ্রবণ তারকা ২০২৩-এই বালজিং ডিস্কের সমস্যার কারণে ছিটকে যাওয়া খানিক আশাহত হয়েছিলেন তাঁরা। যদিও ২০২৪-এর সাফল্য সেই হতাশাকে ছাপিয়ে গিয়েছে ইতিমধ্যেই।

খেতাব জয়ে ‘অধিনায়ক’ শ্রেয়সের (Shreyas Iyer) অবদান মানছেন কলকাতা’র কর্মকর্তারা। যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাঁর সাথে মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রসায়ন কুড়িয়ে নিচ্ছে তারিফ। কিন্তু ব্যাটার শ্রেয়সের পারফর্ম্যান্স আদৌ খুশি করতে পারে নি টিম ম্যানেজমেন্টকে। ২০২২ ও ২০২৪-এ ১৪টি করে ম্যাচ খেলেছেন তিনি। করেছেন যথাক্রমে ৪০১ ও ৩৫১ রান। যা যথেষ্ট নয় বলে মনে করচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। গম্ভীর সরে দাঁড়ানোয় আদৌ শ্রেয়স আগামীতে মগজাস্ত্রের ধার দেখাতে পারবেন কিনা তা নিয়েও সন্দিহান অনেকে। এমতাবস্থায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য মুম্বইয়ের ক্রিকেটার’কে রিলিজ করে দেওয়ার মত কঠিন সিদ্ধান্ত নেওয়া ভাবনাও শুরু হয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে। সূত্র মারফৎ জানা গিয়েছে বড় দাঁও মারার জন্য ‘টোপ’ হিসেবে ব্যবহার’ও করা হতে পারে শ্রেয়সকে।

পণ্ডিতের পছন্দের অধিনায়ক সূর্যকুমার-

Suryakumar Yadav | IPL | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

পরের মরসুমে টি-২০ দুনিয়ার অন্যতম সেরা তারকা সূর্যকুমার যাদব’কে (Suryakumar Yadav) দলে পেতে মুখিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বেগুনি-সোনালী জার্সিতেই আইপিএলে (IPL) পথচলা শুরু করেছিলেন সূর্য। পরে গিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। তাঁকে ফেরানোর জন্য প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে এখনই। মুম্বই শিবিরে রয়েছে গৃহযুদ্ধের আবহ। গত মরসুমে যেভাবে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্বের ব্যাটন সঁপে দেওয়া হয়েছে, তাতে জসপ্রীত বুমরাহ, সুর্যকুমার যাদবদের মত সিনিয়র তারকারা খানিক মনক্ষুণ্ণ। সাজঘরের মধ্যেও বিভাজনের গুঞ্জন সামনে এসেছিলো সংবাদমাধ্যম সূত্রে। যদি এবারও হার্দিককে (Hardik Pandya) অধিনায়ক রাখা হয়, তাহলে ক্ষুব্ধ সূর্য দল ছাড়তে পারেন বলে খবর। এই সুযোগই ব্যবহার করতে চায় নাইট রাইডার্স।

বিপুল অর্থের পাশাপাশি নেতৃত্বের প্রস্তাব ইতিমধ্যেই বেসরকারী ভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট তারকার কাছে। ট্রেডিং উইন্ডো খুললে সূর্যের (Suryakumar Yadav) বিনিময়ে শ্রেয়স আইয়ারকে মুম্বই ইন্ডিয়ান্স’কে ‘অফার’ করতে পারে কলকাতা। সাথে থাকতে পারে ক্যাশ অ্যাড-অনের প্রস্তাব’ও। মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) দল ছেড়েছেন কিছুদিন আগে। আপাতত তিনি ভারতীয় দলের কোচ। সূর্যকে যে গুরুত্বপূর্ণ পদে দেখছেন তিনিও, তা বোঝা গিয়েছে তাঁর হাতে দেশের টি-২০ অধিনায়কত্ব তুলে দেওয়া থেকেই। কলকাতা নাইট রাইডার্স (KKR) কোচ চন্দ্রকান্ত পণ্ডিতেরও (Chandrakanta Pandit) সূর্যের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিতে আপত্তি নেই। দুজনে এর আগে কাজও করেছেন একসাথে। ২০১৫-১৬ মরসুমে রঞ্জি জয়ী দলের সদস্য ছিলেন সূর্য, সেই দলের কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। আইপিএলেও সেই রসায়ন দেখার অপেক্ষায় সকলে।

Also Read: IPL 2025: নিলামের আগেই ‘ডিল’ চূড়ান্ত হলো সূর্যকুমার সাথে, মুম্বইয়ের দ্বিগুণ টাকায় ‘মিস্টার ৩৬০’কে নিচ্ছে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *