“জলঘোলা করা উচিত নয়…” তামিমের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়ে অকপট সাকিব আল হাসান, করলেন এই মন্তব্য !! 1

বাংলাদেশ দলের দুই কিংবদন্তি ব্যাটসম্যান তামিম ইকবাল (Tamim Iqbal) ও তুখর অলরাউন্ডার সাকিব আল হাসানের (Shakib Al Hasan) মধ্যে সম্পর্কের ফাটল লক্ষ করা গিয়েছে। ২০২৩’এর ওডিআই বিশ্বকাপের আগেই এই দুই কিংবদন্তির মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। তামিমের সঙ্গে সাকিবের কোনরূপ বাক্যালাপ নেই বলেও জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সাকিব প্রসঙ্গে মুখ খুলে তামিম জানিয়েছিলেন যে তাঁর সঙ্গে শাকিবের সম্পর্কের কোনও নেতিবাচক প্রভাব দলের ওপর পড়েনি। এমনকি তামিমের সঙ্গে সম্পর্কের বিষয়ে সর্বদা নীরব থেকেছেন শাকিব।

তবে এবার আর থেমে থাকতে পারলেন না সাকিব, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব (Shakib Al Hasan) নেদারল্যান্ডের বিরুদ্ধে হয়েছিলেন সেরা। আর এই ম্যাচের পর সাকিব তার প্রাক্তন বন্ধু তামিমকে নিয়ে মন্তব্য করেন। সাকিব বলেন, “পাপন ভাই, আমার এবং তামিমের সম্পর্ক নিয়ে মুখ খোলেন, যার পর থেকেই শুরু হয় জলঘোলা। তবে কিছুকিছু মানুষ আছেন যারা এখনও এই বিষয়টি টিকিয়ে রাখতে চান। তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে না ভেবে আমাদের ঝামেলা নিয়েই পড়ে থাকতে চান।

Read More: Shakib Al Hasan: “কে উনি…”, সাকিবকে নিয়ে মন্তব্য করা ভারী পড়লো সেহবাগের, এক হাত নিলেন বাংলাদেশ অলরাউন্ডার !!

তামিমকে নিয়ে বড় মন্তব্য করলেন সাকিব

Shakib Al Hasan and Tamim Iqbal
Shakib Al Hasan and Tamim Iqbal | Image: Getty Images

সাকিব (Shakib Al Hasan) জানান, “এটা ঠিক যে বেশ কিছুদিন হল আমার সাথে তামিমের সেই ভাবে প্রচুর কথা হয় না। তবে আমাদের মধ্যে যে বাক্যালাপ হয় না এটা একেবারেই ভুল কথা। একটা সময় ছিল যখন আমরা সারাক্ষণ একসাথে থেকেছি, আমাদের নানা সুখ দুঃখ একে অপরের সঙ্গে ভাগ করেছে। তবে সময় বদলেছে, আর পুরানো সেই সময় এখন সত্যিই বলতে ফিরে পাওয়া সম্ভব নয়। আমরা দুজনেই দুজনের কাছে ব্যস্ত, তাছাড়া আমরা দুজনেই বিবাহিত। আমরা এখন আলাদা আলাদা জায়গাতেই থাকি। নিজেদের মধ্যে খুবই কম সময়ের জন্য আলাপ-আলোচনা করা সম্ভব হয়। আগে আমরা একসাথেই থাকতাম এখন তার কোন নৈকট্য নেই। এখন দুজনের সময়ের অভাবে সেই লম্বা কথাটা আর বলা যায় না।

সাকিব আরও বলেন, “মাঠে দেখা হলে কথা হয়, একসাথেই খেলি। প্রয়োজন মতনই কথা বলি।খুব বেশি কথা বলতেই হবে, এমন ব্যাপার নেই।” এরপর তামিমের সঙ্গে তার সম্পর্কের কোনো ছায়া ড্রেসিংরুমে আসে কিনা সে বিষয়ে মন্তব্য করে সাকিব বলেন, “তামিমের সঙ্গে সম্পর্ক ভালো ও খারাপ করে দেওয়ার বিষয়টিতো আছেই। আমরা একসঙ্গে থাকি বা না থাকি, কথা বলি না বলি তাতে এমন কিছু হয়নি যাতে দলের ক্ষতি হয়। আমরা কথা বলি বা না বলি, মাঠে কিংবা ড্রেসিংরুমে কোনও সমস্যা হয়নি।

ইতিমধ্যেই বাংলাদেশ দল বিশ্বকাপ ২০২৪’এর (T20 World Cup 2024) সুপার এইটের জন্য তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, আরেকটি ম্যাচ জিততে পারলেই তাদের সুপার এইট এ যাওয়ার টিকিট কনফার্ম হবে। আপাতত বিশ্বকাপের মঞ্চে ছন্দ খুঁজে পেয়েছেন সাকিব আল হাসান। নেদারল্যান্ডের বিরুদ্ধে একটি বিধ্বংসী ইনিংসও খেলেছিলেন তিনি। ভক্তরা তার থেকে এ ধরণের গুরুত্বপূর্ণ অনেক দেখতে চান আগামীকাতে।

Read Also: ভাগ্য খুললো রিংকু সিংয়ের, বিশ্বকাপ দলে নিলেন সরাসরি এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *