“ওকে প্রয়োজন নেই…” জাদেজার জন্য দরজা বন্ধ করলেন আগরকার, বেছে নিলেন আদর্শ বিকল্প !! 1

রোহিত শর্মা ও বিরাট কোহলির মত কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। সৌরাষ্ট্রের অলরাউন্ডার ২০০৯ থেকে খেলেছেন টি-২০ ক্রিকেট। শেষটা করলেন গত ২৯ শে জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি জিতেই। ম্যাচের পরদিন ইন্সটাগ্রামে এক আবেগঘন বিদায়বার্তায় জাদেজা লেখেন, “হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-২০’কে বিদায় জানাচ্ছি। একটি গর্বিত অশ্বের মত আমি যখনই দেশের হয়ে মাঠে নেমেছি তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য ফর্ম্যাটগুলিতে তেমনটাই করে যাবো ভবিষ্যতে। টি-২০ বিশ্বকাপ জেতা একটা স্বপ্নপূরণের সামিল। আমার টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ শৃঙ্গ। অসংখ্য স্মৃতি, হর্ষধ্বনি ও নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ।”

টি-২০ থেকে বিদায় নিলেও বাকি দুই ফর্ম্যাটে যে তিনি এখনও খেলতে প্রস্তুত তা নিজেই পরিষ্কার করে দিয়েছিলেন জাদেজা (Ravindra Jadeja)। তা সত্ত্বেও শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ওডিআই স্কোয়াডে তাঁর নাম না দেখে চমকেছিলেন ক্রিকেটবোদ্ধারা। বিশেষ করে নয়া কোচ গৌতম গম্ভীরের অনুরোধে যখন ফেরানো হয় বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা’র (Rohit Sharma) মত মহাতারকাদের, সেখানে জাদেজার (Ravindra Jadeja) অনুপস্থিতি আলাদা করে চোখে পড়েছিলো। অনেকেই ধরে নিয়েছিলেন যে সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) অফ ফর্মের কারণে পঞ্চাশ ওভারের ফর্ম্যাট থেকেও তাঁর নাম মুছে ফেলেছেন নির্বাচকেরা। আজ মুম্বইতে সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন নির্বাচক প্রধান অজিত আগরকার।

Read More: “ওরা চাইলেও…” ওয়ান ডে ও টেস্টে রোহিত-কোহলির খেলা নিয়ে বিস্ফোরক মন্তব্য গম্ভীরের !!

জাদেজার অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন আগরকার-

Ravindra Jadeja | Image: Twitter
Ravindra Jadeja | Image: Twitter

টি-২০ বিশ্বকাপে ব্যাটে-বলে ছন্দে ছিলেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তা সত্ত্বেও তাঁকে এখনি ছেঁটে ফেলা হচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়ে দেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার। বরং তাঁকে আপাতত দিনকয়েকের বিশ্রাম দেওয়া হয়েছে বলে ঘোষণা করেন তিনি। সামনেই রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আর বছরের শেষের দিকে উড়ে যাবে অস্ট্রেলিয়া। অপেক্ষা করে রয়েছে পাঁচ টেস্টের জমজমাট বর্ডার-গাওস্কর সিরিজ। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে জাদেজাকে (Ravindra Jadeja) তরতাজা রাখার জন্যই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজে জায়গা দেওয়া হয় নি বলে জানান আগরকার। সময় হলেই জাদেজা যে ফিরবেন টিম ইন্ডিয়াতে, তাও স্পষ্ট করেন তিনি।

আগরকার (Ajit Agarkar) বলেন, “এই স্বল্পমেয়াদী সিরিজে জাদেজা আর অক্ষর-দুজনকেই নিয়ে যাওয়ার কোনো মানে নেই। মাত্র তিনটে ম্যাচে বিশেষ কিছু যায় আসে বলে মনে হয় না। ওকে (জাদেজা) মোটেই বাদ দেওয়া হয় নি। বরং বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ আসছে। সেখানে ওকে নিয়মিত দেখা যাবে।” এছাড়াও চোটের কারণে দলের বাইরে থাকা মহম্মদ শামির (Mohammed Shami) প্রত্যাবর্তন নিয়েও মুখ খোলেন মুখ্য নির্বাচক। ঘোষণা করেন, “১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট রয়েছে (বাংলাদেশের বিরুদ্ধে)। আপাতত শামির প্রত্যাবর্তনের জন্য সেই দিনটাই স্থির করা হয়েছে। শামি, বুমরাহ, সিরাজরা ভারতের পেস আক্রমণের মুখ হয়ে উঠেছেন। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হচ্ছে, আমাদের নজর সেদিকেও থাকবে। নতুন প্রতিভাদের তুলে আনতে হবে।”

Also Read: ‘আমি শুধু জিততে চাই…’ শ্রীলঙ্কা সফরের আগে হুঙ্কার গম্ভীরের, সিরিজ জিততে নিচ্ছেন বড় সিদ্ধান্ত !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *